বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে?
How long does it take to travel from Bangladesh to America: যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে আমেরিকা যেতে চান তাহলে সবার আগে আপনার মাথায় যে প্রশ্নটি আসবে। সেটি হলো, বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে। তো যদি আপনি আমাদের বাংলাদেশ থেকে জনপ্রিয় এয়ারলাইন্স গুলোর মাধ্যমে আমেরিকার ফ্ল্যাইট শুরু করেন। তাহলে আপনার বাংলাদেশ থেকে আমেরিকা যেতে সময় লাগবে সর্বোচ্চ ১৩ ঘণ্টা ৫৫ মিনিট। তবে এই সময় সম্পূর্ণ ভাবে নির্ভর করবে এয়ারলাইন্স এর উপর।
বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলোমিটার?
যেহুতু আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে সে সম্পর্কে জানতে চান। সেহুতু সবার আগে আপনাকে এই দুইটি দেশের দুরত্ব সম্পর্কে জেনে নিতে হবে। আর আপনি যদি এই দুটি দেশের দুরুত্ব জানতে চান তাহলে বলবো যে, গুগলের দেওয়া তথ্য হিসেবে বাংলাদেশ থেকে আমেরিকার মোট দুরুত্ব হলো প্রায়, ১৩ হাজার ২১৯ কিলোমিটার।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে?
উপরের আলোচনা থেকে আমরা বাংলাদেশ থেকে আমেরিকার দুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। তো এখন আমাদের মূল বিষয়টি জেনে নিতে হবে। সেটি হলো, বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে। আর আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি প্রথম সারির জনপ্রিয় এয়ারলাইন্সে ফ্ল্যাইট শুরু করেন। তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা পৌঁছাতে আপনার কমপক্ষে ২৩ ঘণ্টা ৩৫ মিনিট এর মতো সময় লাগবে।
তবে আপনার ক্ষেত্রেও যে একই সময় এর প্রয়োজন হবে বিষয়টা এমন নয়। কেননা, এই সময়টি শুধুমাত্র আমাদের অনুমান মাত্র। এর কারণ হলো, আপনার আসলে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে মোট কত ঘন্টা সময় লাগবে। সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে, আপনি আসলে কোন এয়ারলাইন্সে যাবেন তার উপর। কিন্তুু স্বাভাবিক ভাবে যে সময় এর প্রয়োজন হয় সেই সময়টি উপরে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত?
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে আমেরিকা বিমান ভাড়া কত?
Bangladesh to New York | 1400 to 1600 dollars |
Bangladesh to Washington | 1600 to 1800 dollars |
Bangladesh to Chicago | 1400 to 1650 dollars |
Bangladesh to Los Angeles | 1700 to 1900 dollars |
Bangladesh to Houston | 1700 to 1900 dollars |
Bangladesh to Boston | 1500 to 2000 dollars |
Bangladesh to Francisco | 1800 to 2000 dollars |
Bangladesh to Dallas | 1800 to 1900 dollars |
Bangladesh to Seaton | 2100 to 2300 dollars |
বাংলাদেশ থেকে আমেরিকা – FAQ
Q: আমেরিকা ওয়ার্ক পারমিট ভিসার দাম কত?
A: আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় আমেরিকা যেতে চান। তাদের ভিসা আবেদন ফি হিসেবে প্রায় ১৭ হাজার থেকে ১৮ হাজার টাকার মতো খরচ করতে হবে। কিন্তুু ওয়ার্ক পারমিট ভিসায় আমেরিকা যেতে আপনার সব মিলিয়ে মোট ১০ লাখ থেকে ১৫ লাখ টাকার মতো খরচ করতে হবে।
Q: বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে?
A: প্রথম সারির এয়ারলাইন্স গুলোতে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রায় সর্বোচ্চ ২৩ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। আর এই একই সময়ে আপনি আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে আসতে পারবেন।
Q: কোন এয়ারলাইন্স বাংলাদেশ থেকে আমেরিকা যায়?
A: বর্তমান সময়ে অনেক এয়ারলাইন্স আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা যায়। তবে সেগুলোর মধ্যে অন্যতম হলো, SAUDIA, Air India, Kuwait Airways, Multiple Airlines, Qatar Airways, Cathay Pacific ইত্যাদি।
আপনার জন্য কিছুকথা
আপনারা অনেকেই জানতে চান যে, বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে। তো তাদের কে এই সময় সম্পর্কে ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে আমেরিকা থেকে কত টাকা বিমান ভাড়া লাগে। সে সম্পর্কে উপরে বিস্তারিত বলা হয়েছে।
তবে এরপরও যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।