কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে?

How many ielts points need to go to Canada: আমরা সকলেই জানি যে, কানাডা যেতে হলে বাধ্যতামূলক IELTS করতে হয় (ভ্রমণ ভিসা ছাড়া)। যদিওবা বর্তমানে অনেক দেশে IELTS ছাড়াই যাওয়া সম্ভব। কিন্তুু যখন আপনি কানাডায় যাবেন, তখন আপনার বাধ্যতামূলক IELTS এর পাশাপাশি IELTS এর ভালো পয়েন্টও থাকতে হবে। তবে জানার বিষয় হলো যে, কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে? – চলুন, আজকে সে সম্পর্কে সঠিক তথ্যটা জেনে নেওয়া যাক।

Ielts আসলে কি?

এলইএলটিএস (IELTS) হলো আন্তর্জাতিক মাধ্যমের বিশেষ এক ধরনে পরীক্ষার মাধ্যম। যে পরীক্ষার সাহায্য কোনো একজন ব্যক্তির মধ্যে থাকা ইংরেজি ভাষার দক্ষতা কে যথাযথ ভাবে যাচাই করা হয়।

আর যখন আপনি এই পরীক্ষাতে উত্তীর্ন হবেন, তখন আপনাকে নিদিষ্ট একটি মার্ক প্রদান করা হবে যাকে বলা হয়, IELTS স্কোর। মূলত এই স্কোর যতো বেশি হবে, আপনার অন্যান্য দেশের ভিসা পেতে ততো সুবিধা হবে।

Ielts কি

Ielts কি

আরো পড়ুনঃ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে?

আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ, কানাডা হলো এমন একটি দেশ যে দেশে যাওয়ার জন্য সবাই কে বাধ্যতামূলক ielts করতে হবে। এছাড়াও আপনার ielts করার পাশাপাশি আপনার স্কোর অনেক ভালো থাকতে হবে।

এর কারণ হলো, কানাডিয়ান সরকার নির্ধারন করে দিয়েছে যে, আপনার ielts যদি ৬.০০ বা এর বেশি স্কোর হয়, তাহলেই আপনি কানাডা যেতে পারবেন। কিন্তুু আপনার IELTS স্কোর যদি ০৬ এর কম হয় তাহলে আপনার কানাডা যাওয়ার আবেদন গ্রহনযোগ্য হবেনা।

Canada ielts score | Minimum ielts score for Canada

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে?

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে?

সবার জন্যই IELTS স্কোর ০৬ হতে হবে?

আমরা সকলেই জানি যে, কোনো একটি দেশে বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে যাওয়া সম্ভব। আর এই ভিন্ন ধরনের ভিসা ভেদে ielts স্কোর এর ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। কেননা, আপনার আসলে কানাডা যাওয়ার জন্য কত ielts স্কোর এর দরকার হবে। সেটি সম্পূর্ণ নির্ভর করবে, আপনি আসলে কোন ভিসার মাধ্যমে কানাডা যেতে চান তার উপর।

যেমন ধরুন, উপরের আলোচনা থেকে আমরা জানলাম কানাডায় যেতে হলে আপনার সর্বনিন্ম ৬.০০ ielts স্কোর এর দরকার হবে। কিন্তুু আপনি যদি উচ্চ শিক্ষার জন্য কানাডা যেতে চান তাহলে আপনার জন্য সর্বনিন্ম ielts স্কোর এর পরিমান হবে, ৬.৫ থেকে ৭.০০ স্কোর। আবার আপনি এমন অনেক কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাবেন যে গুলো তে লেখাপড়া করার জন্য এর থেকেও বেশি ielts স্কোর এর দরকার হবে।

আরো পড়ুনঃ Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

কানাডায় ওয়ার্ক পারমটি ভিসার জন্য IELTS লাগবে? 

Need IELTS for work permit visa in Canada: আমাদের মধ্যে যে সকল মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে চায়। মূলত তাদের মনে এই প্রশ্নটি জেগে থাকে যে, ওয়ার্ক পারমিট ভিসার জন্য ielts লাগে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে, কানাডায় আপনি যে কোনো ভিসায় যান না কেন। আপনাকে অবশ্যই ielts করতে হবে। ( ভ্রমন ভিসা ছাড়া)।

তবে এই ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যাওয়ার জন্য আপনার কত ielts স্কোর এর প্রয়োজন হবে সেটা মূলত আপনাকে নিয়োগকারী প্রতিষ্ঠান নির্ধারন করে দিবে। কিন্তুু স্বাভাবিক ভাবে ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রেও আপনার ielts স্কোর হতে হবে সর্বনিন্ম ৬.০০.

আবার এমন অনেক ধরনের নিয়োগকারী প্রতিষ্ঠান আছে যারা আবার ielts পয়েন্ট ৭.০০ নির্ধারন করে দেয়। তাই এটা আসলে আগে থেকে বলা সম্ভব নয় যে, ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবার কত ielts পয়েন্ট দরকার হবে। বরং যখন আপনি কোনো কানাডিয়ান কোম্পানিতে এপ্লাই করবেন ঠিক তখনি আপনি আপনার প্রয়োজনীয় ielts স্কোর সম্পর্কে জানতে পারবেন।

Canada Visa ielts

Canada Visa ielts

কানাডায় কোন ভিসায় IELTS দরকার হয়না?

Which visa in Canada does not require IELTS: আপনি যদি ভ্রমণ ভিসায় কানাডা যেতে চান, তাহলে আপনার ielts করার প্রয়োজন পড়বে না। তবে ielts করার প্রয়োজন না থাকলেও, আপনার মধ্যে ইংরেজি ভাষার যথেষ্ট দক্ষতা থাকতে হবে। কেননা, যখন আপনি কানাডায় প্রবেশ করবেন, তখন বর্ডার এলাকায় থাকা সরকারি কর্মকর্তাদের নিকট আপনার ইংরেজি বলার দক্ষতা কে মূল্যায়ন করতে হবে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম 

কানাডা যেতে IELTS স্কোর – FAQ 

Q: Ielts ছাড়া কি কানাডা যাওয়া যায়?

A: কানাডার মধ্যে যেসকল বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই ভর্তি নেয় আপনি শুধুমাত্র সেইসকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কানাডায় যেতে পারবেন।

Q: কানাডা যেতে কত পয়েন্ট লাগে?

A: আইইএলটিএস স্কোর সর্বনিম্ম 6.5 লাগে।

Q: কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে?

A: ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়। তবে এই সময়সীমা যেকোনো সময় পরিবর্তন  হতে পারে।

আমাদের শেষকথা

আপনারা যারা কানাডায় যেতে চান, তাদের কোন কোন ভিসার জন্য কত ielts স্কোর এর প্রয়োজন হবে। তা নিয়ে আজকে বিষদভাবে আলোচনা করা হয়েছে। আশা করি, এই আর্টিকেল টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। তাহলে নিয়মিত আমাদের Learning Boss ওয়েবসাইট এর মধ্যে ভিজিট করবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *