কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া

Kolkata to Vellore train fare: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে কলকাতা থেকে ভেলো যেতে চান। তো সেই সময় অনেকেই ট্রেনের মাধ্যমে কলকাতা থেকে ভেলো যেতে চায়। তবে আপনিও যদি কলকাতা থেকে ভেলো যেতে চান। তাহলে সবার আগে আপনাকে জানতে হবে যে, কলকাতা থেকে ভেলো যাওয়ার কোনো ট্রেন আছে কিনা। এছাড়াও সেই ট্রেনের মাধ্যমে কলকাতা থেকে ভেলো যেতে ভাড়া কত লাগবে, জার্নি করার সময় কত ঘন্টা লাগবে এই যাবতীয় বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে।

কেন আপনি কলকাতা থেকে ভেলোর যাবেন?

বিভিন্ন কারণে আমাদের ভেলোতে যাওয়ার দরকার হয়। যেমন, আমাদের মধ্যে অনেক মানুষ ভ্রমন করতে অনেক ভালোবাসে। তো তারা ভেলোতে দর্শনীয় স্থান গুলো ভ্রমন করার জন্য যায়। তবে সবাই যে ভ্রমন করার উদ্দেশ্যে ভেলোতে যায়, বিষয়টা কিন্তুু এমন নয়।

কেননা, আমরা সকলেই জানি যে, ভেলোতে অনেক উন্নতমানের চিকিৎসা প্রদান করা হয়। আর সে কারণে ভারতের বিভিন্ন স্থান থেকে ভেলোতে মানুষ চিকিৎসা করার জন্য ছুটে আসে। এছাড়াও আরো অনেক কারণে মানুষ ভেলোতে আসে। তবে মানুষভেদে কারণ গুলো ভিন্ন ভিন্ন হয়।

আরো পড়ুনঃ ভেলোর হোটেল ভাড়া সম্পর্কে জেনে নিন

কলকাতা থেকে ভেলোর ট্রেনে যাওয়া যায়?

এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে সেটি হলো, বর্তমান সময়ে কি সরাসরি কলকাতা থেকে ভেলো যাওয়ার জন্য সরাসরি ট্রেন পাওয়া যায় কিনা। আর যদি আপনিও এই বিষয় টি সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে বলবো যে, হ্যাঁ! পাওয়া যায়।

তবে মাত্র ০১ টি ট্রেন আছে, যেটি নিয়মিত কলকাতা থেকে ভেলো যাওয়া আসা করে। এর বাইরে আরো বেশ কিছু ট্রেন যাওয়া আসা করলেও সেগুলো আসলে নিয়মিত যায়না। কেননা, এমন অনেক ট্রেন আছে, যেগুলো সপ্তাহে মাত্র ০১ দিন যায় আবার কিছু কিছু ট্রেন সপ্তাহে ২-৩ দিন যায়।

কোন ট্রেন নিয়মিত কলকাতা থেকে ভেলোর যাতায়াত করে?

উপরের আলোচনা তে আমি আপনাকে একটা কথা বলেছি। আর সেই কথাটি হলো, বর্তমান সময়ে মাত্র ০১ টি ট্রেন কলকাতা থেকে ভেলোর নিয়মিত যাতায়াত করে যে ট্রেনের নাম হলো, হাওড়া ওয়াইপিআর এক্সপ্রেস (HWH YPR Express). এই ট্রেনটি প্রতিদিন কলকাতা থেকে ভেলো যাতায়াত করে। আর কলকাতা থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয় রাত ১১ টা থেকে আর উক্ত ট্রেনটি ভেলোতে গিয়ে পৌঁছায় পরের দিবাগত রাত ০৩ টার সময়।

তো এই দীর্ঘ জার্নির মোট সময় হলো, ২৮ ঘন্টাম ১০ মিনিট এর মতো। তো এখন ভেবে দেখুন যে, কলকাতা থেকে ভেলোতে যেতে আপনার কত সময় ধরে জার্নি করতে হবে। আর এই দীর্ঘ জার্নির মাধ্যমে আপনি কলকাতা থেকে ভেলো যেতে পারবেন।

কিন্তুু এগুলো ছাড়াও আরো অনেক ট্রেন আছে যেগুলো তে আপনি কলকাতা থেকে ভেলো যেতে পারবেন। আর সেগুলো হলো, 

  1. HWH PDY SUF EXP (রবিবার)
  2. YPR SUP AC EXP (সোমবার)
  3. GURUDEV Express (বুধবার)
  4. HWH HUMSAFAR (মঙ্গলবার)

উপরের তালিকা তে আপনি যে সকল ট্রেনের নাম দেখতে পাচ্ছেন। উক্ত ট্রেন গুলোর মাধ্যমে আপনি কলকাতা থেকে ভেলো যেতে পারবেন।

আরো পড়ুনঃ সিএমসি ভেলোর হেমাটোলজি ডাক্তারের তালিকা

কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া কত (টাকা)

কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া কত হবে সেটা মূলত নির্ভর করবে আপনি কোন ট্রেনে যাবেন তার উপর। কেননা, ট্রেন ভেদে ভাড়ার পরিমানও কিছুটা কম বা বেশি হয়। তবে স্বাভাবিক ভাবে কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া ২,৭১০টাকা থেকে ৬,৪০০টাকার মতো খরচ হয়। (ট্রেনের সিট ভেদে ভাড়ার পরিমান কম বেশি হবে)

আরো পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার নতুন নিয়ম

কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া – FAQ

Q: কলকাতা থেকে চেন্নাই ট্রেন ভাড়া

A: এসি টু টায়ার ২৩৮০ টাকা, এসি থ্রি টায়ার ১৬২৫ টাকা, স্লিপার ৬০০ টাকা, সিটিং ৩৫৫ টাকা। (ভাড়ার পরিমান যেকোনো সময় বাড়তে পারে)।

Q: হাওড়া টু চেন্নাই ট্রেন ভাড়া

A: ৬৭৫ টাকা থেকে ৪৮০ টাকা।

Q: কলকাতা টু চেন্নাই কত কিলোমিটার?

A: ১,৬৬৭.৯ কিলোমিটার।

Q: ঢাকা টু চেন্নাই কত কিলোমিটার?

A: ১,৯৬১.৯ কিলোমিটার।

Q: বাংলাদেশ টু চেন্নাই প্লেন ভাড়া কত?

A: একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকায়। বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকায়।

আমাদের শেষকথা

কলকাতা থেকে ভেলো ট্রেন ভাড়া কত -সেটি আজকে জানিয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি এমন অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *