কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?

Which European country can be visited at low cost: আপনি আমাদের বাংলাদেশ থেকে যদি ইউরোপের দেশ গুলোতে যেতে চান। তাহলে আপনাকে অবশ্যই খরচ এর দিকে নজর দিতে হবে। কারণ আমরা সকলেই জানি যে, অন্যান্য দেশে যাওয়ার তুলনায় যদি আপনি ইউরোপ এর দেশ গুলোতে যান। তাহলে আপনার খরচ এর পরিমান একটু বেশি হবে।

কিন্তুু ইউরোপ এর মধ্যে এমন কিছু দেশ আছে। যেগুলো তে আপনি আমাদের বাংলাদেশ থেকে অনেক কম খরচে যেতে পারবেন। তো যারা আসলে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় সে সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকে আমি সেই দেশ গুলোর নাম উল্লেখ করবো। এর পাশাপাশি ইউরোপ এর সেই দেশ গুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবো।

কোন দেশে কম খরচে ইউরোপ ভিসা পাওয়া যায়?

এই প্রশ্নটি শুধুমাত্র আপনার নয় বরং আপনার মতো লাখ লাখ মানুষের মনে এই প্রশ্নটি জেগে থাকে। কারন, আমরা সকলেই জানি বাংলাদেশ থেকে ইউরোপ যেতে হলে আমাদের অনেক বেশি টাকা খরচ করার দরকার হয়। আর ভিসার ধরনের উপর ভিত্তি করে খরচের পরিমান কমবেশি হয় এটা তো আমাদের সকলেই জানা একটি বিষয়। 

আর ভিন্ন ধরনের ভিসার ক্ষেত্রে ইউরোপের বেশ কিছু দেশে কম খরচে যাওয়া সম্ভব। আর বর্তমান যেসব দেশে সময়ে কম খরচে ইউরোপ ভিসা পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম কিছু দেশ হলো, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, জর্জিয়া, ডেনমার্ক, মালটা, মন্টিনিগ্রো, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ইত্যাদি। 

তবে শুধুমাত্র এই দেশ গুলোতেই কম খরচে ইউরোপ ভিসা পাওয়া যাবে বিষয়টা এমন নয়। বরং এগুলো ছাড়াও এমন আরো অনেক দেশ আছে যে দেশ গুলোতে কম খরচে যেতে পারবেন। আর সেই দেশ গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো।

কম খরচে ইউরোপ স্টুডেন্ট ভিসা

দেশের নাম

ভিসার ধরন

খরচের পরিমান

অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড

স্টুডেন্ট ভিসা

৳৪,০০,০০০-৳৭,০০,০০০

আইসল্যান্ড, অ্যান্ডোরা, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালটা, মন্টিনিগ্রো, হল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো

স্টুডেন্ট ভিসা

৳১০,০০,০০০-৳২০,০০,০০০

রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রতার গুয়ানা, ক্রতারকের রিপাবলিক, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া

স্টুডেন্ট ভিসা

৳৩০০,০০০-৳৭,০০,০০০

*খরচের পরিমান কমবেশি হলে এই তালিকাটি আপডেট করা হবে।

কম খরচে ইউরোপ ভিজিট ভিসা

দেশের নাম

ভিসার ধরন

খরচের পরিমান

রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রতার গুয়ানা, ক্রতারকের রিপাবলিক, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া

ভিজিট ভিসা

৳৩,৫০,০০০-৳৭,০০,০০০

আইসল্যান্ড, অ্যান্ডোরা, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালটা, মন্টিনিগ্রো, হল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো

ভিজিট ভিসা

৳১২,০০,০০০-৳১৬,০০,০০০

অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড

ভিজিট ভিসা

৳৪,০০,০০০-৳৫,০০,০০০

*খরচের পরিমান কমবেশি হলে এই তালিকাটি আপডেট করা হবে।

কম খরচে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা

দেশের নাম

ভিসার ধরন

খরচের পরিমান

রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রতার গুয়ানা, ক্রতারকের রিপাবলিক, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া

ওয়ার্ক পারমিট

৳৫,০০,০০০-৳,৭,০০,০০০

আইসল্যান্ড, অ্যান্ডোরা, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালটা, মন্টিনিগ্রো, হল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো

ওয়ার্ক পারমিট

৳১২,০০,০০০-৳২০,০০,০০০

অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড

ওয়ার্ক পারমিট

৳১০,০০,০০০-৳১২,০০,০০০

*খরচের পরিমান কমবেশি হলে এই তালিকাটি আপডেট করা হবে।

ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে

উপরের আলোচনাতে আমি একটা কথা বলেছি। সেটি হলো, ইউরোপ যেতে আপনার কত টাকা খরচ হবে তা নির্ভর করবে আপনি কোন ভিসায় ইউরোপ যেতে চান তার উপর। যেমন, আপনি যদি ভিজিট ভিসায় যান তাহলে আপনার এক রকম খরচ হবে আবার স্টুডেন্ট ভিসায় গেলে অন্যরকম খরচ হবে। তাই এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি বিভিন্ন ভিসায় ইউরোপ যাওয়ার খরচ জানতে পারবেন। 

ইউরোপের কোন দেশে যেতে কত টাকা খরচ হবে?

ভিসার ধরন

দেশের নাম

ভিসা খরচের পরিমান

স্টুডেন্ট ভিসা

পূর্ব ইউরোপ

৳৩,০০,০০০-৳৭,০০,০০০

পশ্চিম ইউরোপ

৳১০,০০,০০০-৳২০,০০,০০০

মধ্য ইউরোপ

৳৪,০০,০০০-৳৭,০০,০০০

 

ভিজিট ভিসা

পূর্ব ইউরোপ

৳৩,৫০,০০০-৳৭,০০,০০০

পশ্চিম ইউরোপ

৳১২,০০,০০০-৳১৬,০০,০০০

মধ্য ইউরোপ

৳৪,০০,০০০-৳৫,০০,০০০

 

ওয়ার্ক পারমিট

পূর্ব ইউরোপ

৳৪,০০,০০০-৳৮,০০,০০০

পশ্চিম ইউরোপ

৳১৫,০০,০০০-৳২৫,০০,০০০

মধ্য ইউরোপ

৳৫,০০,০০০-৳৮,০০,০০০

আরো পড়ুনঃ সরকারি ভাবে রোমানিয়া যাওয়ার উপায়

কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট, টুরিস্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায়। যদিওবা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আনুমানিক ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসার খরচ তুলনামূলক কম। যদিওবা বাংলাদেশ থেকে ইউরোপের দেশে যেতে অনেক বেশি টাকা খরচ করার দরকার হয়। তবে ইউরোপ এর মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলোতে যাওয়ার জন্য অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম খরচ হয়। 

আর সেগুলোর মধ্যে অন্যতম কিছু দেশ হলো, রোমানিয়া, ফ্রান্স, মালটা, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড। তো যারা আসলে কম খরচে ইউরোপ যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য এই দেশ গুলো উপযুক্ত হবে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম 

মানুষ কেন ইউরোপ এর দেশ গুলোতে যেতে চায়?

Why people want to go to European countries: যেহুতু আপনি কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় সে সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেছেন। সেহুতু এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, আপনার মনেও ইউরোপ এর দেশ গুলো তে যাওয়ার স্বপ্ন জেগেছে।

কিন্তুু একটু ভাবুন তো, বিশ্বের অধিকাংশ মানুষ কেন ইউরোপ এর দেশ গুলো তে যেতে চায়?

দেখুন, বাংলাদেশের প্রথম সারির গনমাধ্যম “প্রথম আলো” থেকে জানা যায়। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু দেশ থেকে বিপুল পরিমান মানুষ ইউরোপ এর দেশ গুলোতে যায়। আর এই তালিকার শীর্ষে রয়েছে আমাদের বাংলাদেশ এর নাম।

হয়তবা খুব কম সংখ্যক মানুষ সরকারি ভাবে ইউরোপ এর দেশ গুলো তে যাচ্ছে। আবার এমন অনেক মানুষ আছেন, যারা দালাল চক্রের মাধ্যমে নদীপথ পাড়ি দিয়ে, নিজের জীবন বাজি রেখে ছুটে চলছে ইউরোপ এর দেশ গুলোতে।

কিন্তুু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে, মানুষ কেন ইউরোপ এর দেশ গুলোতে যেতে আগ্রহী? -আর এর উত্তরে বলবো, আশ্রয়, কর্মসংস্থান, অভিবাসন এর জন্য মানুষ ইউরোপের দেশ গুলোতে যেতে চায়।

এখন জানার বিষয় হলো যে, ইউরোপ এর দেশ গুলো কি সবাইকে এমন সুযোগ সুবিধা প্রদান করে? উত্তরে বলবো, না। কেননা, ইউরোপ এর মধ্যে থাকা সব দেশ এতোটা উদার নয়। তাই আপনার মনেও যদি ইউরোপ এর দেশে যাওয়ার স্বপ্ন থাকে। তাহলে আপনি অবশ্যই সেই দেশ গুলো তে সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন।

যদি সরকারি ভাবে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি অবশ্যই সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তুু আপনি কখনই দালাল চক্রের ফাঁদে পা দিয়ে সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপ এর দেশ গুলোতে যাওয়ার চেষ্টা করবেন না।

আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম কি?

বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে যাওয়া সহজ?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চান যে, বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে যাওয়া সহজ। তো আপনারা যারা সহজ ভাবে ইউরোপ যেতে চান তাদের সেনজেন ভিসা নিতে হবে। কারণ, যদি আপনার নিকট সেনজেন ভিসা থাকে তাহলে আপনি অন্যান্য সেনজেন দেশ গুলোতে অবাধে ভ্রমন করতে পারবেন। 

তবে সব সেনজেন দেশের ভিসা পাওয়া সহজ নয়। আর অন্যান্য সেনজেন দেশ গুলোর তুলনায় আয়ারল্যান্ড, লিথুনিয়া, লাতভিয়া, ফিনল্যান্ড, স্লোভাকিয়ার মতো সেনজেন দেশ গুলোর ভিসা পাওয়া কিছুটা সহজ। তাই আপনার যারা সহজে ইউরোপ ভিসা পেতে চান তারা এই দেশ গুলোর ভিসা সংগ্রহ করার চেস্টা করবেন। তাহলে আপনি সহজে ইউরোপ ভিসা পাওয়ার আকাঙ্খা পূর্ণ হবে।

আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম 

ইউরোপ ভিসা এজেন্সি বাংলাদেশ

সিরিয়াল

ইউরোপ ভিসা এজেন্সি বাংলাদেশ

ঠিকানা

লাইসেন্স

01

এয়ার অ্যান্ড ওয়েভ প্রাইভেট লিমিটেড

নোয়া টাওয়ার, রুম ১১০২,৫৭/৩-৪ লেক সার্কাস, কলাবাগান, পাস্থপথ, ঢাকা-১২০৫

১৫৯৬

02

আহলান সার্ভিসেস লিমিটেড

আরএস ভবন (৫ তলা), রুম নং ৬০৫, ১২০/এ মতিঝিল, ঢাকা-১০০০

২২৭১

03

অ্যারিট গ্লোবাল সার্ভিস

৪৮ নয়াপল্টন, ৩য় তলা, ঢাকা-১০০০

২২৮৮

04

এ এ টি অভারসিস

প্যালাডিয়াম মার্কেট, ২য় তলা, স্যুট ২/এ, বাড়ি নং ১, রোড নং ৯৫, গুলশান ২, ঢাকা-১২১২

২৩৮৩

05

এ হালিম ইন্টারন্যাশনাল

৬৭/১ ইস্ট টাওয়ার, পল্টন চায়না টাউন, স্যুট ১০/৩ (৯ তলা), নয়া পল্টন, ঢাকা-১০০০

০৮৫২

06

এ হোসেন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড

৭৮ নয়াপল্টন, শানজারি টাওয়ার, ৬ তলা, ঢাকা-১০০০

২০৪১

07

এ গনি অভারসিস লিমিটেড

এইচ-৮২, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১৩

২২৯৬

08

এ খায়ের ইন্টারন্যাশনাল

১২২ ডিআইটি৷ এক্সটেনশন রোড, ভাই ভাই ম্যানশন (জি ফ্লোর), মতিঝিল, ঢাকা-১০০০

২২৩৫

*এজেন্সির ঠিকানা যেকোনো সময় পরিবর্তন হতে পারে

ইউরোপের মানচিত্র

ইউরোপ মানচিত্র

ইউরোপ মানচিত্র

আরো পড়ুনঃ দুবাই ভিজিট ভিসায় যেতে কি কি লাগে বিস্তারিত দেখে নিন

আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা

প্রিয় পাঠক, আপনি যেন আপনার উদ্দেশ্যে সফল করার লক্ষ্যে পৌঁছাতে পারেন। সে কারণে এই ব্লগে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার খরচ, ভিসা, পাসপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

আর আপনি যদি এই অজানা বিষয় গুলো কে সঠিকভাবে জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।

আর এতক্ষন ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *