আমেরিকার মুদ্রার নাম কি?
America currency name: আমেরিকা তে ১০০ সেন্ট এর বিনিময়ে ১ ডলার হয়। আর আমেরিকার মুদ্রার নাম হলো, ডলার (Dollar). যার প্রতীক হিসেবে ($) চিহ্ন টি ব্যবহার করা হয়ে থাকে। এবং আমেরিকার মধ্যে থাকা ব্যাংক গুলো যে মুদ্রা কোড ব্যবহার করে, সেটি হলো USD.
তবে বর্তমানে বিভিন্ন দেশের ব্যবহৃত ডলার এর সাথে আমেরিকান ডলার এর তুলনা করা জন্য। আন্তর্জাতিক ভাবে যে সকল দলিল রয়েছে। সেই দলিল গুলোতে US$ ব্যহার করা হয়ে থাকে।
আমেরিকার মুদ্রার নাম কি?
আমেরিকার মুদ্রার নাম হলো, ডলার। এবং আমেরিকা তে ব্যবহার করা ডলার এর প্রতীক হিসেবে $ চিহ্ন ব্যবহার করা হয়। এছাড়াও আমেরিকার মধ্যে অবস্থিত সকল ব্যাংকে মুদ্রার কোড হিসেবে USD ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমেরিকা তে যে সকল কাগজের নোট ব্যবহার করা হয়। সেই কাগজের নোটে যে নকশা রয়েছে, সেই নকশা অনুযায়ী আমেরিকার চলতি ভাষায় একে বলা হয়, গ্রীক বাক।
আরো পড়ুনঃ কানাডার মুদ্রার নাম কি?
আমেরিকা তে কি কি ব্যাংক নোট রয়েছে?
বর্তমান সময় অনুযায়ী আমেরিকা তে বিভিন্ন ধরনের ব্যাংক নোট রয়েছে। তবে সেগুলোর মধ্যে কিছু ব্যাংক নোট অধিক পরিমানে ব্যবহার করা হয়। আবার কিছু ব্যাংক নোট রয়েছে, যেগুলো খুব স্বল্প পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। আর বর্তমান সময়ে আমেরিকা তে যে সকল ব্যাংক নোট ব্যবহার করা হয়। সেগুলো নিচের তালিকা তে উল্লেখ করা হলো। যেমন,
- $1
- $5
- $10
- $20
- $50
- $100
উপরের তালিকা তে আপনি যে সকল আমেরিকার ব্যাংক নোট দেখতে পাচ্ছেন। সেগুলো আমেরিকা তে অধিক পরিমানে ব্যবহার করা হয়। কিন্তুু এগুলোর পাশাপাশি আরো কিছু আমেরিকান ব্যাংক নোট আছে। যে ব্যাংক নোট গুলোর খুব কম পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। যেমন,
- $2
- $500
- $1000
- $5000
- $10,000
- $100,000
আমেরিকা তে যেসকল ব্যাংক নোট অধিক ব্যবহার করা হয়। এবং যে সকল ব্যাংক নোট খুব কম পরিমানে ব্যবহার করা হয়। সেগুলো উপরে তালিকা তে উল্লেখ করা হলো। কিন্তুু ব্যাংক নোট ব্যবহার করার পাশাপাশি আমেরিকাতে বিভিন্ন ধরনের মুদ্রাও ব্যবহার করা হয়। সেগুলো নিচে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি?
আমেরিকা তে কি কি মুদ্রা রয়েছে?
পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংক নোট এর প্রচলন থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে আমেরিকাতেও বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন রয়েছে। আর বর্তমান সময়ে আমেরিকা তে যে সকল মুদ্রার প্রচলন রয়েছে। সেগুলো নিচের তালিকা তে উল্লেখ করা হলো। যেমন,
- 1 Cent
- 5 Cent
- 10 Cent
- 25 Cent
- 50 Cent
যদিওবা আমেরিকা তে অধিক সময় ব্যাংক নোট ব্যবহার করা হয়। তবুও বর্তমান সময়ে আমেরিকা তে যে সকল মুদ্রার প্রচলন রয়েছে। সেই মুদ্রা গুলোর তালিকা উপরে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ আমেরিকা স্পাউস ভিসা কি? | কিভাবে Spouse Visa পাবেন?
আমেরিকান ডলার এর প্রয়োজনীয়তা
যেহুতু উপরের আলোচনা থেকে আমরা আমেরিকার মুদ্রার নাম কি সে সম্পর্কে জানলাম। সেহুতু এবার আমাদের আমেরিকান ডলার এর গুরুত্ব সম্পর্কেও জেনে নিতে হবে। কেননা, বর্তমান বিশ্বের মধ্যে যে সকল আন্তর্জাতিক লেনদেন করা হয়। সেই লেনদেন গুলো মূলত আমেরিকান ডলার এর মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে।
তো আপনি যদি বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রার নাম জানতে চান। তাহলে আপনি অবশ্যই আমেরিকান ডলার এর নাম দেখতে পারবেন। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান ডলার ব্যবহার করা হয় বিষয়টা কিন্তুু এমন নয়। বরং পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে, যে দেশ গুলো তে সরকারি ভাবে আমেরিকান ডলার এর ব্যবহার হয়ে আসছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে?
আমেরিকার মুদ্রার নাম ও কিছুকথা
আজকের আলোচনা তে আমরা আমেরিকার মুদ্রার নাম কি সে সম্পর্কে জানতে পারলাম। আশা করি, এই লেখাটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আপনি অবশ্যই Learning Boss ওয়েবসাইট এর মধ্যে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য।