এশিয়ার ধনী দেশের তালিকা দেখে নিন
List of richest countries in Asia: আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ। যদিওবা আমাদের বাংলাদেশ এখনও উন্নয়নশীল দেশের তালিকায় আছে। কিন্তুু আপনি কি জানেন, এশিয়ার সবেচেয় ধনী দেশ কোন গুলো? -হুমম আজ আমি আপনাকে এশিয়ার ধনী দেশের তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি জানতে পারবেন যে, এশিয়া মহাদেশ এর মধ্যে সবেচেয় ধনী দেশ কোন গুলো।
তো আপনি যদি এশিয়ার ধনী দেশের তালিকা দেখতে চান। তাহলে আপনাকে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখতে হবে।
এশিয়ার ধনী দেশের তালিকা (আপডেট)
আমরা সবাই জানি যে, বর্তমান সময়ে এশিয়া মহাদেশে মোট ৪৯ টি সার্বভৌম দেশ আছে। আর সেই সকল দেশের মধ্যে কোন দেশ গুলোকে সবচেয়ে ধনী হিসেবে ধরা হয়। সেই ১০ টি ধনী দেশের নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
এশিয়ার ১০ টি ধনী দেশের নাম ও মাথাপিছু আয় | ||
সিরিয়াল নাম্বার | দেশের নাম | মাথাপিছু জিডিপি (নমিনাল) |
০১ | সিঙ্গাপুর | 133,240 মার্কিন ডলার |
০২ | কাতার | 122,130 মার্কিন ডলার |
০৩ | ম্যাকাও | 119,400 মার্কিন ডলার |
০৪ | সংযুক্ত আরব আমিরশাহী | 79,800 মার্কিন ডলার |
০৫ | সুইজারল্যান্ড | 86,900 মার্কিন ডলার |
০৬ | নরওয়ে | 82,400 মার্কিন ডলার |
০৭ | জাপান | 42,600 মার্কিন ডলার |
০৮ | সান মারিনো | 77,800 মার্কিন ডলার |
০৯ | আয়ারল্যান্ড | 145,196 মার্কিন ডলার |
১০ | লুক্সেমবার্গ | 142,470 মার্কিন ডলার |
*উপরে উল্লেখিত মাথাপিছু আয়ের পরিমান সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। |
উপরের তালিকায় আপনি মোট ১০ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মুলত এই দেশ গুলো বর্তমান সময়ে এশিয়ার মধ্যে সবেচেয় ধনী দেশের তালিকায় আছেন। আর এই ধনী দেশের তালিকায় সবার উপরে যে ০৪ টি দেশ আছে। সেই দেশ গুলো হলো, সিঙ্গাপুর, কাতার, ম্যাকাও ও সংযুক্ত আরব আমিরশাহী।
আরো পড়ুনঃ এশিয়ার গরিব দেশের তালিকা ২০২৩
এশিয়ার সবচেয়ে ধনী দেশ কোনটি?
উপরের আলোচনা থেকে আমরা এশিয়ার ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে পারলাম। তো এখন যদি আপনি প্রশ্ন করেন যে, এশিয়ার সবচেয়ে ধনী দেশ কোনটি। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, বর্তমান সময়ে এশিয়ার সবচেয়ে ধনী দেশের নাম হলো সিঙ্গাপুর।
কেননা, সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি (নমিনাল) এর পরিমান হলো প্রায় ১ লাখ ৩৩ হাজার ২৪০ মার্কিন ডলার। আর সিঙ্গাপুরের মতো দেশের অর্থনীতি মূলত খনিজ সম্পদ, পর্যটন শিল্প ও সেই দেশের আর্থিক পরিষেবা গুলোর উপর নির্ভরশীল।
ভারত না পাকিস্তান কোন দেশ বেশি ধনী?
যেহুতু আজকের আলোচনা তে আমি আপনাকে এশিয়া মহাদেশ এর ধনী দেশ গুলোর নাম শেয়ার করেছি। সেহুতু আপনাকে আরো একটি বিষয়ে সঠিক তথ্য জানতে হবে। সেটি হলো, ভারত না পাকিস্তান কোন দেশ বেশি ধনী।
তো বর্তমান সময়ের পরিসংখ্যান অনুযায়ী ভারত পাকিস্তানের তুলনায় প্রায় কয়েক গুন বেশি ধনী। কেননা, ভারতের মাথাপিছু জিডিপি (নমিনাল) এর পরিমান প্রায় ২,১৮৩ মার্কিন ডলার। অপরদিকে পাকিস্তানের মাথাপিচু জিডিপি (নমিনাল) এর পরিমান প্রায় ১,৫৪৩ মার্কিন ডলার।
অপরদিকে আপনি যদি জিডিপির পার্থক্য লক্ষ্য করেন। তাহলে আপনি একই চিত্র দেখতে পারবেন। কারণ, ভারতের মোট জিডিপি এর পরিমান হলো ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তানের মোট জিডিপি এর পরিমান হলো ৩১৩ বিলিয়ন মার্কিন ডলার।
যদিওবা এই দুটো দেশের মধ্যে মোট অর্থনীতির বেশিরভাগই কৃষি, শিল্প, পর্যটন খাতের উপর নির্ভরশীল। তাই বর্তমান সময়ে ভারত পাকিস্তানের তুলনায় ধনী দেশ হলেও। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ভারতের থেকেও বেশি লক্ষ্য করা যাচ্ছে।
আরো পড়ুনঃ এশিয়ার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকের আর্টিকেলে এশিয়ার ধনী দেশের তালিকা শেয়ার করা হয়েছে। তো আশা করি, এই তালিকা থেকে আপনি এশিয়ার সকল ধনী দেশের নাম জানতে পেরেছেন। আর এমন ধরনের আপডেট তথ্য গুলো বিনামূল্যে পেতে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।