দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম
South American countries name: বিভিন্ন সময় আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানার প্রয়োজন হয়। আর আপনি যেন আপনার প্রয়োজনে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানতে পারেন। সে কারণেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
কেননা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানিয়ে দিব। সেই সাথে এই দেশ গুলোর রাজধানী কি এবং কোন দেশে কি কি মুদ্রা প্রচলিত আছে। এই সকল বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই প্রয়োজনীয় তথ্য গুলো জানতে চান। তাহলে আজকের আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম গুলো জেনে নিন
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম
সবার আগে আপনার একটি বিষয় জানতে হবে। সেটি হল, বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা ১২ টি। এবং এই বার (১২) টি দেশের আলাদা আলাদা রাজধানী রয়েছে, আলাদা মুদ্রা রয়েছে। তবে সে গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করব। আর এখন আমি আপনাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট ১২ টি দেশের নাম বলবো। যেমন,
- ভেনিজুয়েলা,
- সুরিনাম,
- উরুগুয়ে,
- পেরু,
- গিয়ানা,
- প্যারাগুয়ে,
- ইকুয়েডর,
- কলম্বিয়া,
- চিলি,
- ব্রাজিল,
- বলিভিয়া,
- আর্জেন্টিনা,
উপরের তালিকা তে আপনি মোট ১২ (বারো) টি দেশের নাম দেখতে পাচ্ছেন। তো এ গুলো হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২ টি দেশের নাম। এবং এই দেশ গুলোর রাজধানীর নাম কি এবং কোন দেশে কি কি মুদ্রা প্রচলিত আছে, সেই তালিকা টি নিচে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম কি?
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী
আমরা সকলেই জানি যে, এই পৃথিবীতে অবস্থান করার প্রতিটা দেশের নির্দিষ্ট একটি রাজধানী রয়েছে। এবং প্রত্যেক টা দেশের আর্থিক লেনদেন করার জন্য মুদ্রার ব্যবহার রয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর দিকে লক্ষ্য করেন। তাহলে একই চিত্র দেখতে পারবেন।
আর সে কারণে, এবার আমি আপনাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম এর পাশাপাশি সেই দেশের রাজধানী এবং মুদ্রা এর সাথে পরিচয় করিয়ে দিব। এবং এই তথ্য গুলো আপনি নিচের তালিকা তে দেখতে পারবেন।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী |
||
দেশের নাম |
রাজধানীর নাম |
মুদ্রার নাম |
গিয়ানা |
কেনি |
ইউরো |
সুরিনাম |
পারামারিবো |
গিল্ডার |
পেরু |
লিমা |
ইন্টি |
ভেনিজুয়েলা |
কারাকাস |
বলিভার |
বলিভিয়া |
লাপাজ |
বলিভিয়ানো |
ব্রাজিল |
ব্রাসিলিয়া |
রিয়েল |
প্যারাগুয়ে |
আসুনসিওন |
ওয়ারনি |
চিলি |
সান্টিয়াগো |
পেসো |
কলম্বিয়া |
বগোটা |
পেসো |
ইকুয়েডর |
কুইটো |
সুক্রা |
উরুগুয়ে |
মন্টিভিডিও |
পেসো |
আর্জেন্টিনা |
বুয়েন্স আয়ার্স |
পেসো |
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল
আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম যে, দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট ১২ টি দেশ রয়েছে। এবং এই বারো টি দেশের নাম, রাজধানী ও মুদ্রার নাম গুলো সম্পর্কে উপরের আলোচনা থেকে বিস্তারিত জানতে পেরেছি। তো এবার আমি আপনাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল বলবো।
আর আপনি যদি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল ফলো করতে চান। তাহলে সবার আগে আপনাকে এই ১২ টি দেশের নাম ইংরেজি তে লিখতে হবে। এর পরে সেই দেশের নামের প্রথম ওয়ার্ড টি কালেক্ট করতে হবে। যেমন,
- Venezuela = V,
- Suriname = S,
- Uruguay = Ur,
- Peru = P,
- Guiana =G,
- Paraguay =P,
- Ecuador =E,
- Columbia= C,
- Chile =C,
- Brazil =B,
- Bolivia = B,
- Argentina = A,
আর এবার আপনাকে এই দেশের প্রথম অক্ষর গুলো সাজিয়ে নিতে হবে। যেমন টা আমি নিচে দেখিয়ে দিয়েছি।
Example: BBC VS APEC এর ফুটবল খেলা দেখতে হলে Ur GP সিম চালু করতে হবে।
তো উপরে আপনি একটি উদাহরণ দেখতে পাচ্ছেন। মূলত এই উদাহরণ টি হল দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল। আর আপনি এই সহজ কৌশল টি অনুসরণ করে। পশ্চিম আমেরিকার মোট ১২ টি দেশের নাম খুব সহজেই মনে রাখতে পারবেন। আশা করি, আপনার এই কৌশল টি অনেক ভালো লাগবে।
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল
দক্ষিণ আমেরিকা কে ল্যাটিন আমেরিকা বলা হয় কেন?
এতক্ষণের আলোচনা থেকে আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তবে এই বিষয় গুলো জানার পাশাপাশি এবার আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিব। সেটি হল, আমরা দক্ষিণ আমেরিকার দেশ গুলো কে ল্যাটিন আমেরিকা বলে থাকি। কিন্তু আপনি কি জানেন কেন এবং কোন কারণে দক্ষিণ আমেরিকা কে ল্যাটিন আমেরিকা বলা হয়?
আর আপনি যদি এর সঠিক ইতিহাস সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে ১৫০০ দশক এর ইতিহাসের দিকে তাকাতে হবে। কেননা সেই সময়ে যে সকল পর্তুগিজ এবং স্প্যানিশ ছিল। তাদের মধ্যে অধিকাংশ দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় উপনিবেশ তৈরি করেছিল। আর বিষয় টা অবাক করার মতো হলেও সত্য যে, এই সময়ে উক্ত অঞ্চল গুলো তে স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষার ব্যাপক প্রসার লাভ করেছিল।
এবং আপনি যদি ইতিহাসের পাতা উল্টাতে থাকেন। তাহলে দেখতে পারবেন যে, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষা গুলো ল্যাটিন থেকেই উদ্ভব করা হয়েছিল। মূলত এই কারণেই দক্ষিক আমেরিকা কে ল্যাটিন আমেরিকা নামকরন করা হয়েছে।
আরো পড়ুনঃ ইতালি সর্বনিম্ন বেতন কত? | ইতালিতে কোন কাজের বেতন বেশি হয়?
ইংরেজি ভাষাভাষীদের জন্য ল্যাটিন ভাষা শেখা কি সহজ?
যেহেতু আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম যে, দক্ষিণ আমেরিকা কে কেন ল্যাটিন আমেরিকা বলা হয়। সেহেতু আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। সেটি হল, আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে। যে, ইংরেজি ভাষাভাষীদের জন্য ল্যাটিন ভাষা শেখা কি সহজ নাকি কঠিন।
তো যাদের মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাদের বলব যে, ল্যাটিন হল একটি মৃত ভাষা। তাছাড়া এই ল্যাটিন ভাষা এমন এক ধরনের ভাষা, যা মূলত ভাব প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তিকর এবং জটিল প্রক্রিয়ার সৃষ্টি করে থাকে। এর পাশাপাশি আপনি যদি ব্যাকরণগত দিক থেকে লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, ল্যাটিন ভাষার ব্যাকরণ অনেক জটিল।
তবে এখন হয়তোবা আপনি ভাবতে পারেন যে, ল্যাটিন ভাষা শেখা হয়তোবা অসম্ভব একটি কাজ। তো যারা আসলে এমনটা ভাববেন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। কেননা ভাষা শেখার বিষয় টি কখনোই অসম্ভব হয় না। তবে আপনি অন্যান্য ভাষা গুলো যতটা সহজ ভাবে শিখতে পারবেন। ল্যাটিন ভাষা শিখতে আপনাকে তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হবে।
আরো পড়ুনঃ দুবাই ভিজিট ভিসায় যেতে কি কি লাগে বিস্তারিত দেখে নিন
দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদ কি কি?
একটা বিষয় আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। আর সেই বিষয়টি হলো, দক্ষিণ আমেরিকা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদে ভরপুর। আর দক্ষিণ আমেরিকা তে থাকা প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখ যোগ্য হলো, এখানে বিভিন্ন বৈচিত্র্যের কৃষি পণ্য রয়েছে। দক্ষিণ আমেরিকা বিপুল পরিমাণে খনিজ সম্পদ ও স্বর্ণ উৎসে পরিপূর্ণ। এছাড়াও রয়েছে প্রচুর পরিমান মিঠা পানির উৎস।
তবে এইসব প্রাকৃতিক সম্পদের পাশাপাশি দক্ষিণ আমেরিকা মৎস্য সম্পদের দিক থেকেও পিছিয়ে নেই। কেননা এই দক্ষিণ আমেরিকা তে রয়েছে মোট তিন (০৩) টি সাগর। আর সে গুলো হল, প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর, আটলান্টিক মহাসাগর।
Q: বিশ্বের কত শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে?
A: বর্তমান পৃথিবীর প্রায় ৮ শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। শুধুমাত্র ৮ পার্সেন্ট মানুষ এই স্প্যানিশ ভাষায় কথা বলে। তবে আপনি জানলে অবাক হবেন কারণ, আজকের দিনে গোটা বিশ্বের মধ্যে স্প্যানিশ ভাষার স্থান চতুর্থ।
Q: পোপ কোথায় অবস্থিত?
A; পোপ ভ্যাটিকেন সিটির মধ্যে অবস্থিত।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
দক্ষিণ আমেরিকার দেশ ও আমাদের শেষকথা
আমাদের এই ওয়েবসাইটের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলো নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়। আর সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকের আলোচনায় আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম উল্লেখ করেছি। সেই সাথে দক্ষিণ আমেরিকা তে অবস্থান করা দেশ গুলো রাজধানী কোনটি, এই দেশ গুলো তে কি কি মুদ্রার প্রচলন রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিয়েছি।
আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো বিনামূল্যে পেতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সেই সাথে আপনার যে সকল বিষয় অজানা রয়েছে কিংবা আপনি যে সকল বিষয় গুলো সম্পর্কে জানতে চান। সে গুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।