দালাল ছাড়াই বিদেশে চাকরির সুযোগ
অর্থ উপার্জন করার অনেক গুলো মাধ্যম থাকলেও আমরা অনেকেই বিদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। তবে আমাদের দেশে বিদেশে যাওয়ার আগে অধিকাংশ মানুষ দালালের খপ্পরে পড়ে যায়। এর ফলে খুব কম মানুষ দালালের মাধ্যমে বিদেশ যেতে পারলেও বেশিরভাগ মানুষের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়।
তবে আপনি যেন এমন সমস্যার সম্মুখীন না হন, যার কারণে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। কারণ, আজকে আমি আপনাকে দালাল ছাড়াই বিদেশে চাকরি পাওয়ার টেকনিক শেয়ার করবো। যেটি ফলো করে আপনি নিজের ঘরে বসে বিভিন্ন দেশের চাকরিতে আবেদন ও ইন্টারভিউ দিতে পারবেন।
বিদেশে চাকরির স্বপ্ন ও দালাল চক্র
বিদেশে চাকরি করে জীবনমান উন্নত করার স্বপ্ন অনেকের মনেই জাগে। উন্নত দেশের উচ্চ বেতন, সুযোগ-সুবিধা এবং ভালো জীবনযাত্রার আশায় অনেকেই এই পথে হাঁটতে চান। কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা অনেক কঠিন। বিশেষ করে, দালাল চক্রের কারসাজি এই স্বপ্নকে মায়ায় পরিণত করে দেয়। ভাবছেন কিভাবে, চলুন এবার সে সম্পর্কে জেনে নেই।
মিথ্যে প্রতিশ্রুতি
দালালদের সবচেয়ে বড় অস্ত্র হলো মিথ্যে প্রতিশ্রুতি। তারা মানুষকে হাইপেইড (High paid) জব, উচ্চ বেতন, ভিসার নিশ্চয়তা দেয়ার কথা বলে। তারা বলবে যে, কাজের অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই, তারা সব ব্যবস্থা করে দেবে। এই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে অনেকেই তাদের সঞ্চিত অর্থ হারিয়ে বসে। যার ভয়াবহতা সত্যি অনেক করুন।
ভুয়া ডকুমেন্টের কারসাজি
দালালরা নকল ডকুমেন্ট, সার্টিফিকেট ব্যবহার করে মানুষকে বিশ্বাস করায়। তারা ভুয়া কোম্পানির নামে অফার লেটার, ভিসা দিতে পারে। এমনকি কখনো কখনো তারা ভুয়া চুক্তিপত্রও দেখাতে পারে। আর আপনি যদি সেগুলো নিয়ে বিদেশের মাটিতে পা দেন, তাহলে সেই দেশে আপনার জেল/জরিমানা হওয়ার সম্ভাবনা থাকবে।
অগ্রিম টাকার ফাঁদ
চাকরি নিশ্চিত করার নামে দালালরা অগ্রিম টাকা দাবি করে। তারা বলবে যে, ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য, টিকেট কাটার জন্য বা অন্য কোনো কারণে তাদের টাকা দিতে হবে। কিন্তু একবার টাকা দিয়ে দিলেই তারা আর খোঁজ মিলবে না। আবার অনেক দালাল আছে যারা আপনার কাছ থেকে দফায় দফায় টাকা দাবি করবে।
মানব পাচারের ভয়াবহতা
অনেক সময় দালালরা মানব পাচারের চক্রের সাথে যুক্ত হয়ে মানুষকে বিদেশে পাঠায়। তারা মানুষকে জোর করে কাজ করাতে বাধ্য করে, অথবা তাদেরকে অবৈধ কাজে লিপ্ত করতে বাধ্য করে। আবার অনেক সময় মানবপাচার করা ব্যক্তিরা মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ দাবি করে।
ফোন ও ইমেইল জালিয়াতি
দালালরা ফোন ও ইমেইলের মাধ্যমে ভুয়া কোম্পানির নামে যোগাযোগ করে। তারা নিজেদেরকে বিদেশি কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং মানুষকে বিভিন্ন তথ্য দিতে বলে। আর যখন আপনি তাদের এই মিথ্যা ফাঁদে পা দিবেন তখন আপনার সর্বস্ব হারাতে হবে।
দালাল ছাড়া বিদেশে যাওয়া যায়?
নিজের অজ্ঞতা ও বিদেশ যাওয়ার তীব্র ইচ্ছার ফলে আমরা অনেকেই দালালের সহায়তা নেই। যার কারণে আমরা অনেকেই জানিনা যে, বর্তমান সময়ে দালাল ছাড়াও বিদেশে চাকরি করা সম্ভব। আর এই সুযোগটাই দালাল চক্ররা কাজে লাগায়। তবে আপনি যদি একটু সচেতন থাকেন, তাহলে আমরা সবাই দালাল ছাড়াও বিদেশে চাকরি করার জন্য যেতে পারবো।
বর্তমান সময়ে এমন অনেক পথ উন্মুক্ত আছে যেগুলোর মাধ্যমে আপনি দালাল ছাড়াই বিদেশে চাকরি নিতে পারবেন। সেইসাথে বৈধ পথে বিদেশ গেলে আপনি নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। চলুন এবার তাহলে জেনে নেই কোন কোন পদ্ধতিতে দালাল ছাড়াও বিদেশ যাওয়া সম্ভব।
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
আমাদের দেশের সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সাধারণত সরকারি ওয়েবসাইট, সংবাদপত্রে প্রকাশিত হয়।
এই বিজ্ঞপ্তি গুলোতে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের পদ্ধতি বিস্তারিত ভাবে উল্লেখ থাকে। আর আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে চোখ রাখতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যেসব চাকরিতে আবেদন করা যাবে সে গুলো তে আবেদন করতে হবে।
বিদেশে চাকরির নিয়োগ প্রকাশ করে এমন কিছু পত্রিকার নাম
- Prothom Alo,
- The Daily Star, and
- Dhaka Tribune
দূতাবাস এবং কনস্যুলেট এর ওয়েবসাইট তালিকা
- https://bd.usembassy.gov/jobs/
- https://mofa.gov.bd/
- https://www.eda.admin.ch/countries/bangladesh/en/home/news/open-job-vacancies.html
- https://www.swedenabroad.se/en/embassies/bangladesh-dhaka/about-us/vacancies/
এগুলো ছাড়াও আমরা যেসব সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করি সেগুলোতে প্রায় বিভিন্ন দেশের চাকরির খবর পাওয়ার যায়। আর আপনি চাইলে সেই সোশ্যাল মিডিয়া গুলো থেকেও বিভিন্ন দেশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সম্পর্কে জানতে পারবেন।
অনলাইন জব পোর্টাল
বিশ্বের যে কোনো প্রান্তে চাকরি খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম অনলাইন জব পোর্টাল। বিভিন্ন অনলাইন জব পোর্টালে বিদেশের বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। এই পোর্টাল গুলোতে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরি খুঁজতে পারবেন। যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তবে কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করবে।
এম্বাসি ও কনস্যুলেট
আপনি যে দেশে যেতে চান, সে দেশের এম্বাসি বা কনস্যুলেটে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে পারবেন। অনেক দেশের এম্বাসি বা কনস্যুলেট নিজেদের ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এছাড়াও, তারা বিভিন্ন কর্মসংস্থানের বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে।
মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি
সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বিদেশে কর্মসংস্থানের জন্য বিভিন্ন মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির মাধ্যমে আপনি বিদেশে চাকরি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি নির্দিষ্ট কাজে দক্ষ হবেন তখন আপনি যেকোনো দেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
দালাল চক্র নিধনে আমি প্রবাসী অ্যাপস
বর্তমান সময়ে যারা দালালের মাধ্যমে বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তারা কতটা ঝুঁকির মধ্যে আছেন তা নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও দালাল ছাড়া বিদেশে যাওয়ার উপায় গুলো নিয়েও কথা বলা হয়েছে। তবে এবার আমি আপনাকে এমন একটি সহজ মাধ্যম বলবো, যার সাহায্য আপনি নিজের ঘরে বসে বিদেশের চাকরিতে আবেদন করতে পারবেন।
বিদেশে চাকরির স্বপ্ন পূরণে Amiprobashi অ্যাপস
আপনি যখন বিদেশে চাকরি করার সিন্ধান্ত নিবেন তখন কোনো একটা সময় অবশ্যই Amiprobashi Apps এর নাম শুনবেন। কারণ, এটি হলো বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম যারা এই দেশের লক্ষ লক্ষ মানুষের বিদেশ যাওয়ার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছে। যার মাধ্যমে আপনি বিদেশের চাকরিতে আবেদন করার পাশাপাশি Clearance Card এবং BMET Smart Card ভেরিফাই করে নিতে পারবেন।
তবে আপনি যদি Amiprobashi অ্যাপস বা ওয়েবসাইট থেকে উপরোক্ত কাজ গুলো করতে চান তাহলে আপনাকে আরো কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই পদ্ধতি গুলো বলার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা যারা দালালের হাত থেকে রেহাই পেতে চান তারা অবশ্যই নিচে দেখানো পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরণ করবেন।
বিদেশের চাকরির নিয়োগে আবেদন
আপনি যদি নিজের দেশে বসে বিশ্বের বিভিন্ন দেশের চাকরিতে আবেদন করতে চান তাহলে আপনাকে Amiprobashi অ্যাপসটি ইনস্টল করতে হবে। সেজন্য সবার প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তারপর আপনাকে Amiprobashi লিখে সার্চ করতে হবে এবং আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তারপর আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। যেমন,
- আপনার মোবাইল নাম্বার দিবেন।
- ভেরিফিকেশন কোড দিন।
- একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন।
- যেসব দেশে চাকরির আবেদন করতে চান তা সিলেক্ট করবেন।
- আপনার কারিগরি দক্ষতার বিষয় গুলো সিলেক্ট করবেন।
- আপনি পুরুষ নাকি মহিলা তা সিলেক্ট করবেন।
- বয়স নির্ধারন করবেন।
- শিক্ষাগত যোগ্যতা দিবেন।
- চাকরির অবস্থা নির্ধারন করবেন।
- দেশের বাইরে নাকি ভেতরে আছেন তা সিলেক্ট করবেন।
- বিএমইটি বা স্মার্টকার্ড আছে কিনা সেটি সিলেক্ট করবেন।
তো প্রাথমিকভাবে আপনি যখন উপরের সকল তথ্য গুলো দিবেন তখন আপনি Amiprobashi অ্যাপস এর মধ্যে নতুন করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আর এবার আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। কেননা, এই অ্যাপস থেকে বিদেশের চাকরিতে আবেদন করার জন্য আপনাকে আরো অনেক কাজ করতে হবে।
বিএমইটি রেজিষ্ট্রেশন
দেখুন, আপনি যদি Amiprobashi অ্যাপস থেকে বিদেশের চাকরিতে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিএমইটি রেজিষ্ট্রেশন করতে হবে। আর সেজন্য আপনাকে উপরের পিকচারে দেখানো অপশনে ক্লিক করে নিচে দেখানো ধাপ গুলো ফলো করতে হবে। যেমন,
- পাসপোর্ট স্ক্যান করুন।
- আপনার নাম ও পাসপোর্ট নাম্বার দিন।
- পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদ উল্লেখ করুন।
- জন্মস্থান সিলেক্ট করে দিন।
- আপনার পিতা ও মাতার নাম দিন।
- বৈবাহিক অবস্থা ও ধর্ম সিলেক্ট করুন।
- মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস দিন।
উপরের তথ্য গুলো দেওয়ার পর যখন আপনি “পরবর্তী” বাটনে ক্লিক করবেন তখন আপনাকে আপনার নমিনীর তথ্য দিতে হবে। কারণ, আপনার অবর্তমানে যোগযোগ করা যাবে এমন একজন ব্যক্তির তথ্য প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দমতো পরিচিত ব্যক্তিকে নমিনী হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন। আর এই ধাপে আপনাকে বেশে কিছু তথ্য দিতে হবে। যেমন,
- নমিনীর সাথে আপনার সম্পর্ক।
- নমিনীর নাম।
- তার পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার দিন।
- নমিনীর পিতার নাম ও মাতার নাম দিতে হবে।
দেখুন, নমিনী হিসেবে আপনি যাকে সিলেক্ট করবেন সেই ব্যক্তি আপনার খুব কাছের কেউ হতে হবে। কারণ, আপনার অবর্তমানে আপনার অর্থ বা সম্পত্তি দেওয়ার জন্য সর্বপ্রথম সেই ব্যক্তির সাথে যোগাযোগ করা হবে। তো এই তথ্য গুলো দেওয়ার পর আপনাকে আরো কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন,
- শিক্ষাগত যোগ্যতা।
- ভাষাগত যোগ্যতা, মৌখিক যোগ্যতা, লিখিত যোগ্যতা প্রদান করুন।
আর যখন আপনি উপরের এই যাবতীয় তথ্য গুলো প্রদান করবেন তখন আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন এর কাজ সম্পন্ন হবে। সেইসময় আপনাকে মোট ৭২ ঘন্টা সময় অপেক্ষা করতে হবে।
এর কারণ, কর্তৃপক্ষ আপনার দেওয়া এই সমস্ত তথ্য গুলো যাচাই করে দেখবে। যার কারণে আপনি ”পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং” – এই লেখাটি দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে খুব সহজেই “বিএমইটি রেজিষ্ট্রেশন চেক” করে নিতে পারবেন।
পেমেন্ট করুন
যখন আপনি ৭২ ঘন্টা সময় অপেক্ষা করার পর পুনরায় Amiprobashi অ্যাপস এর মধ্যে লগইন করবেন তখন “আবেদন প্রকিয়াধীন”- বাটনে ক্লিক করতে হবে। আর আপনার দেওয়া তথ্য গুলো সঠিক থাকলে আপনাকে ভেরিফাইড স্ট্যাটাস দেখানো হবে। তো এবার আপনাকে পেমেন্ট করতে হবে। সেজন্য এবার আপনাকে একটু নিচে থাকা “পেমেন্ট করুন” বাটনে ক্লিক করতে হবে।
- যে মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেক্ট করুন।
- মোট ৩০০/- পেমেন্ট করতে হবে।
আর আপনি যখন সঠিকভাবে পেমেন্ট করবেন তারপর আপনাকে একটি বিএমইটি স্মার্টকার্ড প্রদান করা হবে। যেখানে সবার শুরুতে আপনার নাম ও বিএমইটি নাম্বার শো করবে। এছাড়াও উক্ত কার্ডের নিচে আপনার প্রয়োজনীয় সকল তথ্য শো করবে। আর আপনি যদি Qr Code স্ক্যান করলে আপনার কার্ডটি দেখতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি উক্ত স্মার্ট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
Amiprobashi অ্যাপসে চাকরি খুজুন
যখন উপরের সকল কাজ গুলো শেষ করবেন তারপর পুনরায় আপনাকে Amiprobashi অ্যাপস এর হোমপেজে আসতে হবে। তারপর আপনাকে সবার উপরে থাকা অপশন গুলো স্ক্রল করে ডানদিকে আসলে “চাকরি খুজুন” নামক একটি বাটন দেখতে পারবেন, আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
এরপর আপনি বিভিন্ন দেশের চাকরির নিয়োগ গুলো দেখতে পারবেন। তো এখন আপনার যোগ্যতার ভিত্তিতে যেসব চাকরি মানানসই হবে আপনি সেগুলোতে এক ক্লিকে আবেদন করতে পারবেন। কারন, চাকরির আবেদন করার সময় আপনাকে যে তথ্য গুলো দিতে হবে সেগুলো Amiprobashi অ্যাপস আগে থেকে নিয়ে রেখেছে।
এছাড়াও চাকরিতে আবেদন করার পর যদি আমাদের দেশের সরকারি কর্তৃপক্ষ আপনাকে মেসেজ করে তাহলে সেটিও আপনি “Amiprobashi” অ্যাপস থেকে দেখতে পারবেন। যা আপনার বিদেশে চাকরি করার স্বপ্নকে পূরণ করতে অনেক বেশি সহায়তা করবে।
আপনার জন্য কিছুকথা
কিভাবে আপনি দালাল ছাড়াই বিদেশে চাকরি করার সুযোগ পাবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিএমইটি কার্ড করতে কত টাকা লাগে ও বিএমইটি ট্রেনিং সেন্টার এর তালিকা নিয়ে লেখা গুলো পড়তে পারেন। ধন্যবাদ, এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।