Ielts করে বিদেশ যাওয়ার খরচ সম্পর্কে জানুন

Cost of going abroad for IELTS: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা গুগলে সার্চ করেন যে, Ielts করে বিদেশ যাওয়ার খরচ কত। আর আপনিও যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখুন।

Ielts করতে কত টাকা লাগে?

আপনারা অনেকেই নতুন ব্যক্তি হিসেবে আইইএলটিএস করতে চান। তো চলমান সময়ে যারা একবারে নতুন হিসেবে আইইএলটিএস কোর্সে ভর্তি হবেন। তাদের কোর্স ফি হিসেবে মোট ২২ হাজার ৫০০ টাকা দিতে হবে। কিন্তুু প্রতি বছর একই টাকা লাগবে বিষয়টা কিন্তুু এমন নয়। কারণ, প্রতি বছর এই কোর্স ফি এর পরিমান বাড়ানো হয়। 

ielts করে বিদেশ যাওয়ার খরচ

দেখুন, আপনারা অনেকেই জানতে চান যে, ielts করে বিদেশ যাওয়ার খরচ কত টাকা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে, আইইএলটিএস কোর্স করা এবং বিদেশ যাওয়ার খরচের মধ্যে অনেক পার্থক্য আছে। কেননা, আপনি যদি আইইএলটিএস কোর্স করতে চান তাহলে আপনাকে একাডেমিক ফি হিসেবে মোট ২২ হাজার ৫০০ টাকা দিতে হবে। 

কিন্তুু যখন আপনি বিদেশ যাবেন তখন আপনার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। যেমন, আপনি কোন দেশে যেতে চান, কোন ভিসায় বিদেশ যেতে চান, কোন মাধ্যমে বিদেশ যেতে চান ইত্যাদি বিষয়ের উপর খরচ নির্ভর করবে। তাই এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে, ielts করে বিদেশ যাওয়ার খরচ কত টাকা হবে।

কোন দেশ ielts 5.5 ব্যান্ড গ্রহণ করে?

Which country accepts ielts 5.5 band: আমরা সকলেই জানি যে, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন আইইএলটিএস স্কোর এর প্রয়োজন হয়। যেমন, বর্তমান সময়ে অধিকাংশ দেশ গুলোর জন্য আইইএলটিএস স্কোর ০৬ থাকতে হয়। আবার এমন অনেক দেশ রয়েছে, যে দেশ গুলো ielts 5.5 ব্যান্ড গ্রহণ করে। আর সেই দেশ গুলোর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন, 

  1. কানাডা,
  2. অস্ট্রেলিয়া,
  3. নিউজিল্যান্ড,
  4. যুক্তরাজ্য,
  5. আয়ারল্যান্ড,
  6. জার্মানি,
  7. ডেনমার্ক,
  8. সুইডেন,
  9. নরওয়ে এবং
  10. মার্কিন যুক্তরাষ্ট্র,

উপরের তালিকা তে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত সেই দেশ গুলো তে ielts 5.5 ব্যান্ড গ্রহণ করে। তবে এটি হলো সর্বনিন্ম আইইএলটিএস স্কোর। কেননা,  বিভিন্ন ক্ষেত্রে এর থেকেও বেশি স্কোর এর দরকার হয়। 

আরো পড়ুনঃ ডিগ্রি করে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া যাবে কিনা?

Ielts করে বিদেশ যাওয়ার খরচ

Ielts করে বিদেশ যাওয়ার খরচ

আমি কি 5.5 ielts স্কোর সহ যুক্তরাজ্যে পড়াশোনা করতে পারি?

আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছেন। যারা আসলে জানতে চায় যে, 5.5 ielts স্কোর সহ যুক্তরাজ্যে পড়াশোনা করতে পারবো কিনা।

আর আপনিও যদি আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন। তাহলে আমি বলব যে, আপনার আইইএলটিএস স্কোর যদি ৫.৫ থেকে ৬.৫ এর মধ্যে থাকে। তাহলে আপনি যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন।

তবে এখানে একটা কথা বলে রাখা ভালো। সেই কথাটি হলো, এই পরিমাণ স্কোর নিয়ে আপনি যুক্তরাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবিধা পাবেন না। কেননা যুক্তরাজ্যের মধ্যে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যারা ৭.০০ আইইএলটিএস স্কোর বাধ্যতামূলক করেছে।

আরো পড়ুনঃ বিদেশে পড়াশোনার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানুন

6.0 ielts স্কোর কানাডা মাস্টার্স করা যাবে কি?

আপনারা যারা কানাডায় মাস্টার্স করতে চান। তারা বেশ ভালো করেই জানবেন যে, কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে। অবশ্যই ভালো আইইএলটিএস স্কোর এর দরকার হয়।

তবে কানাডায় ৬.০ হলো সর্বনিম্ন আই ই এলটিএস স্কোর। তাই আপনি এই স্কোর নিয়েও কানাডার অনেক বিশ্ববিদ্যালয় আপনার কাঙ্কিত মাস্টার্স কোর্স কমপ্লিট করতে পারবেন।

আরো পড়ুনঃ Hsc এর পর বিদেশে পড়াশোনা করতে চান?

Ielts করে বিদেশ যাওয়ার খরচ – FAQ

Q: Ielts কত টাকা লাগে?

A: নতুনদের জন্য আইইএলটিএস কোর্স ফি হিসেবে ২০,২৫০ টাকা খরচ করতে হয়। 

Q: Ielts কত নাম্বারে কত স্কোর?

A: IELTS স্কোর সর্বদা ০ থেকে ৯ এর মধ্যে। আপনি সর্বনিন্ম স্কোর ০.৫ পেতে পারেন, ঠিক যেমন ৬.৫ বা ৭.৫ পেতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইংরেজি দক্ষতা ও পরীক্ষার উপর নির্ভর করবে। 

Q: Ielts করার জন্য কি কি যোগ্যতা লাগে?

A: আইইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। যদি আপনার বয়স ১৬ বছর হয়, তাহলে আপনি আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন।

Q: ভারতে বছরে কতবার ielts পরীক্ষা হয়?

A: ভারতে প্রতি মাসে ৩টি করে এবং বছরে মোট ৩৬টি আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আমাদের শেষকথা

বিভিন্ন দেশে যাওয়ার জন্য আইইএলটিএস স্কোরের প্রয়োজন হয়। সে কারণে আজকে আমি আপনাকে আইইএলটিএস স্কোর নিয়েই বিস্তারিত বলেছি।

আশা করি, আজকের এই আলোচনা টি আপনার জন্য অনেক ভালো লাগবে। আর আপনি যদি এই ধরনের প্রয়োজনীয় বিষয় গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *