কানাডায় পিআর করতে ielts কত স্কোর লাগে?
What is the ielts score required to do PR in Canada?: আপনারা অনেকেই গুগলে সার্চ করেন যে, কানাডায় পিআর করতে ielts কত স্কোর লাগে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনার আসলে কত আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে। সেটা সম্পূূর্ণ ভাবে আপনার প্রোগ্রাম এর উপর নির্ভর করবে। কেননা, কানাডায় ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন IELTS স্কোর এর প্রয়োজন হয়।
যদিওবা আমি আমার গত আর্টিকেলে কানাডা যেতে কত আইইএলটিএস স্কোর লাগে তা নিয়ে বিস্তারিত বলেছি। কিন্তুু তারপর আজকে আমি কানাডা যাওয়ার আইইএলটিএস পয়েন্ট নিয়ে আরো কিছু তথ্য শেয়ার করবো।
কানাডায় পিআর করতে ielts কত স্কোর লাগে?
যদি আপনি আমাদের বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার চিন্তা করেন। তাহলে স্বাবাভিক ভাবে আপনার ৬.০০ পয়েন্ট আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে। আর যখন আপনার এই স্কোর থাকবে, তখন আপনি কানাডার বিভিন্ন প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
কিন্তুু এমন অনেক ধরনের প্রোগ্রাম আছে, যে গুলো তে আপনার সর্বনিন্ম আইইএলটিএস স্কোর এর পরিমান হতে হবে ৬.৫. এর পাশাপাশি কিছু কিছু প্রোগ্রাম আছে, যেখানে আপনার ৭.০০ বা ৭.৫ পয়েন্ট আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে।
আর আপনি যদি শুধুমাত্র পিআর করার জন্য আইইএলটিএস স্কোর সম্পর্কে জানতে চান। তাহলে আমি বলবো যে, বর্তমান সময়ে কানাডায় পিআর করতে মোট ৬.০০ থেকে ৬.৫ পয়েন্ট এর আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে।
Ielts কানাডা সর্বনিম্ন ব্যান্ড স্কোর কত?
যেহুতু আপনি উপরের আলোচনা থেকে কানাডায় পিআর করতে Ielts কত স্কোর লাগে সে সম্পর্কে জানতে পারলেন। সেহুতু এবার আপনাকে আরো একটি বিষয় জেনে নিতে হবে। সেটি হলো, Ielts কানাডা সর্বনিন্ম ব্যান্ড স্কোর কত।
আর বর্তমান সময়ে কানাডার মধ্যে সর্বনিন্ম আইইএলটিএস ব্যান্ড স্কোর এর পরিমান হলো, ৬.০০ পয়েন্ট। যার মাধ্যমে আপনি কানাডার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে স্ট্যাডি ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তুু শিক্ষা ভিসার ক্ষেত্রে আপনার আইইএলটিএস স্কোর এর পরিমান শিক্ষা প্রতিষ্ঠান এর উপর নির্ভর করবে।
Ielts সাধারণ পরীক্ষা পাস মার্ক কত?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, Ielts সাধারণ পরীক্ষা পাস মার্ক কত। আর যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখা ভালো যে, আইইএলটিএস পরীক্ষার জন্য কোনো পাস মার্ক বা ফেল মার্ক প্রদান করা হয়না।
বরং যখন আপনি Ielts পরীক্ষা দিবেন, তখন আপনাকে একটি স্কোর প্রদান করা হবে। আর সেই স্কোর এর উপর ভিত্তি করে আপনি বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য নিজের যোগ্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন।
সেক্ষেত্রে কোনো একটি দেশের নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে ৬.০০ আইইএলটিএস স্কোর নিয়েও যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আবার দেশ ভেদে আপনার এর থেকেও আরো বেশি স্কোর নিয়ে যোগ্য ব্যক্তির তালিকায় থাকতে হবে।
সাধারণ ielts কি কানাডায় স্টুডেন্ট ভিসার জন্য গ্রহণযোগ্য?
আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য কানাডা যেতে চান। তাদের ক্ষেত্রে আসলে মোট কত আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে। সেটি সম্পূর্ণ ভাবে আপনার চান্স পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবেন।
কেননা, কানাডার মধ্যে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। যেগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনার ৭.০০ থেকে ৭.৫ আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে। আবার এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে গুলোতে আপনি ৬.০০ থেকে ৬.৫ আইইএলটিএস স্কোর নিয়েও ভর্তি হতে পারবেন।
এগুলোর পাশাপাশি কানাডার মধ্যে আইইএলটিএস ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠাতে ভর্তি হওয়া যায়। তবে যদি আপনার আইইএলটিএস স্কোর ৬.০০ থেকে ৭.০০ থাকে। তাহলে আপনি কানাডার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।
পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা
অধিকাংশ ক্ষেত্রে কানাডায় প্রবেশ করার জন্য Ielts স্কোর এর প্রয়োজন হয়। আর কোন কোন প্রোগ্রামে কেমন আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হবে। সেগুলো নিয়ে আজকের আর্টিকেল বিস্তারিত বলা হয়েছে। আশা করি, আপনি আজকের আর্টিকেল থেকে অনেক উপকৃত হবেন।
আর এমন ধরনের উপকারী তথ্য গুলো বিনামূল্যে পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।