জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা

আপনি যদি নিয়মিত ফুটবল খেলা দেখেন, তাহলে আপনার জন্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা জেনে নেওয়া দরকার। কেননা, চলমান সময়ে ফুটবল ইতিহাসে অনেক উদীয়মান তারকা আসলেও। এমন কিছু ফুবলার আছেন, যারা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড তৈরি করেছেন।

আর আজকে আমি আপনাকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি বিভিন্ন দেশের ফুটবল তারকার সবোচ্চ গোলের পরিমান সম্পর্কে জানতে পারবেন।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা

আমরা সকলেই জানি যে, প্রতিনিয়ত জাতীয় দলের ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। আর নিজের দেশকে জয়ী করার লক্ষ্য প্রতিটা দলের খেলোয়াররা গোল করার আপ্রান চেষ্টা করেন। তো বর্তমান সময়ে সব ধরনের জাতীয় ফুটবল প্রতিযোগীতায় যেসব ফুটবলার সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিবেচিত হয়েছেন। সেইসব ফুটবল তারকার নাম নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন, 

List of highest goal scorers for national team

সিরিয়াল

খেলোয়ারের নাম

গোলের সংখ্যা

ম্যাচের সংখ্যা

০১

ক্রিস্টিয়ানো রোনাল্ডো

১১৭

১৯১

০২

আলি দাই

১০৯ 

১৪৮

০৩

লিওনেল মেসি

৯১

১৬৫

০৪

মোখতার দাহারি

৮৯ 

১৪২

০৫

ফেরেঙ্ক পুসকাস

৮৪

৮৫

০৬

সুনিল ছেত্রি

৮৪ 

১৩১

০৭

আলি মাবখুত

৮০

১০৯

০৮

গডফি চিতালু

৭৯

১১১

০৯

হুসেন সাইদ

৭৮

১৩৭

১০

পেলে

৭৭

৯২

১১

রবার্ট লিওয়াদোস্কি

৭৬

১৩৪

১২

কুনিশিগে কামামোতো

৭৫

৭৬

১৩

বাশার আব্দুল্লাহ

৭৫

১৩৪

১৪

মাজেদ আব্দুল্লাহ

৭২

১১৭

১৫

কিন্না ফিরি

৭১

১১৭

১৬

কিয়াতিসুক সেনামুয়াং

৭১

১৩৪

১৭

মিরোস্লাভ ক্লোসা

৭১

১৩৭

*উপরের তালিকাটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ আপডেট করা হয়েছে। 

আরো পড়ুনঃ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩

বিশ্বের সর্বোচ্চ গোলদাতা কে?

যদি আপনি গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গোলদাতার নাম জানতে চান। তাহলে সবার আগে যার নামটি আসবে সেটি হলো, ক্রিশ্চিয়ানো রোনালদো। কেননা, এখন পর্যন্ত তিনি জাতীয় ফুটবল খেলার মোট ১৯১ টি ম্যাচে ১১৭ টি গোল করেছেন। এছাড়াও যদি আমরা তার প্রীতি ম্যাচের রেকর্ড গুলোর দিকে লক্ষ্য করি। তাহলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটি সবার আগে আসবে।

বিশ্বের এক নম্বর ফুটবল দল কোনটি?

উপরের আলোচনা থেকে আমরা বিশ্বের সেরা ফুটবলার এর নাম জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, বিশ্বের এক নম্বর ফুটবল দল কোনটি। আর যদি আপনি ২০২৩ সালের সর্বশেষ তথ্য জানতে চান। তাহলে আপনি লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার নাম দেখতে পারবেন। কেননা, বর্তমান সময়ে ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে আর্জেন্টিনার মোট পয়েন্ট হলো, ১৮৪০.৯৩.

ফিফা রেংকিং ২০২৩ সেরা খেলোয়াড় কে?

গোটা বিশ্বের জাতীয় ফুটবল ম্যাচের সেরা গোলদাতার নাম হলো, ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে যদি আপনি শুধুমাত্র ফিফা রেংকিং ২০২৩ সেরা খেলোয়ারের নাম জানতে চান। তাহলে আপনি যে নামটি দেখতে পারবেন সেটি হলো, লিওনেল মেসি। কেননা, তিনি আর্জেন্টিনা কে বিশ্বকাপ জয় করার মাধ্যমে “প্লেয়ার অফ দা ইয়ার” এর স্থান দখল করতে পেরেছেন।

২০২৩ সালের সবচেয়ে দামি ফুটবলার কে?

কোনো একজন ফুটবলারের খেলার দক্ষতার উপর তার দাম নির্ভর করে। আর যেহুতু বর্তমানের সেরা গোলদাতার তালিকায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সেহুতু তিনি এখন বিশ্বের সেরা দামি খেলোয়ার এর তালিকায় আছেন। কেননা, ২০২৩ সালে তাকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আল নাসের ক্লাব চুক্তি করেছিলো।

পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমি আপনাকে যে সর্বোচ্চ গোলদাতার নাম গুলো বলেছি। সেটি মূলত চলমান সময়ের আপডেট অনুযায়ী এই তালিকাটি তৈরি করেছি। তবে পরবর্তী সময়ে যখন পুনরায় জাতীয় পর্যায়ের খেলা হবে। তখন আমি আপনার এই তালিকাটি আপডেট করার চেষ্টা করবো।

আর সেই আপডেট করা তথ্য গুলো সম্পর্কে জানতে আমাদের সাথে থাকবেন। ততোদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *