মাল্টা জব ভিসা আবেদন করার উপায়
How to Apply for Malta Job Visa: আমাদের বাংলাদেশের মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে যায়। তবে কয়েক মাস থেকে অনেক মানুয়ের ওয়ার্ক পারমিট ভিসায় মাল্টা যাওয়ার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। কেননা, মাল্টায় এখন খুব ভালো বেতনের চাকরি করার সুযোগ তৈরি হয়েছে।
তো সে কারণেই অনেকে মাল্টা জব ভিসা আবেদন করার উপায় সম্পর্কে জানতে চায়। আর আজকের আর্টিকেলে আমি আপনাকে মাল্টা জব ভিসা আবেদন করার প্রক্রিয়া গুলোকে ধাপে ধাপে দেখিয়ে দিবো।
বাংলাদেশিরা কি মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা পাবে?
দেখুন, যদি আপনি অতীতের দিন গুলোর কথা চিন্তা করে দেখেন। তাহলে উক্ত সময়ে বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশিদের জন্য মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার সকল কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ ছিলো।
কিন্তুু এখন আপনি মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। কেননা, এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসার সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
তবে যদি আপনি এই ভিসার জন্য আবেদন করতে চান। তাহলে আপনার মাল্টা জব ভিসা আবেদন কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। সেগুলো নিয়ে নিচের আলোচনায় বিস্তারিত বলা হলো।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়
মাল্টা জব ভিসা আবেদন করতে কি কি লাগবে?
যখন আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে মাল্টা জব ভিসা আবেদন করবেন। তখন আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আর সেগুলো নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- বিএমইটি রেজিস্ট্রেশন
- মেডিকেল রিপোর্ট সনদ
- ওয়ার্ক পারমিট ভিসায় মাল্টা যেতে, নিয়োগকারী প্রতিষ্ঠানের জব অফার লেটার
- সর্বনিম্ন ৬ মাস মেয়াদের পাসপোর্ট
- আপনার জাতীয় পরিচয়পত্র এর কপি
- সদ্য তোলা রঙিন ছবি
- নির্দিষ্ট কাজে দক্ষতার প্রমাণপত্র
- বিগত ছয় (০৬) মাসের ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট
প্রাথমিক ভাবে যারা মাল্টা জব ভিসা আবেদন করবেন। তাদের উপরের ডকুমেন্টস গুলোর প্রয়োজন হবে।
তবে আপনার মাল্টা নিয়োগকারী প্রতিষ্ঠান এর উপর আরো ভিন্ন ভিন্ন ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। সেগুলো আপনাকে উক্ত কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুনঃ দুবাই বিজনেস ভিসা কি? আবেদন করার প্রক্রিয়া দেখুন
কিভাবে মাল্টা জব ভিসা আবেদন করবেন?
বর্তমান সময়ে আপনি বিভিন্ন উপায়ে মাল্টা জব ভিসার আবেদন করতে পারবেন। আর সেই উপায় গুলো নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,
- মাল্টা তে থাকা পরিচিত ব্যক্তির রেফারেন্সে
- এজেন্সির মাধ্যমে
- অনলাইনে আবেদন করার মাধ্যমে
তো যদি আপনি মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা বা জব ভিসা পেতে চান। তাহলে আপনি উপরে উল্লেখিত পদ্ধতি গুলোর মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন।
কিভাবে এজেন্সির মাধ্যমে মাল্টা জব ভিসা আবেদন করবেন?
আপনি যদি এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে চান। তাহলে প্রথমত মাল্টা জব ভিসার জন্য যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন হয়। সেগুলো সংগ্রহ করার পর আপনার এজেন্সির নিকট জমা দিবেন।
এরপর আপনাকে আর কিছু করতে হবেনা। বরং আপনার এজেন্সি থেকে যাবতীয় কাজ গুলো সম্পন্ন করবে। কিন্তুু যখন আপনি এজেন্সির মাধ্যমে এসব কাজ করবেন। তখন অবশ্যই সেই এজেন্সি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিবেন।
যেন, প্রতারকদের খপ্পরে পড়ে আপনার সর্বস্ব হারাতে না হয়। তাই এই দিকে বিশেষ ভাবে সচেতন থাকবেন।
আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম ২০২৩
কিভাবে সরকারি ভাবে মাল্টা জব ভিসা আবেদন করবেন?
সবচেয়ে ভালো হবে, যদি আপনি সরকারি ভাবে মাল্টা জব ভিসা আবেদন করেন। সেজন্য আপনাকে সরাসরি VFS Global এর মূল কার্যালয়ে গিয়ে উপস্থিত হতে হবে। তারপর আপনাকে তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
অথবা আপনি চাইলে প্রাথমিক ভাবে নিজের ঘরে বসে অনলাইনে ভিসা বুকিং করে রাখতে পারেন। সেজন্য আপনাকে এই লিংকে [VFS GLOBAL] প্রবেশ করতে হবে।
কিভাবে রেফারেন্সের মাধ্যমে মাল্টা জব ভিসা আবেদন করবেন?
যদি আপনার মাল্টায় কোনো পরিচিত আত্মীয় স্বজন থাকে। তাহলে আপনি তাদের মাধ্যমে মাল্টা জব ভিসা আবেদন করতে পারবেন।
তবে উক্ত ভিসার জন্য আপনার যেসকল প্রয়োজনীয় ডকুমেন্টেস এর দরকার হবে। সেগুলো আপনার রেফারেন্স করা পরিচিত ব্যক্তির নিকট থাকতে হবে।
আরো পড়ুনঃ গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা (আবেদন, খরচ, বেতন)
আপনার জন্য আমাদের শেষকথা
আজকের আলোচনায় মাল্টা জব ভিসা আবেদন করার উপায় গুলো দেখিয়ে দেওয়া হয়েছে।
তবে যদি আপনার মাল্টা জব ভিসা সম্পর্কে আরো কিছু জানার থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।