Ielts কোর্স কত দিনের?

How many days is the Ielts course?: বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে যাওযার জন্য আমাদের Ielts করার দরকার হয়। আর নির্দিষ্ট সময়ে কোর্স করে আপনাকে Ielts সম্পূর্ণ করতে হবে। মূলত সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, Ielts কোর্স কত দিনের হয়। আর আজকে আমি আপনাকে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো।

Ielts কোর্স কত দিনের?

স্বাভাবিক ভাবে কোনো একজন ব্যক্তির দক্ষতার উপর তার কোর্স সম্পূর্ণ হওয়া নির্ভর করবে। অর্থ্যাৎ আপনি যতো দ্রুততার সাথে ইংরেজি ভাষা রপ্ত করতে পারবেন। আপনার কোর্স ঠিক ততো কম সময়ের মধ্যে শেষ হবে। কিন্তুু যদি আপনার ইংরেজি শিখতে সময় লাগে। তাহলে আপনার কোর্সের সময়ও বৃদ্ধি পাবে।

আর বর্তমান সময়ে Ielts এর কোর্স গুলো সাধারনত ০১ মাস থেকে শুরু করে ০৬ মাস পর্যন্ত হয়। আর আপনি আপনার দক্ষতার উপর ভিত্তি করে উক্ত সময়ের মধ্যেই Ielts কোর্স শেষ করতে পারবেন।

আরো পুড়ুনঃ কানাডায় পিআর করতে ielts কত স্কোর লাগে?

Ielts Exam কত দিন পর পর হয়?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, Ielts Exam কত দিন পর পর হয়। তো এই বিষয়টি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

কেননা, বাংলাদেশে IELTS পরীক্ষার তারিখ গুলো পরীক্ষার এক (০১) মাস আগে প্রকাশ করা হয়। এছাড়াও IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার তারিখ এর দুই (০২) মাস আগে থেকে শুরু হয়।

আর জেনে রাখা ভালো যে, সারা বিশ্বে IELTS পরীক্ষা প্রতিদিন অনুষ্ঠিত হয়। তবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন, প্রতি মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের বুধবার এবং শনিবার IELTS পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আইইএলটিএস এর মেয়াদ কত দিন?

যখন আপনি আইইএলটিএস পরীক্ষা দিবেন তারপর থেকে পরবর্তী ০২ বছর পর্যন্ত সেই স্কোর ব্যবহার করতে পারবেন। আর সেই IELTS স্কোর এর মাধ্যমে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমন, শিক্ষা ও কাজ করার ভিসায় যেতে পারবেন।

কিন্তুু যখন আপনার IELTS স্কোর এর মেয়াদ শেষ হয়ে যাবে। তখন যদি আপনি তার মেয়াদ বাড়িয়ে নিতে চান। তাহলে আপনাকে পুনরায় IELTS পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আর পুনরায় পরীক্ষা দেয়ার জন্য আপনাকে আবার নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে।

আরো পড়ুনঃ Ielts ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নেওয়া যাবে?

আইইএলটিএস ভর্তি হতে কি কি লাগে?

আপনারা অনেকেই জানতে চান যে, আইইএলটিএস ভর্তি হতে কি কি লাগে। তো বর্তমান সময়ে IELTS ভর্তি হওয়ার জন্য খুব বেশি ডকুমেন্টস এর দরকার পড়েনা। তবে চলমান সময়ে আপনি যে গুলোর মাধ্যমে IELTS কোর্সে ভর্তি হতে পারবেন সেগুলো নিচের তালিকায় দেওয়া হলো। যেমন,

  1. আপনার বয়স সর্বনিন্ম ১৬ বছর হতে হবে।
  2. আপনাকে জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন / ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিতে হবে।
  3. IELTS কোর্স করার জন্য নির্ধারিত ভর্তি ফি দিতে হবে।
  4. আর আপনাকে সকল তথ্য ও ডকুমেন্টস দিয়ে IELTS রেজিষ্ট্রেশন করতে হবে।

 

আপনারা যারা বর্তমান সময়ে IELTS কোর্সে ভর্তি হতে চান। তাদের ভর্তি হওয়ার জন্য যা কিছু দরকার হবে। সেই তথ্য ও ডকুমেন্টস গুলোর নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

পাসপোর্ট ছাড়া কি Ielts দেওয়া যায়?

এই প্রশ্নটি অনেকেই করেন যে, পাসপোর্ট ছাড়া কি IELTS দেওয়া যাবে কিনা। তো যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে, তাহলে আপনি IELTS রেজিষ্ট্রেশন ই করতে পারবেন না। তাই যদি আপনি IELTS করতে চান, তাহলে আপনার নিকট অবশ্যই পাসপোর্ট থাকতে হবে।

আরো পড়ুনঃ Ielts করে বিদেশ যাওয়ার খরচ সম্পর্কে জানুন

আপনার জন্য আমাদের শেষকথা

IELTS কোর্স কত দিনের তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে যদি আপনি নিজের দক্ষতার ভিত্তিতে খুব দ্রুত ইংরেজি ভাষা শিখতে পারেন। তাহলে আপনি অনেক কম সময়ে IELTS কোর্স করতে পারবেন।

আর IELTS সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *