Ielts করে কোন কোন দেশে যাওয়া যায়?

Ielts can go to any country?: আপনারা অনেকেই জানতে চান যে, Ielts করে কোন কোন দেশে যাওয়া যায়? -তো আপনি যদি Ielts করেন তাহলে আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন।

কেননা, বর্তমান সময়ে Ielts কে মোট ১৪০ টি দেশ স্বীকৃতি প্রদান করেছে। আর যদি আপনার Ielts স্কোর থাকে। তাহলে আপনি খুব সহজেই এই দেশ গুলোতে যেতে পারবেন।

Ielts করে কোন কোন দেশে যাওয়া যায়?

আমাদের গোটা পৃথিবীর মধ্যে যেসব দেশে ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। সেই দেশ গুলোতে উচ্চ শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে অভিবাসন পর্যন্ত সব ক্ষেত্রেই আইইএলটিএস করার দরকার হয়। যেন সেই দেশ গুলোতে যাওয়ার পর তাদের কথা সহজেই বুঝতে পারেন এবং আপনার কথা তাদের কে বুঝিয়ে দিতে পারেন।

তো বর্তমান সময়ে ইংরেজি ভাষা শেখার অন্যতম একটি মাধ্যম হলো আইইএলটিএস। যার সাহায্য আপনি খুব কম সময়ের মধ্যে ইংরেজি ভাষাকে রপ্ত করতে পারবেন। আর বর্তমান সময়ে পৃথিবীর প্রায় ১৪০ টিরও বেশি দেশ এই Ielts কে সাপোর্ট করে। মূলত Ielts সাপোর্ট করা এই ১৪০ টি দেশে যেতে পারবেন।

আরো পড়ুনঃ Ielts কোর্স কত দিনের?

Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

যদিওবা বর্তমান সময়ে অনেক দেশে আইইএলটিএস করা বাধ্যতামূলক করেছে। তবে ইউরোপ এর মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলোতে আপনি Ielts ছাড়াই যেতে পারবেন। তো ইউরোপ এর যেসব দেশে Ielts ছাড়াই যাওয়া যায়। সেই দেশ গুলোর তালিকা নিচে শেয়ার করা হলো। যেমন,

  1. রোমানিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. বুলগেরিয়া
  4. সার্বিয়া
  5. পোল্যান্ড
  6. ইতালি
  7. হাঙ্গেরি
  8. পর্তুগাল
  9. ফ্রান্স
  10. গ্রিস
  11. মালটা

যদি আপনার আইইএলটিএস করা না থাকে তাহলেও আপনি উপরে উল্লেখিত দেশ গুলোতে যেতে পারবেন। তবে তার জন্য আপনাকে MOI করতে হবে। তো যদি আপনি MOI সম্পর্কে যাবতীয় তথ্য গুলো সহজ ভাষায় জানতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করুন।

কোন দেশ ielts 5.5 ব্যান্ড গ্রহণ করে?

বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আইইএটিএস স্কোর এর দরকার হয়। তবে এমন অনেক দেশ আছে, যে দেশ গুলোতে আপনি ৫.৫ স্কোর নিয়েও যেতে পারবেন। তো বর্তমান সময়ে যেসব দেশে ৫.৫ স্কোর নিয়েও যাওয়া যায়। সেই দেশ গুলোর তালিকা নিচে দেওয়া হলো যেমন,

  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. যুক্তরাজ্য
  5. আয়ারল্যান্ড
  6. জার্মানি
  7. ডেনমার্ক
  8. সুইডেন
  9. নরওয়ে এবং 
  10. মার্কিন যুক্তরাষ্ট্র

যদি আপনার আইইএলটিএস স্কোর ৫.৫ থাকে তাহলে আপনি উপরে উল্লেখিত দেশ গুলোতে যেতে পারবেন।

আরো পড়ুনঃ কানাডায় পিআর করতে ielts কত স্কোর লাগে?

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির জন্য কত ielts স্কোর প্রয়োজন?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান। তো যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করার জন্য আপনার অবশ্যই ielts করতে হবে। এছাড়াও আপনার স্কোর এর পরিমান অনেক বেশি হতে হবে।

কেননা্, যুক্তরাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুলোতে ielts স্কোর হিসেবে ৬.০০ থাকতে হয়। আবার এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে আইইএলটিএস স্কোর ৭ এর দরকার হয়। তবে খুব কম সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ৬.০ এর কম স্কোর গ্রহন করে।

কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে?

আপনি যদি কানাডায় পড়াশোনা করতে চান। তাহলে আপনার ক্ষেত্রে আসলে কত আইইএলটিএস স্কোর এর দরকার হবে। সেটি আপনার ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় এর উপর নির্ভর করবে।

তবে স্বাভাবিক ভাবে যদি আপনার আইইএলটিএস স্কোর এর পরিমান ৭.০ বা ৭.৫ এর মধ্যে থাকে। তাহলে আপনি কানাডার প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারবেন।

আরো পড়ুনঃ Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নেওয়া যাবে?

পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা

Ielts করে কোন কোন দেশে যাওয়া যায় সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত বলা হয়েছে। আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন।

আর আপনি যদি বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে সকল আপডেট তথ্য সবার আগে পেতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *