কানাডা জব ভিসা ২০২৩
Canada Job Visa 2023: আমরা সকলেই জানি যে, কানাডা হলো উন্নত একটি দেশ। আর সে কারণে আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কাজের ভিসায় কানাডা যেতে চায়। কিন্তুু সব ধরনের মানুষদের কানাডা জব ভিসা প্রদান করা হয়না।
বরং আপনার নির্দিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। এর পাশপাশি আপনার কানাডা কাজ করার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আর বর্তমান সময়ে কানাডা জব ভিসার জন্য কি কি দক্ষতা থাকতে হবে এবং আপনার কত টাকা খরচ করতে হবে। আজকের আলেচানায় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাংলাদেশের নাগরিক কি কানাডা জব ভিসার আবেদন করতে পারবে?
আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে, বাংলাদেশের নাগরিক হয়ে কানাডা জব ভিসার জন্য আবেদন করতে পারবে কিনা। তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলতে চাই যে, আপনি বাংলাদেশের নাগরিক হয়েও কানাডা জব ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কেননা, কানাডায় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ হাজার এরও বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। আর আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে যদি আপনার দক্ষতা ও অভিজ্ঞথা থাকে। তাহলে আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করতে পারবেন।
তারপর আপনার নিয়োগকর্তা যদি আপনাকে যোগ্য ব্যক্তি হিসেবে মনে করে। তাহলে তারা তাদের কোম্পানি থেকে অফার লেটার পাঠিয়ে দিবে। আর আপনি কানাডা জব ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা জব ভিসা পেতে হলে কি কি যোগ্যতা লাগবে?
বিশ্বের প্রতিটা দেশে কাজের ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা ও ডকুমেন্টস এর প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে যখন আপনি কাজ করার উদ্দেশ্যে কানাডা যাবেন। তখনও আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টস ও যোগ্যতার প্রয়োজন হবে। আর সেগুলো হলো,
- আপনার বয়স সর্বনিন্ম ১৮ বছর হতে হবে।
- কাজের উপর ভিত্তি করে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- নির্দিষ্ট কোনো কাজের দক্ষতার সার্টিফিকেট বা প্রমানপত্র।
- ইংরেজি ভাষা দক্ষতার প্রমান হিসেবে Ielts স্কোর।
- নিজ দেশের জাতীয় পরিচয়পত্র
- LMIA (যদি প্রয়োজন হয়)
- লিখিতভাবে নিয়োগের প্রস্তাব (যদি জিজ্ঞাসা করা হয়)
- আপনার সদ্য তোলা ছবি।
- নিজের জীবনবৃত্তান্ত (CV)
- ব্যাংক স্টেটমেন্ট
তো প্রাথমিক ভাবে আপনারা যারা কানাডা জব ভিসার জন্য আবেদন করবেন। তাদের ক্ষেত্রে উপরের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে।
কিন্তুু কানাডা কাজের উপর ভিত্তি করে আপনার এর বাইরেও অন্যান্য ডকুমেন্টস ও যোগ্যতার প্রয়োজন হতে পারে। তবে সে গুলো আপনাকে আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ূনঃ বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায়
অনলাইনে কানাডা জব ভিসার আবেদন করার উপায়
যদি আপনার নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকে। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার কানাডা জব ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তার জন্য আপনাকে আবেদন করার সঠিক পদ্ধতি গুলো জানতে হবে।
আর আপনি চাইলে কানাডার সরকারি ওয়েবসাইট থেকে জব ভিসার জন্য আবেদন করতে পারবেন। সে জন্য আপনাকে canada.ca এই ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। আর যখন আপনি উক্ত লিংকে ক্লিক করবেন। তারপর আপনি “Work in Canada” নামের একটি অপশন দেখতে পারবেন।
তার ঠিক নিচের অপশনে আপনি ”Foreign workers” নামের আরো একটি অপশন দেখতে পারবেন। তো আপনি আসলে কোন ধরনে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান। সেটি খুজতে হলে আপনাকে “Find out if you need a work permit” এই অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
আর যদি আপনি কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে চান। তাহলে আপনাকে ”Get a work permit” এর মধ্যে ক্লিক করতে হবে। এরপর তাদের দেওয়ার নির্দেশনা অনুযায়ী আপনাকে পরবর্তী কাজ গুলো করতে হবে।
আরো পড়ুনঃ কানাডা যেতে কত টাকা লাগে ২০২৩
কানাডা ওয়ার্ক পারমিট কত প্রকার ও কি কি?
বর্তমান সময়ে যারা কাজ করার জন্য কানাডা যেতে চান। তাদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমটি এর ধরন আছে। আর আপনি চাইলে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে উক্ত ওয়ার্ক পারমিট গুলো তে আবেদন করতে পারবেন। যেমন,
- Open work permit for Hong Kong recent graduates
- Open work permit for vulnerable foreign workers
- Agricultural workers
- Overnight camp counselors
- French-speaking workers outside Quebec
- Caregivers
- Work and travel in Canada with International Experience Canada
- Open work permit for Ukrainian nationals
- H-1B visa holder work permit
- Business people
- Temporary workers
- Find out if you need a work permit
উপরের তালিকায় আপনি মোট ১২ প্রকারের ওয়ার্ক পারমিট এর ধরন দেখতে পাচ্ছেন। তো আপনি আসলে কোন ধরনের কানাডা ওয়ার্ক পারমিট পেতে চান। সেটি আপনাকে উক্ত অপশন থেকে সিলেক্ট করে দিতে হবে।
এরপর আপনার ওয়ার্ক পারমিট এর উপর নির্ভর করে আরো কি কি কাজ করতে হবে। সে গুলোর নির্দেশনা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুনঃ কানাডা কৃষি কাজের বেতন কত?
কানাডা জব ভিসার খরচ কত টাকা?
উপরের আলেচনা থেকে আমরা কানাডা জব ভিসা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, কানাডা জব ভিসার খরচ কত টাকা।
তো স্বাভাবিক ভাবে যদি আপনি কাজের ভিসায় কানাডা যান। তাহলে আপনার মোট খরচের পরিমান হবে প্রায় ০৫ লাখ থেকে ০৬ লাখ টাকা। যদিওবা উক্ত খরচ কিছুটা কম বা বেশি হতে পারে।
তবে যদি আপনি দালালের মাধ্যমে কানাডা জব ভিসার যোগাযোগ করেন। তাহলে কিন্তুু আপনার অনেক বেশি টাকা খরচ করার প্রয়োজন পড়বে। কেননা, দালাল বা এজেন্সির মাধ্যমে কানাডা জব ভিসা পেতে হলে আপনার ১০ লাখ থেকে ১২ লাখ টাকা খরচ করার প্রয়োজন হবে।
কতদিন পর কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়?
আপনি কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করার পর সেটি কতদিন পর পাবেন। সেই সময়টি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা, এই সময়টি ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়।
তবে স্বাভাবিক ভাবে যখন আপনি কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবেন। তার পরবর্তী ২ মাস থেকে ৩ মাস পর্যন্ত অপেক্ষা করার পর আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন।
কিন্তুু এখানে সমস্যা হলো, যদি আপনার ডুকমেন্টস এর মধ্যে কোনো ধরনের ভুল থাকে। কিংবা যদি আপনাকে পেশার কথা সুনির্দিষ্ট না হয়। তাহলে কিন্তুু আপনাকে আরো অনেক বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন পড়বে।
আরো পড়ুনঃ কানাডা ও আমেরিকার সীমান্তের ইতিহাস
কানাডা জব ভিসার জন্য কি মেডিকেল চেকআপ করতে হয়?
আমাদের মধ্যে যে সকল মানুষ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যাবেন। তাদের জন্য অবশ্যই মেডিকেল চেকআপ করার প্রয়োজন পড়বে। আর যখন আপনি কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য মেডিকেল চেকআপ করবেন। তখন আপনাকে নির্দিষ্ট পরিমান অর্থ খরচ করতে হবে।
তবে আপনার জন্য আসলে মেডিকেল চেকআপ করতে কত টাকা লাগবে। সেটি মূলত আপনার বয়স এর উপর নির্ভর করবে। যেমন,
- আপনার বয়স যদি ১১ বছর বা তার থেকে কম হয় তাহলে ৩,২০০ টাকা।
- যাদের বয়স ১৪ থেকে ৪৯ বছর, তাদের জন্য ৪,৮০০ টাকা।
- যাদের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে, তাদের জন্য ৩,৩৫০ টাকা।
তো বর্তমান সময়ে যারা কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবেন। তাদের ক্ষেত্রে মেডিকেল চেকআপ করতে মোট কত টাকা খরচ হবে। সেই খরচের তালিকা উপরে উল্লেখ করা হয়েছে।
কিন্তুু, এই খরচের পরিমান সবসময় একরকম থাকবে না। বরং সময়ের সাথে সাথে এই খরচের পরিমান বাড়তে পারে আবার কমে যেতে পারে।
আরো পড়ুনঃ কানাডায় যাওয়ার প্রথম ধাপ কি?
আপনার জন্য আমাদের কিছুকথা
আমাদের মধ্যে যেসকল মানুষ কানাডা জব ভিসায় যেতে চান। তাদের জন্য আজকের এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেননা, কানাডা জব ভিসা সম্পর্কিত সকল আপডেট তথ্য গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তবে এরপরও যদি আপনার কিছু জানার থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।