চেন্নাই থেকে ভেলোর ট্রেন ভাড়া কত?
How much is Chennai to Vellore train fare?: আপনি কি চেন্নাই থেকে ভেলোর যেতে চান? -তাহলে আপনি একবারে সঠিক জায়গাতে চলে এসেছেন। কারণ, আপনি কোন কোন ট্রেনের মাধ্যমে চেন্নাই থেকে ভেলোর যেতে পারবেন। সেজন্য আপনাকে কত ভাড়া দিতে হবে। এই যাবতীয় বিষয় গুলো সম্পর্কে আজকে আমি আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দিবো।
আর যদি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্য গুলো সম্পর্কে বিষদ ভাবে জানতে চান। তাহলে আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে। তাই আর দেরী না করে চলুন, সরাসরি মূল টপিকে ফিরে যাওয়া যাক।
কিভাবে চেন্নাই থেকে ভেলোর ট্রেন বুকিং দিবো?
আপনি যদি একজন ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনি চাইলে অনলাইনে নিজের ঘরে বসে ট্রেন বুকিং দিতে পারবেন। তবে অনলাইনে ট্রেন বুকিং দেওয়ার জন্য আপনাকে যে সকল নিয়ম মানতে হবে। সেই নিয়ম গুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো। যেমন,
- সবার প্রথমে আপনি এই লিংকে প্রবেশ করুন।
- যদি আপনার এই ওয়েবসাইটে কোনো একাউন্ট না থাকে। তাহলে নতুন একটি একাউন্ট তৈরি করে নিন।
- তারপর আপনি উপরের পিকচারে দেখানো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- সবার শুরুতে আপনি যেখান থেকে ট্রেনের যাত্রা শুরু করতে চান। সেটি “From” নামক অপশনে প্রদান করুন।
- এরপর আপনি সেখান থেকে কোথায় যেতে চান। সেটি “To” এর মধ্যে উল্লেখ করুন।
- আপনি কত তারিখের জন্য ট্রেন টিকেট কাটতে চান। সেটি “Date” অপশনে প্রদান করুন।
আপনি যখন উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন। তারপর ট্রেনের টিকেট কাটার জন্য আপনাকে আরো বেশ কিছু তথ্য প্রদান করতে হবে। আর সেগুলো কিভাবে প্রদান করবেন। সেগুলো নিচে প্রদান করা হলো। যেমন,
- এবার আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে ফিল্টারিং করতে হবে।
- সেজন্য প্রথমে আপনি ট্রেনের কোন শ্রেনী বুকিং করতে চান। তা আপনাকে “Class” অপশনে সিলেক্ট করে দিতে হবে।
- ঠিক একইভাবে আপনাকে Quota সিলেক্ট করতে হবে।
আর আপনি যখন এই পদ্ধতির মাধ্যমে ফিল্টারিং করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি সেই তারিখের ট্রেন গুলোর নাম দেখতে পারবেন।
এর পাশাপাশি সেই ট্রেনের মাধ্যমে চেন্নাই থেকে ভেলো যেতে আপনার কত সময় লাগবে। সেটিও আপনি ট্রেনের নামের নিচে দেখতে পারবেন। তো এবার আপনাকে পেমেন্টে করতে হবে। আর আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন, Phonepe, Gpey, Amazon ইত্যাদি।
আরো পড়ুনঃ ভেলোর হোটেল ভাড়া সম্পর্কে জেনে নিন
উপরের আলোচনা থেকে আমরা চেন্নাই টু ভেলো ট্রেন বুকিং করার নিয়ম গুলো সম্পর্কে জানলাম। তো এবার আমাদের জানতে হবে যে, চেন্নাই থেকে ভেলোর ট্রেন ভাড়া কত।
আর আপনি যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, বর্তমান সময়ে চেন্নাই থেকে ভেলো যেতে কত ট্রেন ভাড়া লাগবে। সেটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, এমন অনেক ট্রেন আছে, যেগুলো চেন্নাই থেকে ভেলো যাতায়াত করে।
আর প্রতিটা ট্রেনের বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে। তাই আপনি যদি এখানে ক্লিক করার পর, আপনার যাবতীয় তথ্য দিয়ে সার্চ করেন। তাহলে আপনার কাঙ্খিত ট্রেনের নাম দেখতে পারবেন। আর উক্ত ট্রেন এর মাধ্যমে ভেলো যেতে আপনার কত ভাড়া লাগবে। সেটিও আপনি জেনে নিতে পারবেন।
তবে স্বাভাবিক ভাবে চেন্নাই থেকে ভেলো যাওয়ার জন্য ₹১৪.৭১ থেকে ₹৩৫ পর্যন্ত ট্রেন ভাড়া দিতে হয়। আবার ট্রেন ও ট্রেনের ক্লাস ভেদে এই ভাড়ার পরিমান কম বা বেশি হতে পারে।
আরো পড়ুনঃ ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া কত টাকা?
আপনার জন্য আমাদের কিছুকথা
আপনারা যারা চেন্নাই থেকে ভেলো ট্রেন ভাড়া সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের কে সঠিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
এছাড়াও কিভাবে আপনি ট্রেনের টিকেট বুকিং করবেন। সেই পদ্ধতি গুলো আজকে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে।
তো আশা করি, এই আর্টিকেল টি আপনার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।