ইতালি স্পন্সর ভিসা আবেদন, খরচ, বেতন

Italy sponsor visa mean: আপনি যদি কাজ করার উদ্দেশ্যে ইতালি যেতে চান তাহলে আপনি অবশ্যই ইতালি স্পন্সর ভিসার নাম শুনতে পারবেন। তো সেই সময় আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ইতালি স্পন্সর ভিসা মানে কি। আর যদি আপনার মনে এই প্রশ্নটি জেগে থাকে তাহলে আজকের লেখাটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারন, এবার আমি আপনার সাথে ইতালি স্পন্সর ভিসা মানে কি সে সম্পর্কে যাবতীয় বিষয় গুলো ধাপে ধাপে শেয়ার করবো।

ইতালি স্পন্সর ভিসা কি?

Italy sponsor visa: সহজ কথায় বলতে গেলে, যখন ইতালি থেকে কোনো কোম্পানি বিশ্বের অন্যান্য দেশ থেকে কর্মী নিয়োগ প্রদান করবে। আর সেই কর্মীর জন্য উক্ত কোম্পানি থেকে ভিসার জন্য আবেদন করা হবে তখন তাকে বলা হবে, ইতালি স্পন্সর ভিসা।

যেমন ধরুন, আপনি একজন বাংলাদেশের নাগরিক। এখন আপনি ইতালির কোনো একটি কোম্পানি থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করলেন। তারপর উক্ত কোম্পানি থেকে আপনাকে যাচাই করার পর তারা আপনাকে নিয়োগ প্রদান করলো।

এরপর ইতালি থেকে সেই কোম্পানি আপনার জন্য ভিসার আবেদন করলো। তো এই ধরনের ভিসা কে বলা হবে, ইতালি স্পন্সর ভিসা। আর উক্ত ভিসার মাধ্যমে আপনি সেই কোম্পানি তে কাজ করার পাশাপাশি ইতালিতে নির্দিষ্ট সময় স্থায়ী ভাবে বসবাস করতে পারবেন।

আরো পড়ুনঃ স্পন্সর ভিসা কাকে বলে? | Sponsor Visa BD

কিভাবে ইতালি স্পন্সর ভিসা পাওয়া যাবে?

আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে ইতালি তে স্পন্সর ভিসায় যেতে চান। তাহলে সবার আগে আপনাকে ইতালির সেইসব কোম্পানি কে খুজে নিতে হবে যারা আসলে আপনাকে স্পন্সর ভিসা দিতে ইচ্ছুক।

তো এবার আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন। সেটি হলো, ইতালির কোনো কোম্পানি কেন আপনাকে স্পন্সর ভিসা দিতে চাইবে? -যখন তারা আপনাকে তাদের কোম্পানি তে নিয়োগ প্রদান করবে ঠিক তখন আপনাকে স্পন্সর ভিসা দিতে রাজি হবে, তাইনা?

মূলত সে কারণে আপনাকে ইতালির বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হবে। তারা যদি তাদের কোম্পানি থেকে নিয়োগ প্রকাশ করে। তাহলে আপনাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করতে হবে।

আরো পড়ুনঃ ইতালি গ্রিন কার্ড পাওয়ার উপায় কি?

Sponsor ভিসায় ইতালি যাওয়ার জন্য মোট কত টাকা লাগে?

দেখুন, বর্তমান সময়ে ইতালি থেকে বাংলাদেশিদের জন্য সিজনাল স্পন্সর ভিসা দেওয়া হয়। অর্থ্যাৎ যদি আপনি এই ধরনের সিজনাল স্পন্সর ভিসায় ইতালি যান তাহলে আপনি ইতালি তে মাত্র নির্দিষ্ট সময় এর অবস্থান করতে পারবেন। আর বর্তমান সময়ে এই ধরনের ভিসায় ইতালি গেলে আপনার খরচের পরিমান হবে প্রায় ০৪ লাখ টাকা থেকে ০৫ লাখ টাকা পর্যন্ত।

তবে স্পন্সর ভিসার জন্য আপনাকে এই টাকা বহন করতে হবে, বিষয়টা কিন্তুু এমন নয়। কেননা, ইতালির মধ্যে আপনি এমন অনেক কোম্পানি দেখতে পারবেন। যে কোম্পানি গুলোত আপনাকে নিয়োগ দেওয়ার পর তারা আপনার ভিসা খরচ থেকে বিমান খরচ পর্যন্ত সবকিছুই তাদের কোম্পানি থেকে বহন করবে।

কিন্তুু সমস্যা হলো, সব ধরনের কোম্পানি এই সুবিধা প্রদান করেনা। বরং আপনি এমন অনেক কোম্পানি খুজে পাবেন যারা আপনাকে নিয়োগ দেওয়ার পর শুধুমাত্র আপনার ভিসার জন্য আবেদন করবে। তারপর সেই ভিসার যাবতীয় খরচ আপনাকেই বহন করতে হবে।

আরো পড়ুনঃ ইতালির ভিসা আবেদন ফরম

কেন আপনি ইতালি স্পন্সর ভিসায় যাবেন?

যদি আপনি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালি যেতে পারেন। তাহলে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমন,

  1. যাওয়ার পরেই চাকরির সুবিধা।
  2. নির্ধারিত বেতনের সুবিধা।
  3. নিজের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বেড়ে যাওয়া।
  4. নিজের জীবনকে নতুন ভাবে শুরু করা।
  5. আয় বৃদ্ধি হওয়ার সুবিধা।

তো এগুলোর বাইরেও আপনি এমন অনেক ইতালি স্পন্সর ভিসার সুবিধা পাবেন।

আরো পড়ুনঃ ইতালির ভিসার দাম কত?

ইতালি স্পন্সর ভিসা আবেদন – FAQ

Q: ইতালি স্পন্সর ভিসা খোলা নাকি?

A: আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালি স্পন্সর ভিসা খোলা আছে।

Q: ইতালি স্পন্সর ভিসা বেতন কত?

A: বেতন নির্ভর করবে আপনাকে কোন কোম্পানি থেকে কি কাজের জন্য নিয়োগ দেওয়া হবে তার উপর। 

Q: ইতালি কাজের ভিসা খরচ কত? 

A: সরকারি ভাবে ইতালির কাজের ভিসার খরচ ৩-৪ লাখ টাকা। কিন্তুু এজেন্সির মাধ্যমে ইতালি কাজের ভিসায় গেলে ৮-১০ লাখ টাকা খরচ করতে হবে।

Q: ইতালি স্পন্সর ভিসা আবেদন ফরম

A: ইতালি স্পন্সর ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।

আপনার জন্য আমাদের কিছুকথা

যদি আপনি ইতালি স্পন্সর ভিসায় যেতে চান। তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা, আজকে আমি আপনাকে ইতালির স্পন্সর ভিসার সকল বিষয় কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছি।

আর যদি আমার লেখাটি ভালো লাগে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *