কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার?

What is the area of Qatar in square kilometers?: বর্তমান সময়ে কাতারের মোট আয়তন হলো,  ১১,৪৩৭ বর্গ কিলোমিটার। আর কাতার নামক এই দেশটি পারস্য উপসাগর এর উত্তর দিকে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। কাতার একটি মুসলিম প্রধান দেশ। যার রাজধানীর নাম হলো, দোহা। আর মোট জনসংখ্যার দিক থেকে এখন কাতারে নারীদের চেয়ে পুরুষ এর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার?

আমরা সকলেই জানি যে, কাতার হলো পারস্য উপসাগর এর একটি দেশ। আর কাতারের অবস্থান হলো আরব নামক উপদ্বীপ এর পূর্ব উপকুল থেকে শুরু করে, সোজা উত্তর দিকের কাতার উপদ্বীপে অবস্থিত। যার মোট আয়তন হলো প্রায় ১১,৪৩৭ বর্গ কিলোমিটার। এবং এই আয়তন কে যদি আমরা মাইল হিসেবে ধরি। তাহলে কাতারের মোট আয়তন হবে প্রায়, ৪,৪১৬ বর্গ মাইল।

আরো পড়ুনঃ কাতারের জনসংখ্যা কত?

কাতারে এত পুরুষ কেন?

কাতার নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কাতারে এত পুরুষ কেন। আর এমন প্রশ্ন জাগা স্বাভাবিক একটি বিষয়। এর কারণ হলো, বর্তমান সময় অনুযায়ী কাতার এর মোট জনসংখ্যা প্রায় ২৮ লাখ অতিক্রম করেছে। তার মধ্যে প্রায় ১০ লক্ষেরও কম মহিলা মানুষ কাতারে রয়েছে।

আর সে কারণেই মূলত অনেকেই জানতে চায় যে, কাতারে এত পুরুষ কেন। তো এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আর সেই বিষয় গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,

  1. কাতারে অধিকাংশ মানুষ বাইরের দেশ থেকে আসে। এখানে মাত্র ১৪% মানুষ আছেন, যারা মূলত কাতারের স্থায়ী নাগরিক। 
  2. এই দেশটিতে অধিক অভিবাসী থাকার কারণে। বাইরের দেশ থেকে শুধুমাত্র তরুন যুবকদের সংখ্যা বেশি। 
  3. যেহুতু বাইরের দেশ থেকে আসা মানুষরা কাজ করার উদ্দেশ্যে কাতারে যায়। সেহুতু কাতারে অন্যান্য দেশ থেকে খুব কম পরিমান মহিলা কাজের উদ্দেশ্যে যায়।

তো বর্তমান সময় অনুযায়ী কাতার এর মধ্যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি হওয়ার যে সকল কারণ আছে। সেই কারন গুলো উপরে উল্লেখ করা হয়েছে। আর আশা করি, এখন আপনিও বুঝতে পেরেছেন যে, কাতারে এত পুরুষ কেন।

আরো পড়ুনঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?

কাতার একটি দেশ নাকি একটি শহর?

আয়তনের দিক থেকে কাতার অনেক ছোট একটি দেশ। যার ফলে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে। সেটি হলো, কাতার একটি দেশ নাকি একটি শহর। তো যাদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খায়, তাদের বলে রাখি কাতার হলো একটি স্বাধীন রাষ্ট্র। আর এই রাষ্ট্রটি ১৯৭১ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করেছিলো। আর বর্তমান সময়ে কাতার এতোটাই আধুনিক হতে পেরেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায় ২০২৩

কাতারের মোট শহর কয়টি?

উপরের আলোচনা থেকে আমরা কাতার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। এবং সেখানে আমি একটা কথা বলেছি। সেটি হলো, কাতার আয়তনের দিক থেকে খুব ছোট্ট একটি দেশ। তো ছোট্ট ভুখন্ডের মধ্যে আছে প্রায় ৮৯ টির মতো শহর। আর উক্ত শহর গুলো এতোটাই উন্নত যে, বিশ্বের নামদামী শহর গুলোর তালিকায়। কাতারের এই শহর গুলো নিজের স্থান দখল করতে পেরেছে।

আরো পড়ুনঃ সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৩

কাতারের রাজধানীর নাম কি?

এতক্ষন থেকে কাতার সম্পর্কে এতকিছু জানলেন। অথচ কাতার এর রাজধানীর নাম জানবেন না, তা কি করে হয়। তো কাতার এর রাজধানীর নাম হলো, দোহা। আর এই দোহা নামক শহরটি কাতার এর পূর্ব দিকে অবস্থিত। আর অবাক করার মতো বিষয় হলো, বর্তমান সময়ে কাতারের রাজধানী দোহা তে প্রায় ৬ লক্ষ এরও বেশি মানুষের বসবাস রয়েছে।

আরো পড়ুনঃ Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

আপনার জন্য কিছুকথা

কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার সে বিষয়ে সঠিক তথ্যটি আজকে শেয়ার করা হয়েছে। তো আশা করি, এখন থেকে আপনিও জানতে পারলেন যে, কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার। আর যদি আপনি আমাদের ওয়েবসাইট থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার অবসর সময়ে ভিজিট করবেন আমাদের Learning Boss ওয়েবসাইটে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *