মালয়েশিয়া ভিসা চেক | মালয়েশিয়া কলিং চেক

Malaysia Visa Check :  যখন আপনি মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবেদন করবেন এবং আপনার হাতে মালয়েশিয়া কলিং ভিসা আসবে। তখন অবশ্যই আপনাকে সেই কলিং ভিসা চেক করে নিতে হবে। কেননা, অনলাইন থেকে ভিসা চেক করলে ভিসা সংক্রান্ত প্রতারণার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

আর বর্তমান সময়ে আপনি নিজের ঘরে বসে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কি কি নিয়ম ফলো করতে হবে এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করার নিয়ম 

মালয়েশিয়া কলিং ভিসা কাকে বলে?

What is Malaysia calling visa: আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম গুলো সম্পর্কে জানবো। তবে তার আগে আমাদের মালয়েশিয়া কলিং ভিসা কাকে বলে সে সম্পর্কে একটু ধারনা নিতে হবে।

তো মালয়েশিয়া কলিং ভিসা হলো সাধারন শ্রমিকদের জন্য বৈধ কাজের ভিসা। যা মূলত মালয়েশিয়াতে অবস্থানরত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদান করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা শ্রমিকদের জন্য ভিসার আবেদন করে এবং তাদের কাজের অনুমতি দেয়।

আরো পড়ুনঃ রোমানিয়া ভিসা আপডেট 

কিভাবে মালয়েশিয়া কলিং ভিসা চেক করা যায়?

How to check Malaysia calling visa: মালয়েশিয়া ভিসা চেক করা খুব সহজ একটি কাজ। কেননা, বর্তমান সময়ে আপনি মোট ০৩ (তিন) টি নিয়ম অনুসরন করে মালয়েশিয়া ভিসা চেক করে নিতে পারবেন। আর ভিসা চেক করার সেই নিয়ম গুলো হলো,

  1. ভিসা এপ্লিকেশন নাম্বার দিয়ে চেক,
  2. কোম্পানি রেজিষ্টার নাম্বার দিয়ে,

বর্তমান সময়ে আপনি যদি অনলাইনে আপনার মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে চান। তাহলে আপনি উপরের তিন (০৩) টি পদ্ধতি ফলো করে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাকে যেসব ধাপ ফলো করতে হবে এবার আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো।

আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা আবেদন

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 

Malaysia Calling Visa Check Rules: দেখুন, আপনি যদি উপরে দেখানো পদ্ধতি মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে চান। তাহলে আপনাকে কিছু ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে। তারপর সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসা চেক করার ব্যক্তিগত তথ্য দিতে হবে। আর তারপরে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন। যেমন, 

মালয়েশিয়া কলিং ভিসা চেক | Malaysia calling visa check

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ এপ্লিকেশন নাম্বার দিয়ে

মালয়েশিয়ার কলিং ভিসা চেক

তো এবার আমি আপনাকে এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো। যে ওয়েবসাইট এর মাধ্যমে আপনি ভিসা এপ্লিকেশন এর পাশাপাশি কোম্পানি রেজিষ্টার এর মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসা চেক করে নিতে পারবেন। আর সেজন্য আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. সবার প্রথমে আপনি এখানে ক্লিক করুন। 
  2. তারপর আপনি নতুন একটা ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। 
  3. তার ঠিক নিচের অপশনে ”Application Number” এর জায়গাতে আপনার এপ্লিকেশন নম্বর টি বসিয়ে দিন। 
  4. তারপর আপনি সরাসরি “Search” নামক অপশন এর মধ্যে ক্লিক করুন। 

উপরের পদ্ধতি টি ফলো করে আপনি আপনার এপ্লিকেশন আইডি দিয়ে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন। তবে আপনি যদি কোম্পানি রেজিষ্টার দিয়ে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে চান। তাহলে নিচের ধাপ গুলো ফলো করুন। যেমন, 

মালয়েশিয়ার কলিং ভিসা চেক

মালয়েশিয়ার কলিং ভিসা চেক

  1. আপনি পুনরায় উপরের লিংক এ ক্লিক করুন। 
  2. তারপর আপনি ডানপাশে “Company Registration No” এর জায়গাতে আপনার কোম্পানির রেজিষ্টার নাম্বার টি বসিয়ে দিন। 
  3. সবশেষে আপনি “Search” অপশন এর মধ্যে ক্লিক করুন। 

আপনি যদি উপরে দেখানো স্টেপ গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহলে আপনি আপনার কোম্পানির রেজিষ্টার নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা যাবে?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে চায়। কারণ, আগের দিন গুলোতে পাসপোর্ট নম্বর ব্যবহার করে মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইটে ভিসা চেক করা যেত। কিন্তু সাম্প্রতিক কালে এই সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন আপনি অফিশিয়ালি ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন না। 

তবে গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপস দেখতে পারবেন যারা আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করায় আশ্বস্ত করবে। কিন্তুু তাদের এই কথার কোনো ভিত্তি আছে কিনা তা আমি যাচাই করিনি। কারণ, না জেনে না বুঝে আপনার ব্যক্তিগত ইনফরমেশন অন্য কাউকে দেওয়া ঠিক হবেনা। 

তবে আপনি যদি একান্তভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে চান তাহলে নিজ দায়িত্বে সেই অ্যাপস গুলো ব্যবহার করবেন। 

ই-ভিসা চেক মালয়েশিয়া | মালয়েশিয়া ভিসা চেক অনলাইন

বর্তমান সময়ে আপনি অনলাইন থেকে ই ভিসা চেক মালয়েশিয়া সুবিধা পাবেন। তবে যারা অনলাইনে নিজের ই ভিসা চেক করতে চান তাদের নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। 

ই ভিসা চেক মালয়েশিয়া

ই ভিসা চেক মালয়েশিয়া

সবার প্রথমে আপনাকে malaysiavisa.imi.gov.my এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনি উপরের পিকচারের মতো একটি পেজে প্রবেশ করবেন। সেখানে আপনাকে Passport Number এবং Sticker Number দিতে হবে। তারপর আপনাকে একটি ক্যাপচা পূরণ করে “ I have obtained my eVisa”- অপশনে টিক মার্ক দিতে হবে। সবশেষে আপনাকে “Check” বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি মালয়েশিয়া ই ভিসা চেক করতে পারবেন।

অফলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার উপায়

যারা অফলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে চান তাদের আশেপাশে অবস্থিত মালয়েশীয় দূতাবাস বা কনস্যুলেট খুঁজে বের করতে হবে। তবে দূতাবাস বা কনস্যুলেটে যাওয়ার আগে আপনার ভিসা ডকুমেন্ট গুলো সাথে করে নিয়ে যাবেন। তারপর যখন আপনি দূতাবাসে পৌঁছাবেন তখন আপনাকে একজন কনসুলার অফিসারের সাথে কথা বলতে হবে। তারপর সেখানে কর্মরত অফিসার আপনার ভিসা চেক করতে সাহায্য করবেন। 

কলিং পেপার কি?

কলিং পেপার মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত একটি নথি যা বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়। এই কলিং পেপার “Work Permit for Foreign Workers” নামেও পরিচিত। কলিং পেপার ছাড়া মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা সম্ভব নয়।

আর কলিং পেপার পেতে হলে প্রথমে আপনাকে মালয়েশিয়ার কোন নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। তারপর আপনার পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, চিকিৎসা সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সবশেষে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ আপনার আবেদন পর্যালোচনা করবে এবং অনুমোদন করলে আপনাকে কলিং পেপার ইস্যু হবে।

আমাদের শেষকথা

আশা করি, উপরে দেখানো পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি আপনার মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন। তবে যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন