কুয়েতের রাজধানীর নাম কি?
Capital name in Kuwait: এশিয়া মহাদেশ এর মধ্যে অবস্থিত রাজতন্ত্র সরকার পরিচালিত রাষ্টের নাম হলো, কুয়েত। আর কুয়েতের রাজধানীর নাম হলো, কুয়েত সিটি। যে শহর টি হলো, কুয়েত এর মধ্যে বৃহত্তম একটি নগরী। এবং কুয়েত এর মধ্যে থাকা অন্যান্য শহরের তুলনায় কুয়েত সিটি তে অধিক মানুষ এর জনবসতি রয়েছে। আর আজকের আলোচনা তে আমরা কুয়েত নামক এই দেশটি সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে নিবো।
কুয়েতের রাজধানীর নাম কি?
পৃথিবীর অন্যান্য দেশের মতো কুয়েত এর একটি রাজধানী আছে। আর বর্তমান সময়ে কুয়েত এর রাজধানীর নাম হলো, কুয়েত সিটি বা কুয়েত শহর। এবং এই কুয়েত এর রাজধানী শহরটি মূলত পারস্য উপসাগর এর তীরে কুয়েত এর প্রাণকেন্দ্রে অবস্থান করে আছে। এছাড়াও এই শহরের মধ্যেই রয়েছে কুয়েত এর জাতীয় পরিষদ।
তবে কুয়েত সিটি তে শুধুমাত্র জাতীয় পরিষদ নয়। বরং এই রাজধানী শহরে কুয়েত এর অধিকাংশ সরকারি দপ্তর এর অবস্থান রয়েছে। যেমন, কর্পোরেশন এর দফতর, ব্যাংক এর দফতর, রাজনৈতিক, সাংস্কৃতিক সহো মূল দফতর গুলো এই কুয়েত সিটি নামক রাজধানী শহরে অবস্থিত রয়েছে।
আরো পড়ুনঃ কুয়েতের মুদ্রার নাম কি?
কুয়েত কোন কোন দেশের উপনিবেশ ছিলো?
বর্তমান সময়ে আমরা যে আধুনিক কুয়েত নামক রাষ্ট্রকে দেখতে পাই। সেই আধুনিক কুয়েত এর যাত্রা শুরু হয়েছিলো, ১৬১৩ থেকে ১৭১৬ সাল পর্যন্ত। কিন্তুু এর আগে কুয়েত পর্তুগীজদের দখলে ছিলো। তবে আপনি যদি কুয়েত এর অতীত ইতিহাস দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, কুয়েত এর মাটিতে সর্ব প্রথম মানব সভ্যতার প্রমাণ পাওয়া গেছিলো ৮,০০০ খ্রিষ্টপূর্বে।
আরো পড়ুনঃ সৌদি আরবের মুদ্রার নাম কি?
কুয়েত কি জন্য বিখ্যাত?
ছোট্ট আয়তনের শহর কুয়েত এর যে জাতীয় অর্থনীতি রয়েছে। সেই অর্থনীতি সম্পূর্ন ভাবে পেট্রোলিয়াম এর উপর নির্ভরশীল। আর আমি শুরুতেই আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, কুয়েত এর মধ্যে যে দিনার রয়েছে। সেই কুয়েতি দিনার গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ মূল্যবান একক হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়াও বিশ্বব্যাংক এর জরিপ থেকে জানা যায়। কুয়েতের মধ্যে থাকা মোট জনসংখ্যার মাথাপিছু আয় এর দিক থেকে। কুয়েত হলো গোটা বিশ্বের মধ্যে চতুর্থতম ধনী একটি দেশ। তবে পেট্রোলিয়াম ছাড়াও কুয়েত আরো কিছু শিল্পের জন্য আজ বিশ্ববিখ্যাত। যেমন,
- পেট্রোক্যামিক্যালস
- সিমেন্ট
- জাহাজ নির্মাণ
- জাহাজ মেরামত
- ডেসালিনেশন
- নির্মাণ সামগ্রী
- খাদ্য প্রক্রিয়াকরণ
- পেট্রোলিয়াম
তো বর্তমান সময়ে কুয়েত যে সকল ক্ষেত্রে খ্যাতি অর্জন করতে পেরেছে। সেই ক্ষেত্র গুলোর তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। এবং এই ক্ষেত্র গুলোর মাধ্যমে কুয়েত এর অর্থনীতি আরো বেশি প্রসিদ্ধ হচ্ছে।
আরো পড়ুনঃ কানাডার মুদ্রার নাম কি?
কুয়েতের পুরাতন নাম কি ছিলো?
দেখুন, আমরা উপরের আলোচনা থেকে জানতে পেরেছি যে, কুয়েতে অনেক প্রাচীনকাল থেকে মানব সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। কেননা, প্রাচীন ইতিহাস এর তথ্যমতে প্রায় ৮,০০০ খ্রিষ্টপূর্বে কুয়েত এর মধ্যে মানব সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। আর সে কারণে এটা সহজেই অনুমান করা যায় যে, বর্তমান সময়ে আমরা যাকে কুয়েত বলে চিনি। অতিতে এই কুয়েত নামক রাষ্ট্রটির আলাদা নাম ছিলো।
আর সেই প্রাচীন ইতিহাস এর তথ্যমতে প্রায় ২২৪ খ্রিষ্টাব্দে কুয়েত সাসানিদ নামক একটি সম্রাজ্য ছিলো। এবং সেই সময় আজকের দিনের কুয়েত এর পুরাতন নাম ছিলো, ”মেশান”। এবং পরবর্তীতে কালের বিবর্তনে কুয়েত নামের এই রাষ্ট্রের সূচনা হয়।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কুয়েত কি আধুনিক দেশ?
আপনারা অনেকেই জানতে চান যে, কুয়েত কি আধুনিক দেশ কিনা। তো যারা এই বিষয়টি জানতে চান, তারা কিছু বিষয় জেনে রাখুন। সময় পরিবর্তনের সাথে সাথে কুয়েত নামক ছোট্ট দুর্গটি একটি আধুনিক শহরে পরিনত হয়েছে।
কেননা, কুয়েতে রয়েছে প্রাকৃতিক সম্পদের উৎস। আর সেই সম্পদ কে কাজে লাগিয়ে এই শহরে গড়ে উঠেছে আকাশচুম্বি সব বহুতল ভবন। এবং আপনি যদি গোটা বিশ্বের নগরায়িত শহরের তালিকা করেন। তাহলে সেই তালিকা তে অবশ্যই কুয়েত এর নাম সবার প্রথম সারিতে রাখতে হবে।
আরো পড়ুনঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
কুয়েত নিয়ে আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকের এই গুরুত্বপূর্ন আর্টিকেলে আমরা কুয়েতের রাজধানী কি সেটি জানতে পেরেছি। এছাড়াও আজকে কুয়েত দেশটি নিয়ে এমন কিছু অজানা তথ্য জেনেছি। যে তথ্য গুলো এর আগে আপনার অজানা ছিলো।
তো আমরা প্রতিনিয়ত এই ধরনের অজানা তথ্য সহজ ভাষায় শেয়ার করার চেষ্টা করি। যদি আপনি সে গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আপনি আপনার অবসর সময় গুলো তে আমাদের Learning Boss ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।