ঢাকা টু চেন্নাই ট্রেন ভাড়া কত টাকা?
How much is Dhaka to Chennai train fare: আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা আসলে ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে চেন্নাই যেতে চায়। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলে রাখি সেটি হলো, বর্তমান সময়ে ঢাকা থেকে চেন্নাই যাওয়ার কোনো ট্রেন নেই। আর সে কারণে আপনি যদি চেন্নাই যেতে চান তাহলে সবার প্রথমে আপনাকে ঢাকা থেকে কলকাতা যেতে হবে। আর যখন আপনি কলকাতা গিয়ে পৌঁছাবেন তারপর আপনাকে পুনরায় কলকাতা থেকে চেন্নাই যেতে হবে।
ঢাকা থেকে চেন্নাই ট্রেনে যাওয়া যাবে কি?
আপনি জানলে অবাক হয়ে যাবেন, কারণ ঢাকা থেকে চেন্নাই এর মোট দুরত্ব হলো, ১ হাজার ৯৬১ কিলোমিটার। আর এই দীর্ঘ পথের জন্য এখনও কোনো ট্রেন যোগাযোগ চালু করা হয়নি। যার কারণে আপনি বর্তমানে ট্রেনে করে ঢাকা থেকে সরাসরি চেন্নাই যেতে পারবেন না।
তবে আপনি চাইলে বিমানের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চেন্নাই যেতে পারবেন। সে কারণে যদি আপনি ট্রেনের মাধ্যমে এই পথ পাড়ি দিতে চান তাহলে আপনাকে সবার প্রথমে কলকাতা যেতে হবে তারপর কলকাতা থেকে চেন্নাই যেতে হবে।
আরো পড়ুনঃ চেন্নাই থেকে ভেলোর ট্রেন ভাড়া কত?
ঢাকা থেকে চেন্নাই ট্রেন ভাড়া কত টাকা?
Dhaka to Chennai train fare: উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, চেন্নাই যেতে হলে আমাদের কলকাতা যেতে হবে। তারপর আমাদের কলকাতা চেন্নাই যেতে হবে। আর সে কারণে আমাদের প্রথমে ঢাকা থেকে কলকাতা যাওয়ার ট্রেন ভাড়া সম্পর্কে জানতে হবে।
ঢাকা থেকে কলকাতা ট্রেন যোগাযোগ
Dhaka to Kolkata train fare: আর বর্তমান সময়ে আপনি আমাদের ঢাকা থেকে বিভিন্ন ট্রেনের মাধ্যমে কলকাতা যেতে পারবেন। তবে সেগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন হলো, DHAKA-KOLKATA MAITREE EX. এই ট্রেনটি সহো ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য আরো ০৩ টি ট্রেন আছে।
আপনি যদি এই ট্রেনের মাধ্যমে কলকাতা যেতে চান। তাহলে আপনার মোট সময়ের প্রয়োজন হবে ৭ ঘন্টা ৪৪ মিনিট (সময় কম বেশি হতে পারে)। আর এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য আপনার ট্রেন ভাড়া দিতে হবে ৩ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৯০০ টাকা। মূলত এই ট্রেন ভাড়া আপনার সিটের উপর নির্ভর করবে।
তো যখন আপনি কলকাতা গিয়ে পৌঁছাবেন তারপর আপনাকে পুনরায় কলকাতা থেকে চেন্নাই যেতে হবে। তাই এবার আমাদের কলকাতা থেকে ট্রেনের যাওয়ার সকল বিষয় গুলো জানতে হবে। যেগুলো নিচের আলোচনায় বিস্তারিত উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া কত টাকা?
কলকাতা থেকে চেন্নাই ট্রেন যোগাযোগ
Kolkata to Chennai train fare: বর্তমান সময়ে আপনি দুইটি ভালো মানের ট্রেনের সাহায্য কলকাতা থেকে চেন্নাই যেতে পারবেন। আর সেগুলো হলো, COROMANDAL EXP এবং কলকাতা চেন্নাই মেইল এর মাধ্যমে।
তো যখন আপনি ট্রেনে করে কলকাতা থেকে চেন্নাই যাবেন। তখন আপনাকে দীর্ঘ ২৮ ঘন্টা ০৫ মিনিট এর দীর্ঘ পথ ভ্রমন করতে হবে। আর ট্রেনের মাধ্যমে কলকাতা থেকে চেন্নাই যেতে আপনাকে নির্দিষ্ট পরিমান ভাড়া দিতে হবে। যেমন,
- ফার্স্ট এসি (1A) – ৪,৪৬০ টাকা।
- টু টায়ার এসি স্লিপার (2A) – ২,৬২৫ টাকা।
- থ্রী টায়ার এসি স্লিপার (3A) – ১,৮২৫ টাকা।
- থার্ড এসি ইকোনমি (3E) – ১,৭১৫ টাকা।
- স্লিপার ক্লাস (SL) – ৬৯৫ টাকা।
বর্তমান সময়ে আপনার কলকাতা চেন্নাই যেতে আপনার যে পরিমান ট্রেন ভাড়া দিতে হবে। সেই ভাড়ার তালিকা উপরে উল্লেখ করা হয়েছে।
ঢাকা থেকে চেন্নাই প্লেন ভাড়া কত টাকা?
Dhaka to Chennai plane fare: উপরে আলোচনা থেকে আমরা ঢাকা থেকে চেন্নাই যেতে কত টাকা ট্রেন ভাড়া লাগবে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো এবার আমি আপনাকে ঢাকা থেকে চেন্নাই যেতে কত টাকা প্লেন ভাড়া লাগবে সে বিষয়ে স্বল্প আকারে ধারনা দিবো।
তো বর্তমান সময়ে আপনি বিভিন্ন প্লেনের মাধ্যমে চেন্নাই যেতে পারবেন। আর সেই প্লেনের ভাড়া হিসেবে আপনার একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে।
আরো পড়ুনঃ কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া
আপনার জন্য আমাদের শেষকথা
বর্তমান সময়ে আপনি সরাসরি ট্রেনে করে ঢাকা থেকে চেন্নাই যেতে পারবেন না। তবে আপনি চাইলে বিমানের মাধ্যমে খুব সহজেই চেন্নাই যেতে পারবেন।
তো যদি আপনি এই ধরনের অজানা তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।