সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি?
Types of Saudi Arabia visa: আপনি যখন একটি দেশ থেকে অন্য আরেকটি দেশে প্রবেশ করবেন। তখন অবশ্যই আপনাকে সেই দেশে প্রবেশ করার জন্য অনুমতি নিতে হবে। আর এই অনুমতি নেওয়ার ডকুমেন্টস কে সংক্ষেপে বলা হয়, ভিসা। তো বর্তমান সময়ে আপনি আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসায় সৌদি আরব যেতে পারবেন।
কেননা, একজন বাংলাদেশি নাগরিকের জন্য সৌদি আরব সরকার বিভিন্ন ভিসার অনুমোদন দিয়েছে। আর সেই সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি সেই বিষয় গুলো জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
সৌদি আরব ভিসা কত প্রকার?
Types of Saudi Arabia Visa: তো অন্যান্য দেশের মতো সৌদি আরব এর বিভিন্ন প্রকারের ভিসা রয়েছে। তবে আমাদের বাংলাদেশ এর জন্য সৌদি আরব এর যে সকল ভিসার চালূ আছে, সেগুলো হলো:
- হজ ভিসা (Hajj Visa),
- কাজের ভিসা (Work Visa),
- ফ্যামিলি ভিসা (Family visa),
- শিক্ষা ভিসা (Education Visa),
- ট্যুরিষ্ট ভিসা (Tourist visa),
- ব্যবসা ভিসা (Business Visa),
উপরের তালিকা তে আপনি মোট ০৬ প্রকারের ভিসা দেখতে পারছেন। আর আপনি একজন বাংলাদেশি হয়ে এই ভিসা গুলোর মাধ্যমে সৌদি আরব যেতে পারবেন। তাই চলুন, সৌদি আরব এর এই ভিসার প্রকারভেদ গুলো নিয়ে একটু ধারনা নেওয়া যাক।
আরো পড়ুনঃ ইতালি সর্বনিম্ন বেতন কত? | ইতালিতে কোন কাজের বেতন বেশি হয়?
সৌদি আরব হজ ভিসা কি?
Saudi Arabia Hajj Visa: আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে হজ করার জন্য সৌদি আরব যেতে পারবেন। আর যদি আপনি হজ করতে চান, তাহলে আপনাকে সৌদি সরকার কর্তৃক হজ ভিসা নিতে হবে। এছাড়াও যখন আপনি এই হজ ভিসা সংগ্রহ করতে পারবেন তখন আপনি সৌদি আরবে হজ করার পাশাপাশি সেই দেশের বিভিন্ন দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখতে পারবেন।
সৌদি আরব কাজের ভিসা কি?
Saudi Arabia work visa: সবাই হজ করার জন্য সৌদি আরব যায়, বিষয়টা কিন্তুু এমন নয়। বরং আমাদের বাংলাদেশ এর এমন অনেক মানুষ আছেন। যারা মূলত নিজের জীবিকা নির্বাহ করার জন্য কাজ/চাকরির উদ্দেশ্যেও সৌদি আরব যায়। আর এরজন্য আপনাকে অবশ্যই সৌদি আরব কাজের ভিসা সংগ্রহ করতে হবে। তারপর আপনি কাজ করার উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম
সৌদি আরব ফ্যামিলি ভিসা কি?
Saudi Arabia Family Visa: বলে রাখা ভালো যে, সৌদি আরব ফ্যামিলি ভিসার মেয়াদ সর্বোচ্চ ০৩ মাস মেয়াদী হয়ে থাকে। আর আমাদের মধ্যে যে সকল মানুষ তার পুরো পরিবার নিয়ে সৌদি আরব ভ্রমন করতে চান। তাদের জন্য এই ধরনের ফ্যামিলি ভিসা করার প্রয়োজন হয়। যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সকল সদস্যদের সৌদি আরবের দর্শনীয় স্থান গুলো ভ্রমন করতে পারবেন।
সৌদি আরব ট্যুরিষ্ট ভিসা কি?
Saudi Arabia Tourist Visa: আপনি যদি সৌদি আরবে ভ্রমন করার উদ্দেশ্যে যেতে চান। তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরব এর ট্যুরিষ্ট ভিসা সংগ্রহ করতে হবে। আর এই ভিসার মাধ্যমে আপনি সৌদি আরব এর বিভিন্ন স্থান ভ্রমন করতে পারবেন। তবে আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, তাহলে কিন্তুু ট্যুরিষ্ট ভিসায় মক্কা ও মদিনা তে প্রবেশ করতে পারবেন না।
সৌদি আরব ব্যবসা ভিসা কি?
Saudi Arabia Business Visa: আপনি যদি বিনিয়োগ করার মাধ্যমে সৌদি আরবে ব্যবসা করতে চান। তাহলে সৌদি সরকার আপনাকে ব্যবসা করার সুযোগ প্রদান করবে। তবে তার আগে আপনাকে সৌদি আরব ব্যবসা ভিসার জন্য আবেদন করতে হবে। আর যখন আপনি সৌদি আরব ব্যবসা ভিসা সংগ্রহ করতে পারবেন। তারপর আপনি সেই দেশে গিয়ে ব্যবসা করার অনুমতি পাবেন।
সৌদি আরব শিক্ষা ভিসা কি?
Saudi Arabia Education Visa: যদি আপনি উচ্চ শিক্ষার জন্য সৌদি আরব যেতে চান। তাহলে আপনার এই ইচ্ছা কে পূরণ করার সুযোগ প্রদান করেছে সৌদি আরব সরকার। কেননা, আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে স্কলারশীপ এর মাধ্যমে সৌদি আরব যেতে পারবেন। কিন্তুু এখানে একটা সমস্যা আছে সেটি হলো, আপনি যদি শিক্ষা ভিসায় সৌদি আরব যান। তাহলে পড়াশোনা ব্যাতিত আপনি অন্য কোনো কাজ করার সুযোগ সুবিধা পাবেন না।
আরো পড়ুনঃ কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে জেনে নিন
সৌদি ভিসা আবেদন প্রক্রিয়া (ভিডিও)
সৌদি ভিসা পেতে বয়স কত লাগে?
আপনি যদি সৌদি ভিসা পেতে চান, তাহলে আপনার বয়সের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা, সৌদি সরকার নির্ধারিত সৌদি ভিসা পেতে হলে আপনার বয়স সর্বনিন্ম ২২ বছর পর্যন্ত হতে হবে। কিন্তুু কখনও কখনও ২১ বছর হলেও সৌদি ভিসার জন্য আবেদন করা যায়। কিন্তুু আপনার বয়স যদি ২২ বছরের কম হয়, তাহলে আপনার সৌদি ভিসার আবেদন গ্রহনযোগ্য হবেনা।
আরো পড়ুনঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
সৌদি আরবের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন?
Saudi Arabia Visa Application: আপনি মাত্র কয়েকটি ধাপ ফলো করে সৌদি আরব ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেজন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে “Apply Now” অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আর যখন আপনি আপনার প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে আবেদন করবেন।
তারপর আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে এবং সবশেষে এই যাবতীয় কাজ গুলো করার পর আপনি সৌদি আরব অনলাইন ভিসা সংগ্রহ করতে পারবেন। কিন্তুু আপনি যদি অনলাইনে সৌদি আরব ভিসার আবেদন করতে না চান। তাহলে আপনাকে বাংলাদেশ এর সৌদি দুতাবাস এর নিকট যেতে হবে। তারপর সেখানে গিয়ে অফলাইন এর মাধ্যমে সৌদি ভিসার আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়
সৌদি আরব কোন ভিসা ভালো?
আপনারা অনেকেই জানতে চান যে, সৌদি আরব কোন ভিসা ভালো। তো সৌদি আরবের সব ধরনের ভিসা ভালো তবে আপনার ক্ষেত্রে আসলে কোন ভিসা ভালো হবে সেটা আপনার সৌদি যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। যেমন আপনি যদি পড়াশোনা করার জন্য সৌদি আরব যেতে চান, তাহলে আপনার জন্য স্টুডেন্ট ভিসা ভালো হবে। ঠিক একইভাবে আপনি যদি কাজ করার জন্য সৌদি আরব যেতে চান, তাহলে আপনাকে সৌদি আরব কাজের ভিসার জন্য আবেদন করতে হবে।
সৌদি ভিসার প্রকারভেদ নিয়ে আমাদের কিছুকথা
আপনারা যারা সৌদি আরব ভিসা কত প্রকার সে সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি, তারা তাদের সঠিক উত্তরটি জানতে পেরেছেন। তো যদি আপনি সৌদি আরব পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত আরো কোনো অজানা তথ্য জানতে চান। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।