কানাডার মুদ্রার নাম কি?
Currency name in Canada: উত্তর আমেরিকা তে মোট ১০ টি প্রদেশ এবং মোট ০৩ টি অঞ্চল নিয়ে গঠিত রাষ্ট্রকে বলা হয়, কানাডা। আর এই বৃহত্তম রাষ্ট্র কানাডার মুদ্রার নাম হলো, ডলার। যাকে ($) চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এবং কানাডার মানুষেরা তাদের মুদ্রা কে সংক্ষেপে CAD বলে থাকে।
কানাডা কি?
এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রের নাম হলো, কানাডা। কেননা, এই দেশটি মোট ১০ টি প্রদেশ ও ০৩ টি অঞ্চল এর সম্বনয়ে গঠিত। আর বৃহত্তম এই রাষ্ট্রটি উত্তর আমেরিকার উত্তর অংশের মধ্যে অবস্থিত। যার সীমারেখা আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত।
আর কানাডার রাজধানীর নাম হলো, অটোয়া। তবে অটোয়া কানাডার রাজধানী হওয়ার পরেও। টরন্টো কানাডার বৃহত্তম নগরী পরিচিতি লাভ করতে পেরেছে। বর্তমান সময়ে কানাডার মোট আয়তন হলো, ৯৯,৮৪,৬৭০ কিলোমিটার। এবং ২০২১ সালের গননা অনুযায়ী কানাডার মোট জনসংখ্যার পরিমান হলো, ৩,৮৪,৩৬,৪৪৭ কোটি।
আরো পড়ুনঃ আমেরিকার মুদ্রার নাম কি?
কানাডার মুদ্রার নাম কি?
উপরের আলোচনা থেকে আমরা কানাডা সম্পর্কে স্বল্প আকারে জানতে পারলাম। তো এবার আমাদের জেনে নিতে হবে যে, কানাডার মুদ্রার নাম কি। তো কানাডার মুদ্রার নাম হলো, ডলার। এবং কানাডার মতো বৃহত্তম রাষ্ট্রে মুদ্রা এবং নোট দুটোই ব্যবহার করা হয়। কানাডার মুদ্রার প্রতীক হিসেবে ($) চিহ্ন ব্যবহার করা হয়।
তবে কানাডা তে ডলার এর চিহ্ন হিসেবে ($) ব্যবহার করা হলেও। এই দেশে তাদের মুদ্রাকে আরো অনেক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন, C$, Can$, CDN$, CA$ ইত্যাদি। আর এই দেশে যখন সরকার বা আন্তর্জাতিক অর্থ তহবিলের কাজ করা হয়। তখন কানাডিয়ান ডলার কে অধিক সময় C$ এর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। এর পাশাপাশি বর্ণবিশিষ্ট কোড হিসেবে CAD ব্যবহার করা হয়। মূলত এটি হলো, কানাডার আইএসও মুদ্রা কোড।
আরো পড়ুনঃ কানাডার অঙ্গরাজ্য কয়টি জেনে রাখুন
বর্তমানে কানাডাতে মোট কয়টি মুদ্রার প্রচলন আছে?
যদি আপনি কানাডার মুদ্রার প্রকারভেদ এর দিকে লক্ষ্যে করেন। তাহলে দেখতে পারবেন যে, বর্তমান সময়ে কানাডা তে আনুষ্ঠানিক ভাবে বেশ কয়েক ধরনের ব্যাংক নোট ব্যবহার করা হয়। আর সেই ব্যাংক নোট গুলো হলো,
- 5 CAD
- 10 CAD
- 20 CAD
- 50 CAD
- 100 CAD
উপরের তালিকা তে আপনি কানাডা তে যে সকল ব্যাংক নোট এর প্রচলন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তবে কানাডার মতো দেশে শুধুমাত্র ব্যাংক নোট নয়, বরং এই দেশে বিভিন্ন ধরনের মুদ্রার ব্যবহার করা হয়ে থাকে। আর সেগুলো হলো,
- 5 Cent
- 10 Cent
- 25 Cent
- 50 Cent
- 1 CAD
- 2 CAD
বিভিন্ন সময় আমাদের কানাডাতে কত প্রকারের নোট ও মুদ্রার প্রচলন রয়েছে, সে সম্পর্কে জানার দরকার হয়। তাই উপরে আমি বর্তমান সময়ে কানাডাতে ব্যবহৃত হওয়া সকল প্রকারের নোট ও মুদ্রার নাম উল্লেখ করে দিয়েছি।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডার ১ ডলার বাংলাদেশি কত টাকা?
যেহুতু উপরের আলোচনা তে আমরা কানাডার মুদ্রা সম্পর্কে বিভিন্ন বিষয় জানলাম। সেহুতু এবার আমাদের জানতে হবে যে, কানাডার ১ ডলার বাংলাদেশি কত টাকা। আর আপনি তো বেশ ভালো করেই জানবেন যে, বাংলাদেশি টাকার মানের তুলনায় ডলার এর মান অনেক বেশি হয়।
তো বর্তমান সময়ের হিসেব অনুযায়ী, কানাডার ১ ডলার সমান বাংলাদেশি ৭৯.১১ টাকা। অর্থ্যাৎ, আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে ৭৯.১১ টাকা প্রদান করেন। তাহলে আপনি কানাডাতে মাত্র ১ ডলার পাবেন।
তবে এখানে একটা কথা বলে রাখা উচিত। সেটি হলো, ডলার এর রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাই আপনি যদি সঠিক ডলার এর রেট জানতে চান। তাহলে আপনাকে আজকের কানাডার ডলার রেট জানতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত?
কানাডার মুদ্রার নাম নিয়ে আমাদের শেষকথা
আপনারা যারা কানাডার মুদ্রার নাম কি সে সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের কে সঠিক তথ্য টি দেওয়ার জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। আশা করি, আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর জানতে পেরেছেন। আর যদি আপনি বিভিন্ন দেশের মুদ্রার নাম সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।