ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া কত টাকা?
How much is the air fare from Dhaka to Vellore?: আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ ভেলোয় যায়। আর আপনি যদি ঢাকা থেকে ভেলো যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে বিমানের মাধ্যমে যেতে হবে। কিন্তুু বিমানে যেতে হলে আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে।
সেগুলো হলো, ঢাকা থেকে কোন বিমানে ভেলো যাওয়া যায়। ঢাকা থেকে বিমানে ভেলো যেতে কত টাকা ভাড়া লাগে ইত্যাদি। তো আপনি যদি উক্ত বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।
তাই চলুন, আর দেরী না করে সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।
কোন বিমানে ঢাকা থেকে ভেলো যাওয়া যায়?
বর্তমান সময়ে আপনি বিভিন্ন বিমানের মাধ্যমে ঢাকা থেকে ভেলো যেতে পারবেন। তবে যে বিমান গুলো নিয়মিত ঢাকা থেকে ভেলো যাওয়া আসা করে। সেই বিমান গুলোর নাম নিচে উল্লেখ করা হলো। যেমন,
- US-Bangla Airlines 205
- IndiGo 8298
উপরের তালিকা তে আপনি যে দুটি এয়ারলাইন্স এর নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দুটি এয়ারলাইন্স এর মাধ্যমে আপনি প্রতিনিয়ত ঢাকা থেকে ভেলো যেতে পারবেন।
আরো পড়ুনঃ বিমান টিকেট মূল্য মালয়েশিয়া
ঢাকা থেকে ভেলো বিমানের যাত্রার সময়সূচি
উপরের আলোচনা থেকে আমরা জানলাম, বর্তমান সময়ে কোন এয়ারলাইন্স এর সাহায্য ঢাকা থেকে ভেলো যাওয়া যাবে। তো এবার আমাদের জানতে হবে যে, সেই বিমান গুলো কখন আমাদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে। সেই সাথে কত ঘন্টার জার্নি করে ভেলো পৌঁছা যায় সে সম্পর্কেও জানতে হবে।
আর এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি ঢাকা থেকে ভেলো বিমান যাত্রার সময়সূচি দেখে নিতে পারবেন। যেমন,
Flight No | Departure | Arrival | Days of Operation |
US-Bangla Airlines 205 | 10:30 AM | 12:40 PM | Sunday, Monday, Tuesday, Wednesday, Friday |
IndiGo 8298 | 2:45 PM | 5:05 PM | Saturday, Thursday |
তো যারা আসলে ঢাকা থেকে ভেলো বিমানের সময়সূচি সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের সঠিক সময় জানিয়ে দেওয়ার জন্য উপরের তালিকা টি প্রদান করা হয়েছে।
আরো পড়ুনঃ নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ
ঢাকা থেকে ভেলো বিমান ভাড়া কত টাকা?
এতক্ষনের আলোচনা থেকে আমরা ঢাকা থেকে ভেলো বিমান নিয়ে প্রয়োজনীয় তথ্য গুলো জানতে পেরেছি। তো এবার আমাদের যে বিষয়টি জানতে হবে। সেটি হলো, বর্তমান সময়ে ঢাকা থেকে ভেলো যেতে কত টাকা বিমান ভাড়ার দিতে হবে।
তো বর্তমান সময়ে আপনি মোট ০২ টি এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা থেকে ভেলো যেতে পারবেন। আর সেই বিমান এর ভাড়া নিচের তালিকা তে প্রদান করা হলো। যেমন,
- US-Bangla Airlines – 12000 BDT
- IndiGo Airlines – 12100 BDT
যারা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিমানযোগে ভেলো যেতে চান। তাদের জন্য মোট কত টাকা করে বিমান ভাড়া প্রদান করতে হবে। তার উপরের তালিকা তে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ বিমান টিকেট মূল্য ঢাকা টু কক্সবাজার
ঢাকা থেকে ভেলো যাওয়ার সময় ও দুরত্ব কত?
আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ, আমাদের ঢাকা থেকে ভেলোর মোট দুরত্ব হলো প্রায় 1688.2 কিলোমিটার। আর আপনি যদি বিমান এর মাধ্যমে এই দীর্ঘ দুরত্ব ভ্রমন করেন। তাহলে আপনার মোট সময়ের প্রয়োজন হবে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট এর মতো।
আর বর্তমান সময়ে সপ্তাহে মোট ০৭ টি ফ্ল্যাইটের মাধ্যমে আপনি ঢাকা থেকে ভেলো যাতায়াত করতে পারবেন। তো যদি আপনি ঢাকা থেকে ভেলো যাওয়ার জন্য টিকেট বুকিং সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান। তাহলে আপনি নিচে শেয়ার করা নম্বর গুলো তে কনট্যাক্ট করবেন। যেমন,
- 01841-289170
- 01841-289171
- 01841-289172
- 01841-289173
- 01841-289174
অথবা আপনি চাইলে (1/1, Shukrabad, Mirpur Road, Dhaka) এই ঠিকানায় অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
আরো পড়ুনঃ সৌদি টু বাংলাদেশ ফ্লাইট
আমাদের শেষকথা
যারা আসলে বিমানের মাধ্যমে ঢাকা থেকে ভেলো যেতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে। কারণ আজকে আমি উক্ত বিষয়ে যাবতীয় তথ্য গুলো শেয়ার করেছি আপনার সাথে।
তো যদি আপনি এই ধরনের অজানা তথ্য গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে ভ্রমন করুন।