ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম কি?

Name of the European Countries : বর্তমান সময়ে যদি আপনি গুগলের মধ্যে ইউরোপ মহাদেশের দেশ কয়টি সেটি জানার জন্য সার্চ করেন। তাহলে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। কেননা অনেকেই আপনাকে বলবে যে, এই মহাদেশ এর মধ্যে দেশের সংখ্যা ৪৪ টি আবার অনেকেই বলবে ৪৮ টি। কিন্তু আদতে এই তথ্য গুলো সঠিক নয়।

কেননা উইকিপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে ইউরোপ মহাদেশে মোট ৫০ টি দেশ রয়েছে। আর আজকে আমি আপনাকে সেই দেশ গুলোর সাথে পরিচয় করিয়ে দিব। এর পাশাপাশি ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল সম্পর্কে জানিয়ে দিব।

আর আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আজকের এই লেখা টি একটু হলেও মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি ইউরোপ মহাদেশের সকল দেশের নাম গুলো জানতে পারবেন। এর সাথে সেই দেশের নাম গুলো মনে রাখার কৌশলও জেনে নিতে পারবেন।

ইউরোপ মহাদেশ কাকে বলে?

What is the continent of Europe called: আমাদের এই বৃহৎ পৃথিবীর মধ্যে মোট সাত (০৭) টি মহাদেশ রয়েছে। তবে এই সকল মহাদেশ গুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এর নাম হলো, ইউরোপ মহাদেশ। যার গড় আয়তন প্রায় ১,০১,৮০,০০০ বর্গ কিলো মিটার। আর অবাক করার মতো বিষয় হল যে, এই দ্বিতীয় বৃহত্তম মহাদেশ টি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় ২% এবং তার স্থলভাগের প্রায় ৬.৮% অংশ জুড়ে বিস্তৃত রয়েছে।

বর্তমান সময়ে ইউরোপ মহাদেশ এর মোট দেশের সংখ্যা ৫০ টি। আর এই প্রত্যেকটি দেশের নিজস্ব রাজধানী রয়েছে এবং নিজস্ব মুদ্রা রয়েছে। তো নিচের আলোচনা তে আমি আপনাকে সেই ৫০ টি দেশের নাম জানিয়ে দিব। এর পাশাপাশি ইউরোপ মহাদেশের দেশ গুলোর রাজধানীর নাম কি এবং তাদের ব্যবহৃত মুদ্রার নাম কি সে সম্পর্কে আলোচনা করব।

আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম গুলো জেনে নিন

ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম কি?

What are the names of the countries of the European continent: উপরের আলোচনা থেকে আমরা ইউরোপ মহাদেশ কাকে বলে সে সম্পর্কে জানতে পারলাম। আর সেখানে আমি আপনাদের একটা কথা বলেছি যে,  ইউরোপ মহাদেশ এর মোট দেশের সংখ্যা হল ৫০ টি। অর্থাৎ বর্তমানে ইউরোপে ৫০ টি দেশ রয়েছে। আর সেই দেশের নাম গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

  1. ভ্যাটিকান সিটি,
  2. ইউক্রেন,
  3. যুক্তরাজ্য,
  4. তুরস্ক,
  5. সুইজারল্যান্ড,
  6. স্পেন,
  7. সুইডেন,
  8. স্লোভেনিয়া,
  9. স্লোভাকিয়া,
  10. সান মারিনো,
  11. সার্বিয়া,
  12. রাশিয়া,
  13. রোমানিয়া,
  14. পর্তুগাল,
  15. নরওয়ে,
  16. পোল্যান্ড,
  17. নেদারল্যান্ডস,
  18. মন্টিনিগ্রো,
  19. মোনাকো,
  20. মলদোভা,
  21. মাল্টা,
  22. ম্যাসেডোনিয়া,
  23. লুক্সেমবুর্গ,
  24. লিশটেনস্টাইন,
  25. লিথুয়ানিয়া,
  26. লাতভিয়া,
  27. কাজাখস্তান,
  28. ইতালি,
  29. আয়ারল্যান্ড,
  30. হাঙ্গেরি,
  31. আইসল্যান্ড,
  32. গ্রিস,
  33. জার্মানি,
  34. জর্জিয়া,
  35. ফ্রান্স,
  36. ফিনল্যান্ড,
  37. ডেনমার্ক,
  38. ইস্তোনিয়া,
  39. চেক প্রজাতন্ত্র,
  40. সাইপ্রাস,
  41. বুলগেরিয়া,
  42. ক্রোয়েশিয়া,
  43. বসনিয়া ও হার্জেগোভিনা,
  44. বেলজিয়াম,
  45. বেলারুশ,
  46. আলবেনিয়া,
  47. অ্যান্ডোরা,
  48. আর্মেনিয়া,
  49. অস্ট্রিয়া,
  50. আজারবাইজান,

[Source: Wikipedia]

আলোচনার শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে, ইউরোপ মহাদেশ এর মোট ৫০ টি দেশ রয়েছে। আর এই প্রত্যেক টি দেশ নিজস্ব ভাবে স্বাধীন এবং তাদের নিজস্ব মুদ্রা ও রাজধানী রয়েছে। আর উপরের তালিকা তে আপনি শুধুমাত্র সেই দেশ গুলোর নাম দেখতে পাচ্ছেন। তাই এবার আমি আপনাকে সেই দেশ গুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানিয়ে দিব।

আরো পড়ুনঃ ইতালি সর্বনিম্ন বেতন কত? | ইতালিতে কোন কাজের বেতন বেশি হয়?

ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী

Names and capitals of European countries: যদিও বা উপরের তালিকা তে আমি আপনাদের ইউরোপ মহাদেশ কি এবং ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম সম্পর্কে জেনেছি। তবে এবার আমি আপনাদের সেই দেশের নাম ও রাজধানী গুলোর নাম জানিয়ে দিব। যেন আপনার ইউরোপ মহাদেশ এর দেশ গুলো সম্পর্কে কোন কিছু অজানা না থাকে।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী

সিরিয়াল নম্বর

দেশের নাম 

রাজধানীর নাম

০১

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি

০২

ইউক্রেন

কিয়েভ

০৩

যুক্তরাজ্য

লন্ডন

০৪

আজারবাইজান

বাকু

০৫

আর্মেনিয়া

ইয়েরেভান

০৬

অস্ট্রিয়া

ভিয়েনা

০৭

অ্যান্ডোরা

আন্দরা লা ভেলিয়া

০৮

আলবেনিয়া

তিরানা

০৯

বেলারুশ

মিনস্ক

১০

বেলজিয়াম

ব্রাসেল্‌স

১১

বসনিয়া ও হার্জেগোভিনা

সারায়েভো

১২

ক্রোয়েশিয়া

জাগরেব

১৩

বুলগেরিয়া

সফিয়া

১৪

সাইপ্রাস

নিকোসিয়া

১৫

চেক প্রজাতন্ত্র

প্রাগ

১৬

ইস্তোনিয়া

তাল্লিন

১৭

ডেনমার্ক

কোপেনহেগেন

১৮

ফিনল্যান্ড

হেলসিঙ্কি

১৯

ফ্রান্স

প্যারিস

২০

জর্জিয়া

তিবি‌লিসি

২১

জার্মানি

বার্লিন

২২

গ্রিস

অ্যাথেন্স

২৩

আইসল্যান্ড

রেইকিয়াভিক

২৪

হাঙ্গেরি

বুদাপেস্ট

২৫

আয়ারল্যান্ড

ডাবলিন

২৬

ইতালি

রোম

২৭

কাজাখস্তান

আস্তানা

২৮

লাতভিয়া

রিগা

২৯

লিথুয়ানিয়া

ভিলনিউস

৩০

লিশটেনস্টাইন

ফাডুৎস

৩১

লুক্সেমবুর্গ

লুক্সেমবুর্গ

৩২

ম্যাসেডোনিয়া

স্কপইয়ে

৩৩

মাল্টা

ভাল্লেত্তা

৩৪

মলদোভা

কিশিনেভ

৩৫

মোনাকো

মোনাকো

৩৬

মন্টিনিগ্রো

পোডগোরিকা

৩৭

নেদারল্যান্ডস

আমস্টারডাম

৩৮

পোল্যান্ড

ওয়ার্সা

৩৯

নরওয়ে

অসলো

৪০

পর্তুগাল

লিসবন

৪১

রোমানিয়া

বুখারেস্ট

৪২

রাশিয়া

মস্কো

৪৩

সার্বিয়া

বেলগ্রেড

৪৪

সান মারিনো

সান মারিনো

৪৫

স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা

৪৬

সুইডেন

স্টকহোম

৪৭

স্লোভেনিয়া

লিউব্লিয়ানা

৪৮

স্পেন

মাদ্রিদ

৪৯

সুইজারল্যান্ড

বের্ন

৫০

তুরস্ক

আঙ্কারা

আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন

ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কয়টি?

Independent countries of the European continent: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কয়টি। তো এখন পর্যন্ত ইউরোপ মহাদেশ এর মধ্যে মোট স্বাধীন দেশের সংখ্যা হলো ৫০ টি। আর এই দেশ গুলো আর্ন্তজাতিক ভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই স্বাধীন দেশ গুলোর নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

ইউরোপের সবচেয়ে ধনী দেশের নাম কি?

The name of the richest country in Europe: যদিওবা ইউরোপ মহাদেশের মধ্যে বেশ কিছু গরিব দেশ আছে তবে সেইসব দেশের সংখ্যা অতি নগন্য। কেননা, ইউরোপ মহাদেশে গরিব দেশের তুলনায় ধনী দেশের সংখ্যা বেশি। আর বর্তমান সময়ে মোট ০৫ টি দেশকে ইউরোপের সবচেয়ে ধনী দেশ হিসেবে ধরা হয়। আর সেই দেশ গুলো হলো, আয়ারল্যান্ড, লুক্সেনবার্গ, সুইজারল্যান্ড, নরওয়ে ও সান মারিনো। 

ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল

Strategies to remember the names of the countries of the European continent: যেহেতু আমি একজন ব্লগার, সেহেতু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার প্রয়োজন হয়। আর এই রিসার্চ করার সময় হঠাৎ করে আমি দেখতে পারলাম। গুগলে আপনাদের মত এমন অনেকে আছেন, যারা ইউরোপ মহাদেশের এর মধ্যে যে সকল দেশ রয়েছে। সেই দেশ গুলোর নাম মনে রাখার কৌশল সম্পর্কে জানতে চায়।

কেননা আমরা সকলেই জানি যে, ইউরোপ মহাদেশের মধ্যে মোট দেশের সংখ্যা ৫০ টি। আর আপনি যদি এই ৫০ টি দেশের নাম মনে রাখতে চান, তাহলে কিন্তু বিষয়টা মোটেও সহজ কাজ হবে না। মূলত সে কারণে হয়তোবা অনেকেই ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল জানার চেষ্টা করেন।

তবে দুঃখজনক হলেও সত্য যে, আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও এমন কোন ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল জানতে পারিনি। তো কোন কারনে যদি আপনার এই ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার প্রয়োজন হয়। তাহলে অবশ্যই আপনাকে এই ৫০ টি নাম মুখস্ত রাখতে হবে।

তবে হতাশ হওয়ার মতো কিছুই নেই। কেননা আমি যথাযথ চেষ্টা করব এই মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল খুঁজে বের করার। আর যখন আমি ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল জানতে পারবো। তখন অবশ্যই আমি আমার লেখা এই আর্টিকেল টি আপডেট করে দিব।

আরো পড়ুনঃ ইউরোপের দেশ কয়টি ও কি কি? (বিস্তারিত দেখুন)

ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কত?

What is the number of countries in Europe: সত্যি বলতে ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা নিয়ে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মত রয়েছে। কেননা, আমরা অনেকেই মনে করি যে, ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা ৫১ টি। আবার অনেকেই আছি যারা ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা ৫০ টি মনে করি।

তো আসল সত্যটা হলো, বর্তমান সময়ে ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা হলো ৫০ টি। তবে আমাদের মধ্যে যে সকল মানুষ ইউরোপের দেশের সংখ্যা ৫১ টি মনে করেন। তাদের ধারনা সম্পূর্ণ ভুল।

আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম ২০২৩

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ কি কি?

European Union countries: বর্তমান সময়ে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের তালিকায় মোট দেশের সংখ্যা হলো ২৭ টি। আর যে দেশ গুলো বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এর সাথে অন্তর্ভুক্ত আছে। সেই দেশ গুলোর নাম নিচে উল্লেখ করা হলো। যেমন,

  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. বুলগেরিয়া
  4. সাইপ্রাস
  5. ক্রোয়েশিয়া
  6. ডেনমার্ক
  7. ইস্তোনিয়া
  8. ফিনল্যান্ড
  9. ফ্রান্স
  10. জার্মানি
  11. গ্রিস
  12. আয়ারল্যান্ড
  13. ইতালি
  14. লাতভিয়া
  15. লিথুয়ানিয়া
  16. লুক্সেমবুর্গ
  17. মাল্টা
  18. নেদারল্যান্ডস
  19. পোল্যান্ড
  20. পর্তুগাল
  21. চেক প্রজাতন্ত্র
  22. রোমানিয়া
  23. স্লোভাকিয়া
  24. স্লোভেনিয়া
  25. স্পেন
  26. সুইডেন
  27. হাঙ্গেরি

[Source: Wikipedia]

উপরের তালিকায় আপনি মোট ২৭ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলো বর্তমান সময়ে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভূক্ত আছে।

আরো পড়ুনঃ মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম স্টেপ বাই স্টেপ

ইউরোপের শীর্ষ ১০ দরিদ্র দেশ কোনটি?

Top 10 poorest countries in Europe: আমরা সবাই ইউরোপ বলতে বিলাসী ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে মনে করি। কিন্তুু আপনি কি জানেন, ইউরোপ মহাদেশ এর মধ্যে এমন অনেক দেশ আছে। যে দেশ গুলোকে দরিদ্র দেশ হিসেবে ধরা হয়?

হুমম, আপনি ইউরোপ মহাদেশের মধ্যে এমন অনেক দেশের নাম জানতে পারবেন। যারা বর্তমানে দারিদ্র দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আর সেই দেশ গুলোর নাম নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,

  1. ভ্যাটিকান সিটি
  2. লিশটেনস্টাইন
  3. অ্যান্ডোর্রা
  4. মলদোভা
  5. আলবেনিয়া
  6. সাইপ্রাস
  7. মাল্টা
  8. মন্টিনিগ্রো
  9. বসনিয়া ও হার্জেগোভিনা
  10. উত্তর মেসিডোনিয়া

উপরের তালিকায় আপনি মোট ১০ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলো ইউরোপ মহাদেশের গরিব দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে বর্তমান সময়ে ইউরোপ এর সবচেয়ে গরিব দেশের নাম হলো, মলদোভা।

ইউরোপে গরিব দেশ থাকার কারণ কি?

Reasons why there are poor countries in Europe: উপরের তালিকায় ইউরোপের বেশ কিছু গরিব দেশের নাম উল্লেখ করা হয়েছে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, ইউরোপের মতো একটি সমৃদ্ধ মহাদেশে গরিব দেশ থাকার কারণ কি। আর আপনার মনে যদি এমন প্রশ্ন জেগে থাকে, তাহলে শুনুন,,,,

ইউরোপ মহাদেশ এর মধ্যে গরিব দেশ থাকার বেশ কিছু কারণ আছে। তবে তার মধ্যে অন্যতম হলো, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, এবং দুর্বল অর্থনৈতিক অবকাঠামো। আর যখন একটি দেশে এই অবস্থা গুলো বিরাজমান থাকবে। তখন সেই দেশ ক্রমাগত ভাবে দারিদ্রতার দিকে অগ্রসর হবে।

যার ফলে সেই দেশের শিল্পখাত ধ্বংস হবে, শিক্ষার মান ধ্বংস হবে। এ গুলোর পাশাপাশি সেই দেশের স্বাস্থ্য সেবার মানও ধ্বংস হবে। যার ফলে বেড়ে যাবে মৃত্যুহার।

আর উক্ত বিষয় গুলো ইউরোপ মহাদেশ এর বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। যার কারণে সেই দেশ গুলো এখন পর্যন্ত অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে পারেনি। তাই তাদের দেশের নাম গুলো এখন ইউরোপের গরিব দেশের তালিকায় উঠে এসেছে।

ইউরোপে 51 নাকি 44 টি দেশ আছে?

Are there 51 or 44 countries in Europe: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, ইউরোপে 51 নাকি 44 টি দেশ আছে। তো যদি আপনি জাতিসংঘের দেওয়া তথ্য লক্ষ্য করেন। তাহলে দেখতে পারবেন যে, ইউরোপের মোট দেশের সংখ্যা হলো ৪৪ টি। অপরদিকে ইউরোপ মহাদেশ এর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা হলো ৫০ টি। 

তবে জাতিসংঘ থেকে ইউরোপের যেসব দেশের নাম প্রকাশ করা হয়েছে। সেই দেশের নাম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. রাশিয়া
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
  5. ইতালি
  6. স্পেন
  7. পোল্যান্ড
  8. ইউক্রেন
  9. রোমানিয়া
  10. নেদারল্যান্ডস
  11. বুলগেরিয়া
  12. সুইডেন
  13. চেক প্রজাতন্ত্র
  14. গ্রিস
  15. পর্তুগাল
  16. হাঙ্গেরি
  17. বেলারুশ
  18. অস্ট্রিয়া
  19. সুইজারল্যান্ড
  20. সার্বিয়া
  21. বুলগেরিয়া
  22. ডেনমার্ক
  23. স্লোভাকিয়া
  24. ফিনল্যান্ড
  25. নরওয়ে
  26. আয়ারল্যান্ড
  27. ক্রোয়েশিয়া
  28. মালদোভা
  29. বসনিয়া ও হার্জেগোভিনা
  30. আলবেনিয়া
  31. লিথুনিয়া
  32. স্লোভেনিয়া
  33. উত্তর মেসিডোনিয়া
  34. লাটভিয়া
  35. এস্তেনিয়া
  36. লুক্সেমবার্গ
  37. মন্টিনিগ্রো
  38. মাল্টা
  39. আইসল্যান্ড
  40. এন্ডোরা
  41. লিচেনস্টাইন
  42. মোনাকো
  43. সান মারিনো
  44. হোলি সি

উপরের তালিকায় আপনি জাতিসংঘ থেকে প্রকাশিত ইউরোপের মোট ৪৪ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। 

ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম ও কিছু প্রশ্ন উত্তর 

Q: ইউরোপের মুসলিম দেশ কোনটি?

A: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা আসলে জানতে চান যে, ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোনটি। তো তাদের উদ্দেশ্যে আমি বলব যে, ইউরোপের মধ্যে বেশ কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রয়েছে। আর সেই অঞ্চল গুলো হলো, সনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া এবং মন্টিনিগ্রো।

Q: যুক্তরাজ্য কি ইউরোপ মহাদেশের অংশ?

A: হ্যাঁ, ইউরোপ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আর এই মহাদেশের একটি দেশের নাম হলো, যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য সহো ইউরোপ মহাদেশ সর্বমোট ৫০ টি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত।

Q: স্কটল্যান্ডে কি নিজস্ব সরকার আছে?

A: আমরা সকলেই জানি যে, একটি দেশের একটিমাত্র সরকার থাকে। কিন্তু আপনি যদি স্কটল্যান্ড এর কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, এই দেশে মোট দুই (০২) টি সরকার রয়েছে। আর সেই সরকার গুলো হলো, যুক্তরাজ্য সরকার এবং স্কটিশ সরকার।

Q: ইউরোপের সবচেয়ে ছোটো দেশের নাম কি?

A: ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশের মধ্যে সবচেয়ে ছোটো দেশের নাম হলো, ভ্যাটিক্যান সিটি (Vatican City). যার মোট আয়তন হলো মাত্র ১২১ একর। যার কারণে ভ্যাটিক্যান সিটিকে গোটা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে ধরা হয়। 

ইউরোপ মহাদেশ সম্পর্কে আমাদের শেষ কথা 

আপনারা যারা ইউরোপ মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক বেশি প্রয়োজনীয়। কারণ, আজকের আর্টিকেলে আমি আপনাদের ইউরোপ মহাদেশ কি সে সম্পর্কে জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি  ইউরোপ মহাদেশের দেশের নাম গুলো সম্পর্কে সঠিক তথ্য দিয়েছি।

তো আশা করি, আপনি আজকের এই আর্টিকেল টি থেকে অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের উপকারী তথ্য গুলো বিনামূল্যে পেতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন।

এছাড়াও আমাদের লেখা আর্টিকেল গুলো সম্পর্কে যদি আপনার কোন ধরনের মতামত কিংবা অভিযোগ থাকে। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।