কানাডার অঙ্গরাজ্য কয়টি জেনে রাখুন
How many provinces in Canada: একটি দেশের মধ্যে যখন আরো ছোটো প্রদেশ থাকে। তখন সেই ছোট্ট প্রদেশ গুলো কে বলা হয়, অঙ্গরাজ্য। আর উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থান করা কানাডা তে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো, ১০ টি। তো এই প্রদেশ গুলোর নাম কি, সেগুলো কোথায় অবস্থিত, সে সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
কানাডা কি?
আমাদের সকলের একটা বিষয় জেনে নেওয়া উচিত। সেটি হলো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রের নাম হলো, কানাডা। আর এই বৃহৎ রাষ্ট্রটি উত্তর আমেরিকা তে অবস্থিত। যার মোট প্রদেশ এর সংখ্যা হলো ১০ টি। কানাডার রাজধানীর নাম হলো, অটোয়া। এবং এই রাষ্ট্রের মধ্যে থাকা অন্যান্য নগরী গুলো চাইতে টরন্টো নগরী কে সবচেয়ে বড় হিসেবে ধরা হয়ে থাকে।
আর কানাডা তে মোট ০২ টি সরকারি ভাষা আছে। যে ভাষা গুলোর নাম হলো, ইংরেজি ও ফরাসি। এবং কানাডা তে অবস্থান করা মানুষ এই দুই ভাষাতেই কথা বলে থাকে। এই রাষ্ট্রে মোট যতগুলো মানুষ বাস করে। তাদের মধ্যে প্রায় ৬৭.২% মানুষ খ্রিষ্টান। এবং ২৩.৯% মানুষ আছেন, যারা কোনো ধরনের ধর্ম পালন করেনা। তবে এই রাষ্ট্রে ৩.২% মুসলিম ও ১.৫% হিন্দু ধর্মালম্বী বসবাস করেন।
কানাডার অঙ্গরাজ্য কয়টি?
আমি উপরের আলোচনা তে আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, বর্তমান সময়ে কানাডা তে মোট ১০ টি অঙ্গরাজ্য আছে। আর এবার আমি আপনাকে সেই সকল অঙ্গরাজ্য গুলোর নাম বলবো। যেমন,
- আলবার্তা,
- ব্রিটিশ কলাম্বিয়া,
- মনিটোবা,
- নিউ ব্রুনসউইক,
- নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডার,
- নোভা স্কশিয়া,
- অন্টারিও,
- প্রিন্স এডওয়ার্ড দ্বীপ,
- কেবেক,
- সাসকাচুয়ান,
তো উপরের তালিকা তে আপনি মোট ১০ টি অঙ্গরাজ্যের নাম দেখতে পাচ্ছেন। যেগুলো কানাডার মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রে অবস্থিত।
আরো পড়ুনঃ কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে জেনে নিন
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডায় মুসলিম জনসংখ্যা কত?
এতক্ষনের আলোচনা থেকে আমরা কানাডা কি ও কানাডার অঙ্গরাজ্য কয়টি সে সম্পর্কে জানতে পারলাম। তবে এবার আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিবো। সেটি হলো, কানাডা তে বসবাস করা মোট জনসংখ্যার প্রায় ৬.৬ শতাংশ মানুষ ইসলাম ধর্মালম্বী। এবং ধারনা করা হচ্ছে যে, আগামী ২০৩০ সাল নাগাদ কানাডাতে প্রায় তিন (০৩) মিলিয়ন এরও বেশি মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে।
কানাডায় হিন্দু জনসংখ্যা কত?
যেহুতু আপনি উপরের আলোচনা থেকে কানাডায় মুসলিম জনসংখ্যা কত তা জানলেন। সেহুতু কানাডা তে বসবাস করা হিন্দু জনসংখ্যা সম্পর্কে জেনে নেওয়া দরকার। আর বর্তমান সময়ে কানাডা তে মোট যত গুলো মানুষ বসবাস করে। তাদের মধ্যে প্রায় ২.৩% মানুষ আছেন। যারা মূলত হিন্দু ধর্মের অনুসারী। এবং কানাডা তে হিন্দু জনসংখ্যার পরিমানও ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে।
কানাডায় কত শতাংশ মানুষ নাস্তিক?
যদিওবা কানাডা তে বসবাস করা প্রায় ৬৭.২% মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করে। কিন্তুু তারপরও এই দেশের মধ্যে ব্যাপক পরিমান নাস্তিক আছে। যারা মূলত কোনো ধরনের ধর্ম পালন করেনা। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন। কারণ, ২০২১ সালে আয়োজিত হওয়া আদমশুমারি হিসেবে, প্রায় ৩৪.৬% শতাংশ মানুষ আছেন। যারা কোনো ধর্মীয় অনুশাসন মান্য করেনা। যা সত্যিই অবাক করে দেওয়ার মতো।
কানাডার জমির মালিক কে?
বর্তমানে কানাডা তে মোট যত জমি আছে, সেগুলোর মধ্যে অধিকাংশ সরকারি জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই সরকারি জমি গুলোকে কানাডিয়ানরা “ক্রাউন ল্যান্ড” বলে থাকে। কেননা, আপনি যদি কানাডার নথি খুলে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, কানাডা তে প্রায় ৮৯% জমি ক্রাউন্ড ল্যান্ড এর। এবং কানাডায় স্থায়ী বাসিন্দাদের শুধুমাত্র ১১% ব্যক্তিগত মালিকানা জমি আছে।
কানাডার অঙ্গরাজ্য নিয়ে আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে কানাডার অঙ্গরাজ্য কয়টি সে সম্পর্কে সঠিক ধারনা দেওয়া হয়েছে। এছাড়াও কানাডা সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করেছি, যে গুলো আপনার অজানা ছিলো। আর যদি আপনি এমন অজানা তথ্য গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।