মাল্টিপল ভিসা মানে কি?
What does multiple visa mean: সহজ কথায় বলতে গেলে, মাল্টিপল ভিসা হলো এমন এক ধরনের ভিসা। যার মেয়াদ থাককালীন আপনি সেই দেশে একবাধিকবার প্রবেশ করতে পারবেন। যেমন ধরুন, আপনার নিকট কোনো একটি দেশে ৯০ দিনের ভ্রমন ভিসা আছে। সেক্ষেত্রে যদি আপনার ভিসা টি মাল্টিপল হয় তাহলে আপনি ৯০ দিনের মধ্যে একাধিকবার সেই দেশে প্রবেশ করতে পারবেন। আবার আপনি চাইলে সেই দেশ ত্যাগ করতে পারবেন। মূলত এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ভিসা কে বলা হয়, মাল্টিপল ভিসা।
মাল্টিপল ভিসা মানে কি? | মাল্টিপল ভিসা কি?
Multiple visa means: কোনো একজন ব্যাক্তির নিকট যখন কোনো দেশের মাল্টিপল ভিসা থাকবে। তখন তার ভিসার মেয়াদ থাকা পর্যন্ত সেই ব্যক্তি একাধিকবার নির্দিষ্ট একটি দেশে প্রবেশ করতে পারবে। এর পাশাপাশি সেই ব্যক্তি একাধিক বার সেই দেশ ত্যাগ করতে পারবে।
মনে করুন আপনার নিকট নেদারল্যান্ডের মাল্টিপল ভিসা আছে। এখন আপনার ভিসার মেয়াদ যদি ১৮০ দিনের হয়, তাহলে আপনি এই মেয়াদ থাকা পর্যন্ত নেদারল্যান্ডে একাধিকবার প্রবেশ করতে পারবেন এবং একাধিকবার নেদারল্যান্ডস ত্যাগ করতে পারবেন। আর যেসব ভিসায় একাধিকবার একটি দেশে প্রবেশ ও ত্যাগ করার সুযোগ থাকে। তাকে বলা হয় মাল্টিপল ভিসা।
সিঙ্গেল এন্ট্রি ভিসা ও মাল্টিপল এন্ট্রি ভিসার মধ্যে পার্থক্য কি?
Difference between single entry visa and multiple entry visa: যদিওবা উপরের আলোচনায় আমি আপনাকে মাল্টিপল ভিসা কাকে বলে সে সম্পর্কে বলেছি। তবুও এবার আমি আপনাকে ভিন্ন একটি বিষয়ে ধারনা দিবো। সেটি হলো, আমরা অনেকেই মনে করি যে, সিঙ্গেল এন্ট্রি ভিসা ও মাল্টিপল এন্ট্রি ভিসা একই।
তো যারা আসলে এমনটা মনে করেন। তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কেননা, এই দুই ধরনের ভিসার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। যেমন, নির্দিষ্ট মেয়াদ থাকা অবস্থায় যখন একটি দেশে একাধিকবার প্রবেশ করা যায় তখন সেই ভিসা কে বলা হয়, মাল্টিপল এন্ট্রি ভিসা।
কিন্তুু যখন নির্দিষ্ট মেয়াদ থাকার পরেও আপনি শুধুমাত্র একটি দেশে একবার প্রবেশ করতে পারবেন তখন তাকে বলা হবে, সিঙ্গেল এন্ট্রি ভিসা। মূলত এটিই হলো, উক্ত ভিসার মধ্যে থাকা মূল পার্থক্য। আশা করি, বিষয়টি পরিস্কার ভাবে বুঝতে পেরেছন।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
আমেরিকার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা কি?
US 10 year multiple entry visa: আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ, বর্তমান সময়ে আমেরিকা তে মোট ১০ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করা হয়। আর আমেরিকানদের ভাষায় এই ধরনের ভিসা কে B1/B2 ভিসা বলা হয়ে থাকে।
তো যদি আপনার কাছে এই ধরনের ভিসা থাকে তাহলে আপনি এই নির্ধারিত সময়ে একাধিকবার আমেরিকা তে প্রবেশ করতে পারবেন। আর এই ভিসার মাধ্যমে আপনি আমেরিকায় বিভিন্ন ধরনের ব্যাবসায়িক কাজে নিযুক্ত থাকতে পারবেন। এছাড়াও উক্ত ভিসায় আমেরিকান সরকার পর্যটন ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকারও পারমিশন দেয়।
আরো পড়ুনঃ মাল্টা জব ভিসা আবেদন করার উপায়
ভিজিটর কি কানাডায় কাজ করতে পারবে?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে কানাডায় ভিজিটর ভিসায় যায়। তারপর সেখানে কাজ করার ইচ্ছে পোষন করে। তো বর্তমান সময়ে কানাডার সরকার এই ধরনের পারমিশন দিতে চান না। সেজন্য আপনি যদি ভিজিট ভিসায় কানাডা যেতে পারেন তাহলে আপনি শুধুমাত্র নির্ধারিত সময় পর্যন্ত কানাডা তে ভ্রমন করতে পারবেন।
কিন্তুু আপনি চাইলেও ভিজিট ভিসায় কানাডা তে কাজ করতে পারবেন না। তবে যদি যদি কানাডাতে একান্তই কাজ করতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে আপনাকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। যে ভিসার মাধ্যমে আপনি কানাডায় কাজ করার পারমিশন পাবেন।
আরো পড়ুনঃ ইতালি স্পন্সর ভিসা মানে কি?
ভিজিটর ভিসা থেকে ওয়ার্ক পারমিট পরিবর্তন করা যাবে কি?
বর্তমান সময়ে প্রায় সব দেশের মধ্যে ভিজিটর ভিসার কার্যক্রম চলমান আছে। তবে আমরা অনেকেই সেই ভিজিটর ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করতে চাই। সেজন্য আমাদের জানতে হবে যে, ভিজিটর ভিসা কে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করা যাবে কিনা।
তো স্বাভাবিক ভাবে একটি দেশ ভিজিটর ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করতে দেয়না। সেক্ষেত্রে যদি আপনি নির্দিষ্ট কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান। তাহলে আপনাকে সেই দেশের ভিসা অফিসে ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে হবে।
তারপর যদি তারা আপনার আবেদন কে গ্রহন করে। তাহলে আপনাকে সেই দেশের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আর আপনি উক্ত ভিসার মাধ্যমে সেই দেশে গিয়ে কাজ করতে পারবেন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম
মাল্টিপল এন্ট্রি ভিসা – FAQ
Q: কানাডা ট্যুরিস্ট ভিসার মেয়াদ কত?
A: মোট দুই ধরনের কানাডিয়ান ভিজিটর ভিসা রয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রির জন্য এবং আরেকটি মাল্টিপল এন্ট্রি ব্যবহারের জন্য। সিঙ্গেল এন্ট্রি ভিসা 6 মাস পর্যন্ত মঞ্জুর করা হয় আর মাল্টিপল-এন্ট্রি ভিজিটর ভিসার সর্বোচ্চ বৈধতা 10 বছর পর্যন্ত।
Q: মাল্টিপল ভিসা কি?
A: মাল্টিপল-এন্ট্রি ভিসা হল এক ধরনের ভিসা যা একজন ব্যাক্তিকে একাধিকবার তার গন্তব্য দেশে প্রবেশ করতে দেয়।
আপনার জন্য আমাদের কিছুকথা
মাল্টিপল ভিসা কাকে বলে – আজকের আলোচনায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তবে মাল্টিপল ভিসার বিভিন্ন সুবিধা আছে। যদি আপনি সেই সুবিধা গুলো সম্পর্কে জানতে চান। তাহলে নিচে কমেন্ট করবেন।
আর এমন ধরনের অজানা বিষয় গুলো জানতে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।