স্পন্সর ভিসা কাকে বলে? | Sponsor Visa BD
What is Sponsored Visa: যখন আমরা নির্দিষ্ট কোনো দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করি তখন আমরা বিশেষ একটি ভিসার নাম জানতে পাই। আর সেটি হলো, স্পন্সর ভিসা। তো সেই সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে, এই স্পন্সর ভিসা কাকে বলে? তো আপনিও যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে আপনি একবারে সঠিক জায়গাতে চলে এসেছেন। কেননা, এবার আমি আপনাকে স্পন্সর ভিসা কাকে বলে, সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দিবো।
স্পন্সর ভিসা কাকে বলে?
যখন একটি দেশের নির্দিষ্ট কোনো কোম্পানি ভিন্ন কোনো দেশ থেকে তাদের কোম্পানি তে কর্মী নিয়োগ দেয়। আর সেই কর্মীকে নিয়োগ দেওয়ার পর তাদের বসবাস করার ব্যবস্থা করে তখন সেই কোম্পানি থেকে যে ভিসা আবেদন করা হয় তাকে বলে, স্পন্সর ভিসা।
মনে করুন, আপনি বাংলাদেশের একজন নাগরিক। এখন আমেরিকা থেকে কোনো একটি কোম্পানি আপনাকে তাদের কোম্পানি তে কাজ করার সুযোগ করে দিলো এর পাশাপাশি সেখানে আপনার থাকার ব্যবস্থা করে দিলো।
তখন এই ভিসাকে বলা হবে, আমেরিকান স্পন্সর ভিসা। তবে উদারহন হিসেবে শুধু আমেরিকার কথা বলা হলেও বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসা কার্যক্রম চলমান রয়েছে।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
স্পন্সর ভিসা কত প্রকার ও কি কি?
Sponsor visa types: সত্যি বলতে স্পন্সর ভিসার কোনো প্রকারভেদ হয়না। তবে কাজের ক্ষেত্রে এই স্পন্সর ভিসাকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। আর সেগুলো নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,
- কর্মী স্পন্সর ভিসাঃ যখন বিদেশ কোনো কোম্পানি থেকে আপনাকে স্পন্সর ভিসা দিবে। তখন তাকে বলা হবে, কর্মী স্পন্সর ভিসা।
- ছাত্র স্পন্সর ভিসাঃ যদি বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে তাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য ভিসা প্রদান করে। তখন তাকে বলা হবে, ছাত্র স্পন্সর ভিসা।
- পারিবারিক স্পন্সর ভিসাঃ বিদেশে যদি আপনার পরিবারের লোকজন স্থায়ী ভাবে বসবাস করে। আর তারা যদি আপনাকেও তাদের সাথে বসবাস করার জন্য ভিসা প্রদান করে। তখন তাকে বলা হবে, পারিবারিক স্পন্সর ভিসা।
তো উপরের তালিকা তে আপনি কাজের উপর ভিত্তি করে বেশ কিছু স্পন্সর ভিসার নাম দেখতে পাচ্ছেন।
আরো পড়ুনঃ সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি?
কিভাবে স্পন্সর ভিসা পাওয়া যায়?
How to Get Sponsored Visa: দেখুন, যখন আপনি অন্যান্য ভিসার মাধ্যমে আপনার কাঙ্খিত দেশে যেতে চাইবেন তখন আপনাকে সেই ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তুু যদি আপনি স্পন্সর ভিসায় অন্য কোনো দেশে যেতে চান তাহলে আপনি আবেদন করার কোনো সুযোগ পাবেন না।
কেননা, এই ধরনের ভিসার জন্য আপনাকে অন্য আরেকটি দেশ থেকে অফার করা হবে। তারপর আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দিবেন এরপর আপনার ভিসার কাজ প্রসেসিং হবে।
যেমন ধরুন, আপনি বিদেশের কোনো একটি কোম্পানি তে কাজ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তে এপ্লাই করলেন। এখন সেই কোম্পানি থেকে যখন আপনাকে নিয়োগ প্রদান করা হবে তখন তাদের দেশ থেকে আপনার হয়ে উক্ত কোম্পানি ভিসার আবেদন করবে।
আর যখন কোম্পানি থেকে ভিসার আবেদন করা হবে তখন আপনাকে শুধু আপনার প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস প্রদান করতে হবে। এরপর যা করার আপনার নিয়োগকারী কোম্পানি থেকে করা হবে।
আরো পড়ুনঃ ভিসা এর বহুবচন কি? | ভিসা কি | ভিসা বলতে কি বোঝায়?
স্পন্সর ভিসার জন্য কি টাকা দিতে হয়?
সবক্ষেত্রে স্পন্সর ভিসার জন্য টাকা দেওয়ার প্রয়োজন হয়না। কেননা, এমন অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা আপনাকে নিয়োগ দেওয়ার পর, আপনার ভিসার যাবতীয় খরচ তাদের কোম্পানি থেকে বহন করবে। এছাড়াও এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনার বিমান ভাড়াও দিয়ে দিবে।
তবে কিছু কিছু নিয়োগকারী প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র আপনার জন্য ভিসার স্পন্সর করবে। আর এরপর ভিসার জন্য যত খরচ করার দরকার হবে। সেগুলোর সব আপনাকে বহন করতে হবে।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
স্পন্সর ভিসা – FAQ
Q: সিজনাল ভিসা কি?
A: যখন একটি দেশে খুব স্বল্প সময়ের জন্য অন্য দেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়, তখন যে ভিসা প্রদান করা হয় তাকে সিজনাল ভিসা বলে।
Q: এগ্রিকালচার ভিসা কি?
A: বিদেশে যখন কৃষিকাজ করার জন্য ভিসা দেওয়া হয়, তখন আমরা তাকে এগ্রিকালচার ভিসা বলি।
Q: নন সিজনাল ভিসা কি?
A: যখন কোনো ভিসার মাধ্যমে ভিন্ন দেশ থেকে দীর্ঘ মেয়াদি সময়ের জন্য কর্মী নিয়োগ দেওয়া হয়। তখন তাকে নন-সিজনাল ভিসা বলা হয়।
আপনার জন্য কিছুকথা
যারা আসলে স্পন্সর ভিসা কাকে বলে সে সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকের লেখা আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে। কেননা, স্পন্সর ভিসা কাকে বলে, আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো যদি আপনি ভিসা সম্পর্কিত এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।