Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

Which countries in Europe can go without Ielts: ইউরোপ এর মধ্যে এমন অনেক দেশ আছে যে দেশ গুলোতে যাওয়ার জন্য বাধ্যতামূলক Ielts করতে হয়। আবার ইউরোপ এর এমন কিছু দেশ আছে, যে গুলো তে আপনি Ielts ছাড়াই যেতে পারবেন। আর Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশ গুলোতে যাওয়া যায় সে সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

আরো পড়ুনঃ আমেরিকা স্পাউস ভিসা কি? | কিভাবে Spouse Visa পাবেন?

Ielts কাকে বলে? | আইইএলটিএস কি?

আজকে আমরা ইউরোপ এর সেই দেশ গুলোর নাম সম্পর্কে জানবো যে দেশ গুলো তে আপনি Ielts ছাড়াই যেতে পারবেন। তবে তার আগে আমাদের Ielts কি সে সম্পর্কে স্বল্প আকারে ধারনা নেওয়া উচিত। যেন আপনি Ielts এর বিষয় টি সম্পর্কে পরিস্কার ভাবে বুঝতে পারেন।

তো Ielts এর পূর্ণরুপ হলো, International English Language Testing System. এটি হলো, ইংরেজি ভাষা দক্ষতা যাচাই করার উপযুক্ত একটি প্রক্রিয়া। মূলত এই পৃথিবীর যে সকল দেশের মাতৃভাষা ইংরেজি নয় তাদের ক্ষেত্রে এই ধরনের দক্ষতা যাচাই করার প্রয়োজন হয়। যার মাধ্যমে আপনি আপনার ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা কে যাচাই করে নিতে পারবেন এবং আর্ন্তজাতিক ভাবে স্বীকৃতি পাবেন।

সেই সাথে আপনার যে ইংরেজি ভাষায় কথা বলার মতো দক্ষতা আছে। সেই দক্ষতা কে Ielts এর মাধ্যমে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়। আর বর্তমান সময়ে ইউরোপ এর মধ্যে থাকা অনেক দেশে Ielts বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের জন্য Ielts এর প্রশিক্ষন পরিচালনা করার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান এর নাম হলো, ব্রিটিশ কাউন্সিল

আরো পড়ুনঃ সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় 

Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

আমরা উপরের আলোচনা থেকে Ielts (আইইএলটিএস) কি সে সম্পর্কে জানতে পারলাম। তবে এবার আপনাকে জানতে হবে যে, Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়। অর্থাৎ, আপনি Ielts ছাড়াই যে ইউরোপীয় দেশ গুলো তে যেতে পারবেন সেই দেশ গুলো হলো,

  1. রোমানিয়া (Romania)
  2. ক্রোয়েশিয়া (Croatia)
  3. বুলগেরিয়া (Bulgaria)
  4. সার্বিয়া (Serbia)
  5. পোল্যান্ড (Poland),
  6. ইতালি (Italy),
  7. হাঙ্গেরি (Hungary)
  8. পর্তুগাল (Portugal)
  9. ফ্রান্স (France)
  10. গ্রিস (Greece)
  11. মালটা (Malta)
  12. জার্মানি (Germany)
  13. বেলজিয়াম (Belgium)

দেখুন, উপরে আপনি যে ইউরোপ এর দেশ গুলোর নাম দেখতে পাচ্ছেন সেই দেশ গুলো তে যাওয়ার জন্য Ielts বাধ্যতামূলক নয়। তাই আপনারা যারা জানতে চান যে, ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় তারা উপরোক্ত দেশ গুলোতে যাওয়ার চেস্টা করবেন।

আরো পড়ুনঃ কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে জেনে নিন

কোন দেশে আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?

বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন অনেকের মনে আছে। তবে এই স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়ায় আইইএলটিএস। কারণ, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন আইইএলটিএস স্কোর এর দরকার হয়। তাই অনেকের মনে প্রশ্ন জাগে যে, কোন দেশে আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া যায়? -তো এবার আমি আপনার সাথে বেশ কিছু দেশের নাম বলবো, যে দেশ গুলো থেকে আপনি আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা নিতে পারবেন। সেগুলো হলো, 

ielts ছাড়া স্টুডেন্ট ভিসা

  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. পোল্যান্ড
  4. ইতালি
  5. বেলজিয়াম

উপরের তালিকায় মোট ৫ টি দেশের নাম শেয়ার করা হয়েছে। আর এই দেশ গুলোতে আপনি আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা নিতে পারবেন। এছাড়াও উপরোক্ত দেশ গুলোতে আইইএলটিএস ছাড়া স্কলারশিপ সুবিধা প্রদান করা হয়। 

আরো পড়ুনঃ রোমানিয়া স্টুডেন্ট ভিসা খরচ সম্পর্কে জেনে নিন

IELTS কেন দরকার হয়?

আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগতে পারে সেটি হলো, যদি IELTS  ছাড়ই ইউরোপ এর বিভিন্ন দেশে যাওয়া যায় তাহলে কেন আমরা Ielts করবো? আর এই Ielts এর প্রয়োজনীয়তা কি? -তো যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন….

Ielts হলো এক ধরনের অস্ত্রের মতো। যুদ্ধে যেমন অস্ত্র ছাড়া আপনি জয়লাভ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনার নিকট যদি Ielts থাকে তাহলে আপনি ইউরোপ এর দেশ গুলোতে যাওয়ার সময় ভিসা, স্কলারশীপ, চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন। মূলত এই কারন গুলোর জন্যই Ielts করার দরকার হয়ে থাকে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম 

Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় – FAQ

Q: Ielts কত নাম্বারে কত স্কোর?

A: আমরা সবাই জানি যে, আইইএলটিএস স্কোর ০ থেকে ৯ এর মধ্যে হয়। এখন আপনার আসলে কত আইইএলটিএস স্কোর হবে সেটি আপনার ইংরেজি ভাষা দক্ষতার উপর নির্ভর করবে।

Q: Ielts পরীক্ষা কত দিন পর পর হয়?

A: সাধারনত আইইএলটিএস পরীক্ষা কতদিন পর হবে সেটি আপনি ব্রিটিশ কাউন্সিল এর মূল ওয়েবসাইট থেকে আপডেট জানতে পারবেন।

Q: Ielts কি কি কাজে লাগে?

A: সচারচর যখন আপনি ইংরেজি ভাষাভাষী দেশ গুলোতে পড়াশোনা করতে যাবেন, তখন আপনার মধ্যে ইংরেজি ভাষায় কথা বলা ও বোঝার মতো দক্ষতা থাকতে হবে। আর একজন ব্যক্তির মধ্যে কতটুকু ইংরেজি ভাষার দক্ষতা আছে সেটি IELTS থেকে রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং এর মাধ্যমে মূল্যায়ন করা হয়।

আপনার জন্য কিছুকথা

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়। তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি, তারা তাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছেন।

আর আপনি যদি এই ধরনের ভিসা বা পাসপোর্ট রিলেটেড অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *