উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম
North American countries name: আপনারা যারা উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ, আজকে আমি উত্তর আমেরিকা মহাদেশের সব গুলো দেশের নাম বলবো। এর পাশাপাশি উত্তর আমেরিকার এই দেশ গুলোর রাজধানী ও মুদ্রার সাথে পরিচয় করিয়ে দিবো।
উত্তর আমেরিকা সংক্ষিপ্ত পরিচিতি
What is North America: আমাদের এই পৃথিবীর পশ্চিম ও উত্তর গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ এর নাম হলো, উত্তর আমেরিকা। আর উত্তর আমেরিকা মহাদেশ এর গড় আয়তন হলো, ২,৪৭,০৯,০০০ কিমি। উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। চলুন, এবার উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জেনে নিন
উত্তর আমেরিকার দেশ কয়টি?
সবার শুরুতে আমাদের জানতে হবে যে, উত্তর আমেরিকার দেশ কয়টি। তো বর্তমান সময়ে উত্তর আমেরিকা মহাদেশে মোট ২৩ টি দেশ আছে। আর এই দেশ গুলোকে উত্তর আমেরিকা মহাদেশের অংশ হিসেবে বিবেচনা করা হয়।
উওর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম
Names and capitals of the countries of the North American continent: বিভিন্ন সময় আমাদের উত্তর আমেরিকার মহাদেশের দেশ গুলোর নাম জানার প্রয়োজন হয়। তো যারা আসলে উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানতে চান। তাদের বলে রাখি যে, উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশ হলো, ২৩ টি। আর এই দেশ গুলোর নিজস্ব রাজধানী আছে, নিজস্ব মুদ্রা আছে। নিচের তালিকা তে আপনি উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম, রাজধানী ও মুদ্রার নাম গুলো দেখতে পারছেন।
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম কি?
উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম, রাজধানী | ||
সিরিয়াল | দেশের নাম | রাজধানীর নাম |
০১ | সেন্টকিটস এন্ড নেভিস | বাসেতের |
০২ | হাইতি | পোর্ট অব প্রিন্স |
০৩ | বেলিজ | বেলমোপান |
০৪ | ডোমিনিকান প্রজাতন্ত্র | সেন্ট ডোমিনিগো |
০৫ | ডোমিনিকা | রোসিয়াউ |
০৬ | বারবাডোজ | ব্রিজটাউন |
০৭ | বাহামা দ্বীপপুঞ্জ | নাসাউ |
০৮ | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ | কিংসটাউন |
০৯ | সেন্ট লুসিয়া | কাস্ত্রিএস |
১০ | ত্রিনিদাদ ও টোবাগো | পোর্ট অব স্পেন |
১১ | গ্রানাডা | সেন্ট জর্জেস |
১২ | এন্টিগুয়া ও বারমুডা | সেন্ট জোনস |
১৩ | নিকারাগুয়া | মানাগুয়া |
১৪ | জ্যামাইকা | কিংসটন |
১৫ | হন্ডুরাস | তেগুচিগালপা |
১৬ | এল সালভাদর | সান সালভাদর |
১৭ | গুয়েতেমালা | গুয়েতেমালা সিটি |
১৮ | পানামা | পানামা সিটি |
১৯ | যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন ডিসি |
২০ | মেক্সিকো | মেক্সিকো সিটি |
২১ | কোস্টারিকা | স্যান হোসে |
২২ | কিউবা | হাভানা |
২৩ | কানাডা | অটোয়া |
আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম গুলো জেনে নিন
উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল
উপরের আলোচনা থেকে আমরা উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম, রাজধানী ও মুদ্রার নাম গুলো সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম মনে রাখার কৌশল সম্পর্কে জানতে চান।
তো যারা আসলে এই দেশের নাম মনে রাখার কৌশল খুজেন, তাদের একটা পদ্ধতি বলে রাখি। যে পদ্ধতি তে আপনাকে প্রথমে উত্তর আমেরিকা মহাদেশের দেশের নাম গুলো ইংরেজি তে লিখতে হবে। তারপর সেই দেশের নামের প্রথম ওয়ার্ড গুলো সাজিয়ে নিতে হবে নিজের সুবিধা মতো।
তবে শুধুমাত্র কৌশল ফলো করলেই দেশের নাম মনে থাকবে বিষয়টা কিন্তুু এমন নয়। বরং তার আগে আপনাকে অবশ্যই সকল দেশের নাম মুখস্ত করতে হবে। আর যখন আপনি এই দেশের নাম গুলো মুখস্ত রাখতে পারবেন। তারপর আপনাকে উপরের কৌশল টি ফলো করতে হবে। আশা করি, বিষয় টি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
উত্তর আমেরিকার মানচিত্র

Map of North America
উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে আমার কিছুকথা
আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমি আপনাকে উত্তর আমেরিকা মহাদেশের দেশ গুলোর নাম জানিয়ে দিয়েছি। সেইসাথে এই দেশ গুলোর রাজধানী ও মুদ্রার নাম জানিয়ে দিয়েছি। আশা করি, আজকের লেখা টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের উপকারী তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।