কুয়েতের মুদ্রার নাম কি?
Currency name in Kuwait: কুয়েত হলো এমন একটি রাষ্ট্র, যাকে বলা হয় তেলের খনি। আর কুয়েত নামক এই দেশে যে মুদ্রার প্রচলন আছে, তাকে বলা হয় দিনার। মূলত গোটা বিশ্বের মধ্যে কুয়েত এর মুদ্রা কে সবচেয়ে শক্তিশালী হিসেবে গন্য করা হয়।
তাই আজকের এই গুরুত্বপূর্ণ আটিকেল থেকে আমরা কুয়েতের মুদ্রার নাম কি সেটি সম্পর্কে জানার পাশাপাশি। কুয়েত সম্পর্কে এমন কিছু তথ্য জানবো, যে তথ্য গুলো এর আগে আপনার অজানা ছিলো। তো চলুন আর দেরি না করে, সরাসরি মূল আলোচনা তে যাওয়া যাক।
কুয়েত কি?
এশিয়া মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্রের নাম হলো, কুয়েত। এই দেশটির রাজধানীর নাম হলো, কুয়েত সিটি। কুয়েত নামক এই দেশটির গড় আয়তন হলো, ১৭,১১৮ বর্গ কিলোমিটার। আর এই স্বল্প আয়তনের দেশটি তে মোট জনসংখ্যার পরিমান হলো প্রায়, ৪৪ লক্ষ ৯ হাজার ১৪৪ জন। (২০১৭ সালের জরিপ অনুযায়ী)।
এই দেশের সরকারি ভাষার নাম হলো, আরবি। এবং কুয়েতের প্রধান ধর্ম হলো, ইসলাম। যুক্তরাজ্য থেকে কুয়েত ১৯৬১ সালের ১৯ জুন স্বাধীনতা লাভ করে। আর বর্তমানে কুয়েতে অর্ধগনতান্ত্রিক আমির তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
আরো পড়ুনঃ সৌদি আরবের মুদ্রার নাম কি?
কুয়েতের মুদ্রার নাম কি?
কুয়েত নামক এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের মুদ্রা ও ব্যাংক নোট এর প্রচলন রয়েছে। আর বর্তমান সময়ে কুয়েতি মুদ্রার নাম হলো, কুয়েতি দিনার। যাকে আরবি তে বলা হয়, دينار كويتي. এবং কুয়েতের মধ্যে যে কুয়েতি দিনার এর লেনদেন করা হয়, সেই ব্যাংক কোড হলো, KWD. এবং কুয়েতি মুদ্রার প্রতীক হিসেবে KD অথবা د.ك ব্যবহার করা হয়ে থাকে।
আরো পড়ুনঃ কানাডার মুদ্রার নাম কি?
কুয়েতে কি কি মুদ্রার প্রচলন রয়েছে?
আমরা যেমন আমাদের দেশের মুদ্রা কে কয়েন বলি। ঠিক তেমনিভাবে কুয়েতে ব্যবহার করা কয়েন কে ফিলস (fils) বলা হয়ে থাকে। আর বর্তমান সময়ে কুয়েতে যে সকল ফিলস এর প্রচলন আছে। সে গুলোর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,
- ৫ ফিলস
- ১০ ফিলস
- ২০ ফিলস
- ৫০ ফিলস
- ১০০ ফিলস
তো বর্তমান সময়ে কুয়েত এর মধ্যে যে মুদ্রা বা ফিলস এর প্রচলন রয়েছে। সেই মুদ্রা গুলোর তালিকা উপরে দেখতে পাচ্ছেন। তবে মুদ্রা ছাড়াও কুয়েত এর মধ্যে আরো বিভিন্ন ধরনের ব্যাংক নোট এর ব্যবহার রয়েছে। যেগুলো নিচের আলোচনা তে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
কুয়েতে কি কি ব্যাংক নোট এর প্রচলন রয়েছে?
কুয়েত নামক এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন রয়েছে। তবে মুদ্রার পাশাপাশি এই দেশে অনেক ধরনের ব্যাংক নোট ব্যবহার করা হয়ে থাকে। আর সেই ব্যাংক এর তালিকা টি নিচে প্রদান করা হলো। যেমন,
- ১⁄৪ কুয়েতি দিনার
- ১⁄২ কুয়েতি দিনার
- ১ কুয়েতি দিনার
- ৫ কুয়েতি দিনার
- ১০ কুয়েতি দিনার
- ২০ কুয়েতি দিনার
বর্তমান সময়ে কুয়েত এর মধ্যে যে সকল ব্যাংক নোট এর প্রচলন আছে। সেই ব্যাংক নোট এর তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। আর কুয়েত এর মধ্যে থাকা ব্যাংক নোট গুলো গোটা বিশ্বের মধ্যে শক্তিশালী নোট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
আরো পড়ুনঃ সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায় ২০২৩
১ কুয়েতি দিনার বাংলাদেশি কত টাকা?
উপরের আলোচনা থেকে আমরা কুয়েতের মুদ্রার নাম কি সে সম্পর্কে জানলাম। তো এবার আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো, ১ কুয়েতি দিনার বাংলাদেশের কত টাকা। তো যদিওবা কুয়েতের দিনার এর মূল্য সময়ভেদে কমবেশি হয়। কিন্তুু যখন আমি আমার এই আর্টিকেল টি লিখেছি, তখন ১ কুয়েতি দিনার এর মূল্য ছিলো বাংলাদেশের ৩৪৩.৪০ টাকার সমান।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কুয়েতি মুদ্রা নিয়ে আমাদের শেষকথা
আজকের এই গুরুত্বপূর্ন আর্টিকেল এর মাধ্যমে আমরা কুয়েতি মুদ্রার নাম কি সে সম্পর্কে জানলাম। তো আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলো শেয়ার করার চেস্টা করি। আর আপনি যদি এই অজানা তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের Learning Boss ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, এতক্ষন থেকে আমাদের সাথে থাকার জন্য।