Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নেওয়া যাবে?
Can higher education be taken abroad without Ielts?: আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা নিতে চান। তারা বেশ ভালো করেই জানবেন যে, বিশ্বের অনেক দেশে আইইএলটিএস ছাড়া উচ্চ শিক্ষা নেওয়া যায় না।
আবার কিছু কিছু দেশ আছে, যারা আইইএলটিএস কে বাধ্যতামূলক করেছে। আর আপনি যদি সেই দেশ গুলোতে উচ্চ শিক্ষা নিতে চান। তাহলে আপনারও Ielts করতে হবে।
কিন্তুু আপনি কি জানেন, বর্তমানে এমন অনেক দেশ আছে। যেগুলো তে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য কোনো ধরনের আইইএলটিএস করার প্রয়োজন হয়না?
হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আর এবার আমি আপনাকে সেই দেশ গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো। যে দেশ গুলোতে Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব।
কোন দেশে Ielts ছাড়াই উচ্চ শিক্ষা নেওয়া যায়?
বর্তমান সময়ে আপনি এমন অনেক দেশ দেখতে পারবেন। যে দেশে Ielts ছাড়াই লেখাপড়া করা যায়। আর এমন কিচু দেশের তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,
- জার্মানী
- ফ্রান্স
- লুক্সেমবার্গ
- বেলজিয়াম
- হাঙ্গেরী
- নেদারল্যান্ড
- পর্তুগাল
- চেক রিপাবলিক
- পোল্যান্ড
- নরওয়ে
উপরের তালিকা তে আপনি বেশ কিছু দেশের নাম দেখতে পারছেন। মূলত এই দেশ গুলো তে আপনি Ielts ছাড়াই বিদেশে উচ্চশিক্ষা নিতে পারবেন।
তবে এগুলো ছাড়াও এমন আরো অনেক দেশ আছে। যে দেশ গুলোতে থাকা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আইইএলটিএস দরকার হয়না।
আর সেই দেশ গুলোর নাম নিচের তালিকায় প্রদান করা হলো। যেমন,
- হাঙ্গেরি
- আয়ারল্যান্ড
- ইতালি
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পোল্যান্ড
- পর্তুগাল
- রোমানিয়া
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- স্পেন
- সুইডেন
- সুইজারল্যান্ড
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- চেক প্রজাতন্ত্র
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- গ্রীস
উপরের তালিকা তে আপনি যে দেশ গুলোর নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলোর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আইইএলটিএস এর দরকার হয়না।
আরো পড়ুনঃ বিদেশে পিএইচডি করার যোগ্যতা
Ielts ছাড়া কোন দেশে পড়াশোনা ভালো?
দেখুন, শুধুমাত্র আইইএলটিএস নেই বলে আপনি সেই দেশে পড়ালেখা করার জন্য ঝাঁপিয়ে পড়বেন বিষয়টা কিন্তুু এমন নয়।
বরং আপনাকে দেখতে হবে যে, Ielts ছাড়া কোন দেশে ভালো পড়াশোনা হয়। আর আপনি যেন উক্ত বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে বেশ কিছু দেশের নাম বলবো। যে দেশ গুলো তে Ielts ছাড়া ভালো পড়াশোনা হয়।
আর উক্ত দেশের নাম গুলো নিচের তালিকায় প্রদান করা হলো।যেমন,
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়া
- নিউজিল্যান্ড
- জার্মানি
- নরওয়ে
- সুইডেন
- অস্ট্রেলিয়া
- যুক্তরাজ্য
- কানাডা
- সুইজারল্যান্ড
- ডেনমার্ক
- স্পেন
- ইতালি
- ফ্রান্স
- পর্তুগাল এবং
- অন্যান্য ইইউ দেশ
তো আপনি যদি উপরের দেশ গুলোতে যেতে পারেন। তাহলে আপনি অন্যান্য দেশের তুলনায় এই দেশ গুলো তে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন।
আমি কি ielts ছাড়া স্পেনে পড়াশোনা করতে পারি?
আপনারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্পেন যেতে চান। তাদের জন্য কোনো প্রকার ielts করার প্রয়োজন পড়বে না। কারণ, আমরা সকলেই জানি যে, স্পেনের রাষ্ট্রীয় ভাষা ইংরেজি নয়।
যার কারণে সেই দেশে যারা পড়াশোনা করতে আসে। তাদের ক্ষেত্রে আইইএলটিএস এর কোনো ধরনের বাধ্যবাধকতা প্রদান করেনা। আর এর ফলে আপনিও কোনো প্রকার বাধা ছাড়াই স্পেনে পড়াশোনা করতে পারবেন।
আইইএলটিএস (ielts) করা জরুরী কেন?
যখন আপনি ইংরেজি ভাষাভাষী মানুষের দেশে যাবেন। তখন আপনার ক্ষেত্রে বাধ্যতামূলক ielts করতে হবে। এর কারণ হলো, তারা সকল কাজ ইংরেজি ভাষায় করতে পছন্দ করে।
আর আপনি যদি তাদের দেশে গিয়ে তাদের ভাষা বুঝতে না পারেন। তাহলে কিন্তুু আপনাকেই বিপদে পড়তে হবে।
কারণ, ক্লাসের টিচার যখন ইংরেজি তে লেকচার দিবে। তখন যদি আপনি টিচারের কথা বুঝতে না পারেন। তাহলে আপনি তো কিছুই শিখতে পারবেন না।
মূলত আপনাদের ভালোর জন্যই ইংরেজি দেশ গুলোতে ielts বাধ্যতামূলক করা হয়েছে।
আরো পড়ুনঃ যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার উপায়
আপনার জন্য আমাদের কিছুকথা
Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষার জন্য কোন কোন দেশ গুলোতে যেতে পারবেন। আজকে সেই দেশের নাম গুলো উল্লেখ করা হয়েছে।
তো যদি আপনি বিদেশে উচ্চ শিক্ষা সম্পর্কিত আরো কিছু জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।