সৌদি আরবের মুদ্রার নাম কি?

Currency name in Saudi Arabia:বর্তমান বিশ্বের ধনী দেশ গুলোর তালিকায় রয়েছে সৌদি আরবের নাম। এছাড়াও সৌদি আরব হলো এশিয়ার আরব দেশ গুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ। এবং গোটা বিশ্বের মধ্যে দ্বাদশতম বৃহত্তম দেশ। যে দেশটি শরীয়া আইন (ইসলামিক আইন) এর মাধ্যমে পরিচালনা করা হয়। এবং সৌদি আরবের মুদ্রার নাম হলো, রিয়াল (Saudi Riyal).

সৌদি আরবের মুদ্রার নাম কি?

বর্তমান সময়ে সৌদি আরবের মুদ্রার নাম হলো, সৌদি রিয়াল। যার ইংরেজি অর্থ হলো, Saudi Riyal. এছাড়াও সৌদি মুদ্রার নির্দিষ্ট একটি প্রতীক রয়েছে। সেই প্রতীক টি হলো, ﷼‎. এবং সৌদি আরবের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য যে সকল ব্যাংক রয়েছে। সেই ব্যাংক গুলো তে আর্থিক লেনদেন করার জন্য যে ব্যাংক কোড ব্যবহার করা হয়। সেই ব্যাংক কোড হলো, SAR.

আরো পড়ুনঃ কানাডার মুদ্রার নাম কি?

সৌদি আরবে কি কি মুদ্রার প্রচলন রয়েছে?

পৃথিবীর ধনী দেশ সৌদি আরবে এমন অনেক ধরনের মুদ্রার প্রচলন রয়েছে। তবে বর্তমান সময়ে সৌদি আরবে যে সকল মুদ্রা ব্যবহার করা হয়। সেই মুদ্রা গুলো কে সৌদি আরবের ভাষায় বলা হয়, হালালা। আ্রর এবার আমি আপনাকে সেই সৌদি হালালা বা সৌদি আরবের মুদ্রা গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো। যেমন,

  1. ৫ হালালা
  2. ১০ হালালা
  3. ২৫ হালালা
  4. ৫০ হালালা
  5. ১০০ হালালা

তো আমাদের বাংলাদেশ এর মধ্যে যে সকল মুদ্রা কে কয়েন বলা হয়। সৌদি আরবে সেই মুদ্রা কে বলা হয়, হালালা। আর আজকের দিনে সৌদি আরবে যে সকল হালালা এর প্রচলন রয়েছে। সেগুলো আপনি উপরের তালিকা তে দেখতে পাচ্ছেন।

আরো পড়ুনঃ আমেরিকার মুদ্রার নাম কি?

সৌদি আরবে কি কি ব্যাংক নোটের প্রচলন আছে?

বিভিন্ন ধরনের কয়েন (হালালা) এর প্রচলন থাকার পাশাপাশি, সৌদি আরবে আরো অনেক ধরনের ব্যাংক নোটের ব্যবহার করা হয়। এবং সেই ব্যাংক নোট গুলোর ব্যাংক কোড হলো, SAR. তো বর্তমান সময়ে সৌদি আরবে যে সকল ব্যাংক নোট এর প্রচলন রয়েছে। সে গুলো নিচের তালিকা তে উল্লেখ করা হলো। যেমন,

  1. ১ রিয়াল
  2. ৫ রিয়াল
  3. ১০ রিয়াল
  4. ৫০ রিয়াল
  5. ৫০ রিয়াল
  6. ১০০ রিয়াল
  7. ৫০০ রিয়াল

বর্তমান সময়ে সৌদি আরবের মতো ধনী দেশে কি কি ব্যাংক নোট এর প্রচলন আছে। সেই ব্যাংক নোট গুলোর তালিকা উপরে উল্লেখ করা হলো। যে ব্যাংক নোট গুলো কে বলা হয়, সৌদি রিয়াল।

আরো পড়ুনঃ সৌদি আরবের আয়তন কত?

সৌদি ১ রিয়াল বাংলাদেশি কত টাকা?

উপরের আলোচনা থেকে আমরা সৌদি আরবের মুদ্রার নাম কি সেটি জানতে পারলাম। তবে এবার আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটি হলো, সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশি কত টাকা হয়।

তো সৌদি আরবের ১ রিয়াল সমান আমাদের বাংলাদেশের ২৮.০৯ টাকার সমান। যদিওবা ডলারের রেট এর মতো সৌদি রিয়ালের মূল্যও কমবেশি হয়। তবে বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশি ২৮.০৯ টাকায় ১ সৌদি রিয়াল হয়। আর সেই দিক থেকে বিবেচনা করলে, সৌদি আরবের ১০ রিয়াল সমান বাংলাদেশের ২৮০.৮৬ টাকা। এবং সৌদি আরবের ১০০ রিয়াল সমান বাংলাদেশি ২৮০৮.৫৮ টাকা।

আরো পড়ুনঃ Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

কখন টাকা পাঠালে সৌদি রিয়াল রেট এর দাম বেশি পাওয়া যায়?

আমাদের বাংলাদেশ থেকে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত সৌদি আরবে প্রবাস জীবন পার করছেন। তো আপনিও যদি সেই মানুষ গুলোর তালিকায় থাকেন। তাহলে অবশ্যই আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকবে। আর সেই প্রশ্নটি হলো, কখন টাকা পাঠালে সৌদি রিয়াল রেট এর দাম বেশি পাওয়া যায়।

তো সহজ কথায় বলতে গেলে, আপনি হয়তবা খুব ভালো করেই জানবেন যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে। ঠিক সেই সময়ে সৌদি আরবের রিয়াল এর রেট অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আর উক্ত সময়ে যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেন। তাহলে আপনি অনেক বেশি রেট পাবেন।

আরো পড়ুনঃ সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩

আমাদের শেষকথা

যদি আপনি সৌদি আরবের মুদ্রার নাম কি সেটি জানতে চান। তাহলে আজকের লেখা এই আর্টিকেল টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কেননা, আজকে আমি আপনাকে পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছি যে, সৌদি আরবের মুদ্রার নাম কি। তো যদি আপনি সৌদি আরব সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *