৬৫ টি মুসলিম দেশের নাম
Name of 65 Muslim countries: বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কারন, গোটা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৪.৯% মানুষ আছেন, যারা মূলত ইসলাম ধর্ম পালন করেন। আর সে কারণে বিভিন্ন সময় আমাদের মুসলিম দেশ গুলোর নাম জানার দরকার হয়।
তো আজকে আমি আপনাকে মোট ৬৫ টি মুসলিম দেশের নাম বলবো। যে দেশ গুলো পৃথিবীর বুকে মুসলিম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আর আপনি যদি সেই দেশ গুলোর নাম জানতে চান। তাহলে আপনাকে নিচের আলোচনায় চোখ রাখতে হবে।
পৃথিবীর বুকে মুসলিম দেশের তালিকা
যদি আপনি গোটা বিশ্বের কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, পুরো পৃথিবীতে মোট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পরিমান হলো ৪৭ টি। তবে এর বাইরেও এমন অনেক দেশ আছে। যে দেশ গুলোতে মুসলিমরা বসবাস করে। কিন্তুু সবার শুরুতে আমি আপনাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৪৭ টি দেশ এর নাম শেয়ার করবো। আর সেই নাম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- গিনি
- সোমালিয়া
- আজারবাইজান
- তাজিকিস্তান
- সিয়েরা লিওন
- লিবিয়া
- জর্ডান
- সংযুক্ত আরব আমিরাত
- কিরগিজস্তান
- তুর্কেমেনিস্তান
- চাদ
- লেবানন
- কুয়েত
- আলবেনিয়া
- মৌরিতানিয়া
- ওমান
- বসনিয়া ও হার্জেগেভিনা
- গাম্বিয়া
- বাহরাইন
- কোমোরোস
- কাতার
- জিবুতি
- ব্রুনাই
- মালদ্বীপ
- সুদান
- আলজেরিয়া
- আফগানিস্তান
- মরোক্কো
- ইরাক
- মালয়েশিয়া
- সৌদি আরব
- উজবেকিস্তান
- ইয়েমেন
- সিরিয়া
- কাজাখস্তান
- নাইজার
- বুর্কিনা ফাসো
- মালি
- সেনেগাল
- তিউনেসিয়া
- ইন্দোনেশিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- নাইজেরিয়া
- মিশর
- তুরস্ক
- ইরান
উপরের তালিকায় আপনি যেসব দেশের নাম দেখতে পাচ্ছেন। মুলত এই দেশ গুলোতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। তবে এই তালিকা থেকে এমন অনেক দেশের নাম বাদ পড়েছে। যারা মূলত ওআইসির সদস্যভুক্ত। আর সেই দেশ গুলোর নাম নিচে শেয়ার করা হলো।
আরো পড়ুনঃ এশিয়ার ধনী দেশের তালিকা দেখে নিন
ওআইসির সদস্যভুক্ত মুসলিম দেশের তালিকা
এতক্ষনের আলোচনায় আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মোট ৪৭ টি দেশের নাম জানতে পেরেছি। তবে ওআইসির সদস্যভুক্ত এমন অনেক দেশ আছে। যে দেশ গুলোতে মুসলিমরা বসবাস করে। আর উক্ত দেশ গুলোর নাম নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,
- আইভরি কোস্ট (কোত দিভোয়ার)
- বেনিন
- গ্যাবন
- গিনি-বিসাউ
- ক্যামেরুন
- টোগো
- উগান্ডা
- মোজাম্বিক
- গায়ানা
- সুরিনাম
এই তালিকায় আপনি যেসব দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলোতে মুসলিমদের সংখ্যা খুব বেশি নেই। কিন্তুু এই দেশ গুলো ওআইসির সদস্যভুক্ত এবং এই দেশ গুলোতেও মুসলিমদের বসবাস আছে।
আরো পড়ুনঃ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা
পৃথিবীর কোন দেশে কত মুসলিম রয়েছে?
সবার শুরুতে আমি বলেছি যে, বর্তমান পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। আর সে কারণে পৃথিবীর কোন দেশে কতজন মানুষ মুসলিম ধর্মের অনুসারী আছেন। সেই তালিকা টি দেখে নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
মূলত সেজন্য এবার আমি আপনাকে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার মুসলিম দেশ গুলোর নাম নিচে উল্লেখ করলাম। যেমন,
সিরিয়াল | দেশের নাম | মুসলিম জনসংখ্যার পরিমান |
০১ | ইন্দোনেশিয়া | ২২ কোটি ৯০ লাখ |
০২ | পাকিস্তান | ২০ কোটি ৪ লাখ |
০৩ | ভারত | ১৮ কোটি ৯০ লাখ |
০৪ | বাংলাদেশ | ১৫ কোটি ৩৭ লাখ |
০৫ | নাইজেরিয়া | ১০ কোটি ৩০ লাখ |
০৬ | মিসর | ৯ কোটি |
০৭ | ইরান | ৮ কোটি ২৫ লাখ |
০৮ | তুরস্ক | ৮ কোটি ৭ লাখ |
০৯ | আলজেরিয়া | ৪ কোটি ১২ লাখ |
১০ | সুদান | ৩ কোটি ৯৫০ লাখ |
*এই তালিকাটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২৩ সালের অক্টোবর মাসে |
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, যদি আপনি পৃথিবীর মুসলিম দেশ গুলোর নাম জানতে চান। তাহলে আজকের লেখাটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কেননা, আজকে আমি আপনাকে পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গুলোর তালিকা দিয়েছি।
এছাড়াও বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা আছে সেই দেশ গুলোর নাম বলেছি। আশা করি, আজকের এই তালিকা গুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে।
আর আপনি যদি এমন অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে Learning Boss ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।