ইতালি সর্বনিম্ন বেতন কত? | ইতালিতে কোন কাজের বেতন বেশি হয়?

What is the minimum Salary in Italy: আমাদের মধ্যে যে সকল মানুষ শ্রমিক ভিসায় ইতালি যায়। তাদের সবার মূল উদ্দেশ্য থাকে ইতালি গিয়ে কাজ করে অর্থ উপার্জন করা। সেজন্য তাদের মনে একটি প্রশ্ন টি জেগে থাকে যে, ইতালি সর্বনিম্ন বেতন কত। আর আপনিও যদি এই বেতন সম্পর্কে সঠিক ধারণা পেতে চান, তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেল টি অনেক বেশি প্রয়োজনীয়।

কেননা আজকে আমি আপনাকে জানিয়ে দিব, ইতালি সর্বনিম্ন বেতন কত। এছাড়াও আপনি যদি একজন বাংলাদেশী হয়ে ইতালি তে শ্রমিক ভিসায় যান তাহলে আপনার বাংলাদেশি টাকায় ইতালিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা বেতন পাবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ইতালি সর্বনিম্ন বেতন কত? (আপডেট)

Minimum Salary in Italy: অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে শ্রমিক ভিসায় কাজ করার স্বপ্ন দেখেন। কিন্তু ইতালিতে গিয়ে কত বেতন পাবেন, এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায়।

ইতালিতে কি সর্বনিম্ন বেতন নির্ধারিত আছে?

ইতালিতে এখনও কোনো জাতীয় সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়নি। বেতন সাধারণত (Collective Bargaining Agreements – CBAs) অনুসারে করা হয়, যা বিভিন্ন খাত ও পেশাভেদে ভিন্ন হয়। [সোর্স-expatica]

তাহলে বাংলাদেশি শ্রমিকরা কত বেতন পেতে পারেন?

ইতালিতে শ্রমিকদের বেতন তাদের কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানির নীতির উপর নির্ভর করে। তবে, গড় হিসাবে, একজন বাংলাদেশি শ্রমিক প্রতি মাসে ৮০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুনঃ

  1. ইতালির ভিসার জন্য আবেদন
  2. ইতালির ভিসার দাম কত?

ইতালি তে কোন কাজে কত বেতন দেওয়া হয়?

What is the salary for any job in Italy: প্রথমেই বলে রাখা ভালো যে, ইতালিতে বেতন নির্ভর করবে আপনার কাজের উপর। কারণ বিভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হয়।

কাজের ধরন অনুযায়ী বেতন:

  • রেস্টুরেন্ট কর্মী: মাসিক বেতন ৮০ হাজার টাকা।
  • ড্রাইভিং: মাসিক বেতন ১ লাখ টাকার বেশি।
  • কনস্ট্রাকশন: মাসিক বেতন ৮০ হাজার টাকা বা তারও বেশি।
  • ফুড প্যাকেজিং/ক্লিনিং: মাসিক বেতন ৬০ হাজার টাকা বা তারও বেশি।
  • কৃষিকাজ: মাসিক বেতন ৮০ হাজার টাকা বা তারও বেশি।

কিভাবে ইতালিতে ভালো বেতনের চাকরি পাবেন?

  • ইতালীয় ভাষা শিখুন।
  • আপনার দক্ষতা ও অভিজ্ঞতা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সনদপত্র সংগ্রহ করবেন।
  • ইতালির চাকরির বাজার সম্পর্কে রিসার্চ করবেন।
  • অনলাইনে এবং অফলাইনে চাকরির আবেদন করবেন।

আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন

ইতালিতে কোন কাজের বেতন বেশি হয়? 

Which jobs in Italy pay more: ইতালি, শিল্প, স্থাপত্য, ঐতিহ্যের দেশ হিসেবে পরিচিত। তাই অনেকের কাছে ইতালি হলো জীবিকা নির্বাহের জন্য অন্যতম গন্তব্য। কিন্তু কে জানে, এই স্বপ্নের দেশে আপনার জীবিকা নির্বাহের সুযোগও অপেক্ষা করছে! ইতালিতে উচ্চ বেতনের কাজের সুযোগ প্রচুর, যা আপনার জীবনযাত্রার মান উন্নত করবে।

ইতালিতে সর্বোচ্চ বেতন | ইতালিতে মাসিক বেতন কত?

  1. ডাক্তার
  2. ইঞ্জিনিয়ার
  3. আইনজীবী
  4. এয়ারলাইন্স জব
  5. ফাইন্যান্স,
  6. ম্যানেজমেন্ট
  7. IT
  8. ডেটা বিজ্ঞান
  9. নার্সিং

যদি আপনি বাংলাদেশ থেকে ইতালি গিয়ে উচ্চ বেতন সুবিধা পেতে চান তাহলে আপনাকে উপরোক্ত কাজ গুলো করতে হবে। এর কারণ, এই ধরনের কাজের দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের ইতালিতে সবচেয়ে বেশি বেতন প্রদান করা হয়। তবে উক্ত কাজে দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা না থাকলে এমন কাজ করতে পারবেন না।

আরো পড়ুনঃ ইতালির ভিসা আবেদন ফরম

ইতালিতে কোন কাজের চাহিদা বেশি?

What job is more in demand in Italy: বর্তমান সময়ে যখন আপনি অন্য কোনো দেশে কাজ করতে যাবেন। তখন অবশ্যই সেই দেশের মধ্যে চাহিদা সম্পন্ন কাজ গুলো সম্পর্কে জেনে নিবেন। কারণ, একটি দেশে যখন কোনো কাজের যথেষ্ট চাহিদা থাকবে। তখন আপনি সেই দেশে কাজ করে উচ্চ বেতন সুবিধা নিতে পারবেন। 

তো বর্তমান সময়ে ইতালিতে বিভিন্ন ধরনের কাজের ব্যাপক চাহিদা আছে। আর সেই কাজ গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. মেকানিক্যাল,
  2. ক্লিনিং ম্যান,
  3. ইলেকট্রিশিয়ান,
  4. ফুড প্যাকেজিং,
  5. কেয়ারিং ম্যান,
  6. কনস্ট্রাকশন কোম্পানি,
  7. ফুড প্যাকেজিং,
  8. কৃষিকাজ,
  9. গাড়ির ড্রাইভিং,
  10. পাইপ ফিটিং,

উপরের তালিকায় আপনি যেসব কাজের নাম দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে ইতালিতে এই কাজ গুলোর যথেষ্ট চাহিদা আছে।

ইতালিতে ওয়েল্ডিং কাজের বেতন কত? | ইতালি মাসিক বেতন কত?

বাংলাদেশের তুলনায় ইতালিতে Welder-এর বেতন অনেক বেশি। আর বর্তমানে ইতালিতে প্রচুর Welder-এর কাজের সুযোগ রয়েছে। সাধারণত, ইতালিতে ওয়েল্ডিং এর কাজ করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক ডিগ্রি এর প্রয়োজন হবে। এর পাশাপাশি আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি ইতালিতে একজন Welder-হিসেবে প্রতি বছর €36,970 এবং প্রতি ঘন্টায় €18 গড় বেতন পাবেন।

তবে আপনারা সবাই যে এমন বেতন পাবেন বিষয়টা কিন্তুু এমন নয়। বরং ইতালিতে ওয়েল্ডিং কাজের বেতন নির্ভর করবে আপনার অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ধরণ, কোম্পানির ধরণ এবং অবস্থানের উপর। [সোর্স-erieri.com]

ইতালি কৃষি কাজের বেতন কত? | ইতালি বেসিক বেতন কত?

ইতালিতে কৃষি কাজের বেতন ঘন্টা ভিত্তিক ও মাসিক স্যালারি হিসেবে প্রদান করা হয়, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। ইতালিতে প্রচুর কৃষি খামার রয়েছে তাই সারাবছরই কর্মীর চাহিদা থাকে। আর ইতালিতে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সুযোগ থাকে, যেমন ফসল রোপণ, ফসল কাটা, প্রাণী পালন, ইত্যাদি। ইতালিতে আপনি আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে পারবেন।

তো আপনারা যারা কৃষি কাজের অভিজ্ঞতা ছাড়াই ইতালি যাবেন, তারা প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কৃষি কাজের বেতন পাবেন। কিন্তুু যাদের কৃষি কাজের অভিজ্ঞতা আছে তারা ওভার টাইমসহ প্রতি মাসে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।

ইতালিতে রেস্টুরেন্ট বেতন কত?

How much is the salary in restaurants in Italy: বর্তমান সময়ে ইতালিতে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তবে সেগুলোর মধ্যে রেস্টুরেন্ট এর কাজের ব্যাপক পরিমান চাহিদা আছে। কারণ, প্রতি বছর ইতালিতে বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় থাকে। আর যদি আপনি ইতালির মতো একটি দেশে রেস্টুরেন্টে কাজ করতে পারেন। তাহলে আপনি বেশ ভালো বেতন সুবিধা নিতে পারবেন। 

কেননা, ইতালিতে একজন দক্ষ রেস্টুরেন্ট কর্মীর বেতন প্রতি ঘন্টায় €9 বেতন দেওয়া হয়। আর সেই বেতন হিসেবে একজন রেস্টুরেন্ট কর্মী বছরে প্রায় €18,960 বেতন সুবিধা নিতে পারবে। এছাড়াও আপনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এর থেকেও বেশি সুবিধা নিতে পারবেন। 

ইতালিতে কি কি কাজ করা যায়? | ইতালিতে কাজের সুযোগ

আমাদের বাংলাদেশ থেকে কাজের ভিসায় ইতালি গিয়ে ভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তবে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইতালিতে গিয়ে যেসব কাজ করে সেই কাজের তালিকা নিচে দেওয়া হলো। যেমন, 

  1. ইলেকট্রিশিয়ান
  2. কনস্ট্রাকশন
  3. পাইপ ফিটিং
  4. ফুড প্যাকেজিং
  5. ক্লিনার
  6. হোটেল বা রেস্টুরেন্ট
  7. কৃষি কাজ
  8. কার ড্রাইভিং

আর আপনি যখন ইতালিতে গিয়ে এই ধরনের কাজ করবেন তখন আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন পাবেন।

ইতালিতে কত ঘন্টা কাজ করতে হয়?

How many hours to work in Italy: আপনারা অনেকেই গুগলে সার্চ করেন যে, ইতালিতে কত ঘন্টা কাজ করতে হয়। তো স্বাভাবিক ভাবে একজন ইতালির শ্রমিক সপ্তাহে প্রায় ৪০ ঘন্টা করে কাজ করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ৪৮ ঘন্টাও কাজ করার প্রয়োজন হয়।

তবে আপনাকে আসলে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে সেটা সম্পূর্ণ ভাবে আপনার নিয়োগকারীর উপর নির্ভর করবে। কারণ আপনার জেনে রাখতে হবে যে, ইতালির শ্রম আইন খুব কঠোর। তাই এই আইন গুলো সম্পর্কে আপনার সঠিক তথ্য জেনে রাখতে হবে।

তবে যখন আপনি ইতালির একজন শ্রমিক হিসেবে কাজ করবেন। তখন আপনি প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার কাজ করার পাশাপাশি। প্রতি সপ্তাহে মোট ০২ দিন করে ছুটি উপভোগ করতে পারবেন।

আরো পড়ুনঃ ইতালি গ্রিন কার্ড পাওয়ার উপায় কি?

ইতালিতে প্রতি ঘন্টায় বেতন কত? | Italy salary per hour

What is the hourly wage in Italy: যখন আপনি ইতালির একজন শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন। তখন আপনাকে প্রতি ঘন্টার উপর নির্ভর করে কাজের বেতন প্রদান করা হবে।

আর বর্তমান সময়ে ইতালির একজন শ্রমিককে প্রতি ঘন্টার কাজের বেতনের পরিমান হলো প্রায় ৩ ইউরো থেকে ৫ ইউরো। যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায়, ৩০০ টাকা থেকে ৬০০ টাকার সমান। কিন্তুু যদি আপনার কাজের দক্ষতা থাকে। তাহলে আপনি এর থেকেও আরো বেশি বেতন পাবেন।

সেক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের ইতালি তে প্রতি ঘন্টা কাজের বিনিময়ে ৮ ইউরো থেকে ১০ ইউরো প্রদান করা হয়। যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ৯৫০ টাকা থেকে ১২০০  টাকার সমান। আর এই টাকা আপনি ইতালি তে কাজ করে প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবেন।

আরো পড়ুনঃ ইতালি স্পন্সর ভিসা মানে কি?

ইতালিতে পড়াশোনা করে কি পার্ট টাইম কাজ করা যায়?

Is it possible to work part time while studying in Italy: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা ইতালিতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যায়। তো ইতালি হলো এমন একটি দেশ যেখানে পড়াশোনা করার পাশাপাশি আপনি পার্টটাইম চাকরি করতে পারবেন।

তবে আপনি যদি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করতে চান। তাহলে আপনাকে ইতালি সরকারের নিয়ম মেনে কাজ করতে হবে। আর তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে  সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর প্রতি বছর সর্বোচ্চ 1,040 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন।

ইতালিতে পার্ট টাইম জব পাওয়া কি কঠিন?

Is it difficult to get a part time job in Italy: অনেকেই জানতে চান যে, ইতালিতে পার্ট টাইম জব পাওয়া কি কঠিন নাকি সহজ। তো যদি আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়ে থাকেন আর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে। তাহলে আপনার জন্য ইতালিতে পার্টটাইম জব পাওয়া তেমন কঠিন কিছু মনে হবেনা। 

কিন্তুু আপনার যদি উচ্চ শিক্ষা না থাকে ও আপনার কোনো কাজের তেমন দক্ষতা না থাকে। তাহলে আপনার ক্ষেত্রে ইতালিতে পার্টটাইম জব পাওয়া কিছুটা কঠিন মনে হবে। তবে ইতালিতে বর্তমানে পড়াশোনা করার পাশাপাশি পার্টটাইম জব করার অনুমতি আছে।

ইতালি তে সর্বনিম্ন বেতন কত ও আমাদের কিছু কথা

প্রিয় পাঠক, আজকের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি, ইতালি সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। এছাড়াও ইতালিতে বাংলাদেশিদের বেতন কত সে সম্পর্কে পরিস্কার ধারনা দিয়েছি।

তবে এই পরিমাণ বেতন পাওয়ার জন্য আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও নির্দিষ্ট কাজ ভালোভাবে করার মতো দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি ইতালি তে উপযুক্ত বেতন এর কাজ পাবেন।

আর আপনি যদি ইতালির বেতন কিংবা ইতালি তে কোন কাজে চাহিদা বেশি সে সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন