বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়

Ways to go from Bangladesh to Malta: আমাদের মধ্যে যে সকল মানুষ মাল্টা যেতে চান তাদের মাথায় সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খায়। সেটি হলো, বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায় কি। তো আপনি বর্তমানে যদি বাংলাদেশ থেকে মাল্টা যেতে চান তাহলে আপনি সরকারি ভাবে এবং বিভিন্ন ধরনের বেসরকারি এজেন্সির মাধ্যমে মাল্টা যেতে পারবেন।  

মাল্টা ভিসা আপডেট | Malta Visa Update 

আগের দিন গুলোতে আমাদের বাংলাদেশ থেকে মাল্টা ভিসা আবেদন করার জন্য ইন্ডিয়া যেতে হতো। কেননা, সেই সময়ে আমাদের দেশে কোনো মাল্টা কনস্যুলেট ছিলোনা। তবে বর্তমান সময়ে আপনি VFS Global থেকে মাল্টা ভিসা আবেদন করতে পারবেন।

আর আপনি যদি সরকারি ভাবে মাল্টা যেতে পারেন তাহলে আপনার মোট খরচের পরিমান হবে প্রায় ৩ লাখ থেকে ৪ লাখ টাকা। আর বেসরকারি কোনো এজেন্সি থেকে মাল্টা যেতে হলে মোট ০৯ লাখ থেকে ১০ লাখ টাকা খরচ করতে হবে।

বাংলাদেশ থেকে মাল্টা যেতে কত টাকা লাগে?

সবার শুরুতে আমাদের বাংলাদেশ থেকে মাল্টা যেতে কত টাকা লাগে সেটি জানা দরকার। আর বাংলাদেশ থেকে মাল্টা যেতে আপনার কেমন খরচ হবে তা আপনার যাওয়ার মাধ্যমের উপর নির্ভর করবে। যেমন, সরকারিভাবে মাল্টা গেলে আপনার খরচ অনেক কম হবে। কিন্তুু বেসরকারি মাধ্যমে মাল্টা গেলে খরচ কয়েক গুন বেশি হবে। 

মাল্টা যেতে কত টাকা লাগে

মাল্টা যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়

আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে মাল্টা যেতে চান তাহলে সবার আগে আপনাকে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে হবে। আর যখন আপনি মাল্টার ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজ পত্র গুলো সংগ্রহ করে জমা দিতে হবে।

এরপর যখন আপনার মাল্টা ভিসার আবেদন গ্রহনযোগ্যতা পাবে তারপরে আপনাকে ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হবে। সবশেষে আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য অপেক্ষা করতে হবে। যখন আপনি এই ভিসা সংগ্রহ করতে পারবেন তারপর আপনি উক্ত ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মাল্টা যেতে পারবেন।

আর বর্তমান সময়ে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মাল্টা যেতে পারবে। সেগুলো হলো, স্ট্যাডি ভিসা, ওয়ার্ক ভিসা, ভ্রমন ভিসা, অভিবাসি ভিসা ইত্যাদি।  ‍[Source Link]

বাংলাদেশ থেকে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা 2024

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম 

মাল্টা ভিসা আবেদন 2024

Malta Visa Application from Bangladesh: দেখুন, আপনি যখন মাল্টা যেতে চাইবেন, তখন সবার প্রথমে আপনাকে ভিসা আবেদন করতে হবে। আর সেজন্য আপনাকে অবশ্যই এই আবেদন এর প্রক্রিয়া অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। তারজন্য আপনাকে প্রথমে ভিএফএস গ্লোবাল এর মূল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে।

তো যখন আপনি ভিএফএস এর মূল ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনাকে একটি আবেদন ফরম সংগ্রহ করতে হবে। যা আপনি উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর উক্ত ফরম এর মধ্যে আপনাকে আপনার যাবতীয় তথ্য গুলো নির্ভুল ভাবে প্রদান করতে হবে।

📁 Malta Visa Application Form PDF Download: Click Here.

এরপর আপনি যখন সেই ফরম এর মধ্যে সকল তথ্য গুলো প্রদান করবেন। তারপর সেই ফরম এর সাথে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি ফাইল তৈরি করে নিতে হবে। এরপর সেই ফাইলটি আপনাকে ভিসা কনসুলেট অফিস এর মধ্যে গিয়ে জমা করে দিতে হবে। তো উক্ত ফাইল টি জমা দেওয়ার মাধ্যমেই আপনি সফলভাবে মাল্টা ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আরো পড়ুনঃ সরকারি ভাবে রোমানিয়া যাওয়ার উপায় 

মাল্টার বেতন কত? | Salary in Malta

মাল্টার বেতন কত

মাল্টার বেতন কত

মাল্টা ভিসা আবেদন করতে কি কি দরকার হয়?

Documents of Malta Visa Application: যখন আপনি একজন বাংলাদেশি হিসেবে মাল্টা ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হবে। আর সেই আপনার আসলে কোন কোন ডকুমেন্টস এর দরকার হবে সেগুলো নিচের তালিকা তে উল্লেখ করা হলো। যেমন,

  1. আপনার নিজস্ব স্বাক্ষরসহো সকল তথ্য পূরন করার আবেদন পত্র।
  2. সদ্য তোলা রঙ্গিন ছবি,
  3. আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। যার মেয়াদ কমপক্ষে ৩-৬ মাস থাকতে হবে। 
  4. যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় মাল্টা যেতে চান। তাহলে আপনার নিকট জব অফার লেটার থাকতে হবে। 
  5. এ গুলোর পাশাপাশি আপনার নিকট একটি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। 
  6. যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে। তাহলে তার প্রমাণের জন্য প্রমানপত্র প্রদান করতে হবে। 
  7. এগুলো ছাড়াও আপনার নিকট পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে।

যদিওবা মাল্টার বিভিন্ন ভিসার জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্টস এর দরকার হয়। তবে স্বাভাবিক ভাবে যে সকল কাগজ পত্রের দরকার হবে সেই কাগজপত্র গুলোর তালিকা উপরে উল্লেখ করা হলো।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায় 

মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগবে?

আপনি যখন উপরের সকল পদ্ধতি মেনে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার ভিসা প্রসেসিং হতে প্রায় ১০ – ১৫ দিন সময় লাগবে। তারপর আপনার সেই ভিসা পেতে প্রায় ০৩ মাসের মতো সময় লাগতে পারে।

তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এর থেকেও বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। আর যখন আপনার প্রদান করা সকল কাগজ পত্র যাচাই করা হবে তখন আপনার পাসপোর্ট এর মধ্যে একটি স্টিকার যুক্ত করে দেওয়া হবে।

আরো পড়ুনঃ কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জেনে নিন

মাল্টা ভিসা আপডেট – FAQ

Q: মাল্টা কাজের ভিসা অনলাইনে আবেদন লিংক

A: VFS Global থেকে অনলাইনে মাল্টা ভিসা আবেদন করা যাবে।

Q: মাল্টায় সবচেয়ে বেশি চাহিদার কাজ কি?

A: পর্যটনের চাকরি।

Q: মাল্টায় কোন চাকরির বেতন সবচেয়ে বেশি? 

A: ম্যানেজমেন্ট এবং আইটি চাকরি।

Q: মাল্টা দেশের রাজধানীর নাম কি?

A: ভালেত্তা (Valletta).

আমাদের শেষকথা

আপনি আমাদের বাংলাদেশ থেকে কিভাবে মাল্টা যেতে পারবেন। তার উপায় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি, আজকের আলোচিত বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা পেয়ে গেছেন। আর আপনি যদি ভিসা কিংবা পাসপোর্ট রিলেটেড এই ধরনের অজানা বিষয় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, ‍সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *