আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি?

How many states in America: মার্কিন যুক্তরাষ্ট্র এর বিভিন্ন নাম রয়েছে আর সেই নাম গুলো হলো, U.S, the USA, ও America. তো আপনারা যারা আসলে জানতে চান যে, আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি। তাদের উদ্দেশ্যে এবার আমি আমেরিকার মোট অঙ্গরাজ্য গুলোর তালিকা প্রদান করবো। এর পাশাপাশি সেই অঙ্গরাজ্য গুলোর নাম শেয়ার করবো আপনার সাথে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?

বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ৫০টি স্বতন্ত্র রাজ্যের সমন্বয়ে গঠিত এই দেশটি তার বৈচিত্র্য, ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। সংক্ষেপে বলা যায়, অঙ্গরাজ্য হলো একটি স্ব-শাসিত রাষ্ট্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অধীনে বিদ্যমান। প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার, আইন ব্যবস্থা, পতাকা এবং সংবিধান রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৭৭৬ সালে মাত্র ১৩টি অঙ্গরাজ্য ছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও ৩৭টি অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়। সর্বশেষ, ১৯৫৯ সালে হাওয়াই ৫০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

আমেরিকার রাজ্যগুলোর নাম

আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি?

American state names: বর্তমান সময়ে আমেরিকার মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো, ৫০ টি। আর সেই অঙ্গরাজ্য এর নাম গুলো নিচের তালিকা তে ধাপে ধাপে উল্লেখ করা হলো। যেমন,

  1.  আলাবামা (Alabama),
  2. আলাস্কা (Alaska),
  3. অ্যারিজোনা (Arizona),
  4. আর্কানসাস (Arkansas),
  5. ক্যালিফোর্নিয়া (California),
  6. কলোরাডো (Colorado),
  7. কানেটিকাট (Connecticut),
  8. ডেলাওয়্যার (Delaware),
  9. ফ্লোরিডা (Florida),
  10. জর্জিয়া (Georgia),
  11. হাওয়াই (Hawaii),
  12. আইডাহো (Idaho),
  13. ইলিনয় (Illinois),
  14. ইন্ডিয়ানা (Indiana),
  15. আইওয়া (Iowa),
  16. ক্যানসাস (Kansas),
  17. কেন্টাকি (kentucky),
  18. লুইজিয়ানা (Louisiana),
  19. মেইন (Maine),
  20. মেরিল্যান্ড (Maryland),
  21. ম্যাসাচুসেট্‌স (Massachusetts),
  22. মিশিগান (Michigan),
  23. মিনেসোটা (Minnesota),
  24. মিসিসিপি (Mississippi),
  25. মিজুরি (Missouri),
  26. মন্টানা (montana),
  27. নেব্রাস্কা (Nebraska),
  28. নেভাডা (Nevada),
  29. নিউ হ্যাম্প্‌শায়ার (New Hampshire),
  30. নিউ জার্সি (New Jersey),
  31. নিউ মেক্সিকো (New Mexico),
  32. নিউ ইয়র্ক (New York),
  33. নর্থ ক্যারোলাইনা (North Carolina),
  34. নর্থ ডাকোটা (North Dakota),
  35. ওহাইও (ohio),
  36. ওক‌লাহোমা (Oklahoma),
  37. অরেগন (Oregon),
  38. পেনসিলভেনিয়া (Pennsylvania),
  39. রোড আইল্যান্ড (Rhode Island),
  40. সাউথ ক্যারোলাইনা (South Carolina),
  41. সাউথ ডাকোটা (South Dakota),
  42. টেনেসী (Tennessee),
  43. টেক্সাস (Texas),
  44. ইউটা (Utah),
  45. ভার্মন্ট (Vermont),
  46. ভার্জিনিয়া (Virginia),
  47. ওয়াশিংটন (Washington),
  48. ওয়েস্ট ভার্জিনিয়া (West Virginia),
  49. উইসকনসিন (Wisconsin),
  50. ওয়াইয়োমিং (Wyoming),

আমরা উপরের তালিকা তে আমেরিকার মোট ৫০ টি অঙ্গরাজ্যের নাম দেখতে পাচ্ছি। তো যারা আসলে আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি সে সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি, তারা তাদের প্রশ্নের সঠিক উত্তর জানতে পেরেছেন।

আরো পড়ুনঃ কানাডার অঙ্গরাজ্য কয়টি জেনে রাখুন

আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম কি?

The name of the largest state in America: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চায় যে, আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম কি। তো যারা এই বিষয় টি সম্পর্কে জানতে চান, তারা জেনে রাখুন আমেরিকার সবেচেয় বড় অঙ্গরাজ্যের নাম হলো, আলাস্কা।

আলাস্কা প্রথমে রাশিয়ার একটি রাজ্য ছিলো। কিন্তুু সেই সময়ে আলাস্কাতে বসবাস করা ছিলো খুবই কষ্টসাধ্য একটি কাজ। কেননা, সেই সময়ে এই অঞ্চলে কোনো ধরনের প্রাকৃতিক উৎস ছিলো না। উক্ত সময়ে আলাস্কাতে রাশিয়ানরা শুধু পশম চাষ ও ধর্মপ্রচার করতো।

তাই বিভিন্ন দিক বিবেচনা করে উক্ত সময়ে রাশিয়া আলাস্কা নামক এই অংশ টি বিক্রি করার সিন্ধান্ত নিয়েছিলো। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে আমেরিকা উক্ত অংশ টি চুক্তির মাধ্যমে কিনে নেয়। তারপর আমেরিকার সাথে আলাস্কা নামক বৃহৎ একটি অঞ্চল যুক্ত হয়েছিলো।

আরো পড়ুনঃ আমেরিকা স্পাউস ভিসা কি? | কিভাবে Spouse Visa পাবেন?

আমেরিকা ৫০ তম অঙ্গরাজ্যের নাম কি?

America is the name of the 50th state: হাওয়াই হলো আমেরিকার ৫০ তম অঙ্গরাজ্য। ১৯৫৯ সালে সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়, হাওয়াই। এই শেষ আমেরিকান অঙ্গরাজ্যটির অবস্থান হলো, হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। 

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে?

আমেরিকা সম্পর্কে অজানা তথ্য

আমেরিকা সম্পর্কে অজানা তথ্য

আমেরিকা সম্পর্কে কিছু অজানা তথ্য

আমরা উপরের আলোচনা থেকে আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি সে সম্পর্কে জানলাম। তো এবার আমি আপনাকে আমেরিকা সম্পর্কে কিছু অজানা তথ্য জানিয়ে দিবো। আর সেই তথ্য গুলো নিচে উল্লেখ করা হলো,

  1. আমেরিকার মধ্যে বসবাসকারী মানুষেরা “0” বা শূণ্য কে ইংরেজি ”ও” বর্ণের মাধ্যমে উচ্চারন করে। যেমন, আমরা যদি এক শ দুই বলি, তাহলে আমেরিকানরা বলবে, “ওয়ান ও টু”। তবে কেন তারা এমনটা বলে, তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। 
  2. যদি কোনো আমেরিকান নাগরিক এর তিন শব্দের নাম থাকে। তারপরেও কাগজে কলমে তার মাত্র দুইটি নাম ব্যবহার করতে হয়। যেমন, First Name এবং Last Name.
  3. আমেরিকা তে সব ধরনের পণ্য গুলোর দাম ভগ্নাংশে প্রকাশ করা হয়। যেমন, আপনি যদি একটি আইসক্রিম কিনতে যান। তাহলে আপনাকে ১.৯৯ ডলার দিয়ে কিনতে হবে। 
  4. আমরা টয়লেট কে টয়লেট বললেও, আমেরিকানরা টয়লেট কে বলে, রেষ্টরুম। এবং আপনি যদি এই রেষ্টরুমের মেঝেতে পানি ফেলেন। তাহলে আপনি রীতিমতো অপরাধমূলক কাজ করে ফেলবেন।

তো আমি যতটুকু আমেরিকা সম্পর্কে অজানা তথ্য জানতে পেরেছি। সেই তথ্য গুলো শেয়ার করলাম আপনার সাথে।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায় 

আমেরিকা অঙ্গরাজ্য নিয়ে আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আমরা আমাদের Learning Boss ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলো শেয়ার করি। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আমি আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো যদি আপনি বিনামূল্যে এই ধরনের অজানা বিষয় গুলো জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *