এশিয়ার গরিব দেশের তালিকা ২০২৪
List of poor countries in Asia: বিভিন্ন সময় আমাদরে এশিয়ার গরিব দেশের তালিকা জানার প্রয়োজন হয়। আর সে কারণে আমি আজকে আপনাকে এশিয়া মহাদেশে এর গরিব দেশ গুলোর তালিকা প্রদান করবো। এছাড়াও একটি দেশ কে কখন গরিব দেশ হিসেবে ধরা হয় সে সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবো। আর আপনি যদি ২০২৪ সালের আপডেট এশিয়ার গরিব দেশের তালিকা দেখতে চান তাহলে আপনি নিচের আলোচনায় চোখ রাখুন।
এশিয়ার সবচেয়ে গরিব দেশ
এশিয়ার সবচেয়ে গরিব দেশ কোনটি | Poorest countries in Asia
List of poor countries in Asia: সত্যি বলতে বিভিন্ন বিষয় এর উপর নির্ভল করে কোনো একটি দেশকে গরিব দেশের তালিকায় রাখা হয়। তো এখন পর্যন্ত যেসব দেশকে এশিয়ার গরিব দেশ হিসেবে ধরা হয় সবার প্রথমে আপনাকে সেই দেশ গুলোর নাম জানিয়ে দিবো। যেমন,
- নেপাল (Nepal),
- সিরিয়া (Syria),
- তাজিকিস্তান (Tajikistan),
- আফগানিস্তান (Afghanistan),
- উত্তর কোরিয়া (North Korea),
- মায়ানমার (Myanmar),
- ইয়েমেন (Yemen),
- কিরগিজস্তান (Kyrgyzstan),
- পাকিস্তান (Pakistan),
- কম্বোডিয়া (Cambodia),
- উজবেকিস্তান (Uzbekistan),
- বাংলাদেশ (Bangladesh),
- ভিয়েতনাম (Vietnam),
- লাওস (Laos),
- ভুটান (Bhutan),
- শ্রীলংকা (Sri Lanka),
- ফিলিপাইন (Philippines),
- আর্মেনিয়া (Armenia),
- মঙ্গোলিয়া (Mongolia),
উপরের তালিকা তে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন সেই দেশ গুলোকে ২০২৪ সালে এশিয়ার গরিব দেশ হিসেবে ধরা হয়েছে। তবে ভবিষ্যৎ সময়ে যদি এই দেশ গুলো তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে। তাহলে তারা নিজেদের কে উন্নয়শীল দেশ হিসেবে পরিচিত করতে পারবে।
আরো পড়ুনঃ কাতার আয়তন ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানুন
গরিব দেশ বলতে কি বোঝায়?
Poor country mean: আসলে কোন একটি দেশ গরিব নাকি উন্নত তার প্রায় অনেকটাই নির্ভর করে সেই দেশ এর অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর। কেননা, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যতো বেশি বৃদ্ধি পাবে উক্ত দেশের মানুষের গড় মাথাপিছু আয় এর পরিমান বৃদ্ধি পাবে।
কিন্তুু শুধুমাত্র মাথাপিছু আয় এর উপর নির্ভর করে কোনো দেশকে গরিব হিসেবে ধরা হবেনা। এটি ছাড়াও সেই দেশের রাজনৈতিক শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, দুর্বল ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভর করেও কোনো দেশকে গরিব হিসেবে ধরা হয়।
বিশ্বের গরিব দেশের তালিকা গুলো দেখে নিন
List of the world’s poorest countries: এতক্ষনের আলোচনা থেকে আমরা এশিয়ার গরিব দেশের তালিকা দেখলাম। তো এবার আমি আপনাকে বিশ্বের গরিব দেশের তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি জানতে পারবেন যে, পৃথিবীর কোন কোন দেশ গুলোকে গরিব দেশ হিসেবে ধরা হয়। আর সেই দেশ গুলোর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,
- লাইবেরিয়া,
- চাদ,
- মালাউই,
- নাইজার,
- মোজাম্বিক,
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো,
- সোমালিয়া,
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র,
- বুরুন্ডি,
- দক্ষিণ সুদান,
- কঙ্গো,
উপরের তালিকা তে আপনি পৃথিবীর সবচেয়ে গরিব দেশের নাম দেখতে পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখা ভালো যে, এই গরিব দেশের তালিকা গুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। তাই পরবর্তী সময়ে যদি পৃথিবীর গরিব দেশের তালিকায় অন্য কোনো দেশের নাম যুক্ত করার দরকার হয় তাহলে এই আর্টিকেল টি আপডেট করে দেওয়া হবে।
আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ধনী দেশ ২০২৪ তালিকা
পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি?
এবারের আলোচনা তে আমরা পৃথিবীর সবচেয়ে একটি গরিব দেশের নাম জানবো। তো বর্তমান সময়ে গোটা পৃথিবীতে সবচেয়ে গরিব দেশ হলো, কঙ্গো। কেননা, আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ, এই দেশের মধ্যে প্রায় ২০% মানুষ আছেন যারা মূলত খাবারের অভাবে মৃত্যুবরন করেন। যে তথ্যটি সত্যি অবাক করে দেওয়ার মতো।
এছাড়াও কঙ্গোতে বর্তমান সময়ে মোট জনসংখ্যার প্রায় ৪০% মানুষ আছেন যারা শুধুমাত্র আধা পেটে খাওয়া করে জীবন অতিবাহিত করছেন। আর আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশের সাথে দারিদ্রতার মাপকাঠির হিসেব করেন। তাহলে এই তালিকা তে সবার প্রথমে যে নামটি আসবে সেটি হলো, কঙ্গো।
আরো পড়ুনঃ বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা
গরিব দেশের তালিকা নিয়ে আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকের আলোচনায় বর্তমান সময়ে এশিয়ার গরিব দেশের তালিকা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি বিশ্বের সবেচেয় গরিব দেশের নাম গুলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি। তো আশা করি, এই আর্টিকেল টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন।
আর আপনি যদি দেশ দেশান্তরের বিভিন্ন অজানা তথ্য গুলো সম্পর্কে সহজ ভাবে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।