কানাডায় যাওয়ার প্রথম ধাপ কি?
What is the first step to moving to Canada?: আমাদের দেশ থেকে অনেক মানুষ কানাডা যেতে চায়। আর তাদের মধ্যে অনেকেই জানতে চায় যে, কানাডা যাওয়ার প্রথম ধাপ কি। আর আমরা সকলেই জানি যে, এমন অনেক দেশ আছে। যে দেশ গুলো থেকে কানাডায় আসতে কোনো ভিসার প্রয়োজন হয়না।
তাই আপনার ক্ষেত্রে কানাডায় যাওয়ার প্রথম ধাপ হবে সেই বিষয়টিকে যাচাই করা। অর্থ্যাৎ, আপনার দেশ থেকে ভিসা ছাড়া কানাডা যাওয়া যাবে কিনা সেটি যাচাই করা। এর পাশাপাশি কানাডা যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে এই যাবতীয় বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়া।
আর আজকে আর্টিকেলে আমি আপনাকে উক্ত বিষয় গুলো সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার চেষ্টা করবো।
বাংলাদেশ থেকে কানাডা যেতে কি কি ডকুমেন্টস লাগে?
যখন আপনি আমাদের বাংলাদেশ থেকে কানাডায় যাবেন। তখন অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হবে। কিন্তুু আপনার জন্য আসলে কোন ধরনের ডকুমেন্টস প্রদান করতে হবে। সেটা মূলত নির্ভর করবে আপনার ভিসার ধরন এর উপর।
তাই এবার আমি আপনার সাথে কয়েকটি তালিকা শেয়ার করবো। যে তালিকা থেকে আপনি ভিন্ন ভিন্ন কানাডা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর নাম দেখতে পারবেন। যেমন,
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ডকুমেন্টস | |
সিরিয়াল নং | ডকুমেন্টস এর নাম |
০১ | লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস |
০২ | জন্ম নিবন্ধন সনদ |
০৩ | ডিজিটাল পাসপোর্ট |
০৪ | পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি |
০৫ | কানাডা ভিসা এপ্লিকেশন ফর্ম |
০৬ | সরকার থেকে স্বীকৃত দেওয়া মেডিকেল ফিটনেস এর সনদ পত্র |
০৭ | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর কপি। |
০৮ | বাংলাদেশী ভোটার আইডি কার্ড |
০৯ | IELTS স্কোর এর সার্টিফিকেট |
আরো পড়ুনঃ চীনের ১০ বছরের ভিসার দাম কত?
কানাডা স্টুডেন্ট ভিসা ডকুমেন্টস | |
সিরিয়াল নং | ডকুমেন্টস এর নাম |
০১ | কানাডা এর যে কোনো একটি বিশ্ববিদ্যালয় এর অফার লেটার |
০২ | স্কুল এবং কলেজ এর সকল সার্টিফিকেট ওআগের সকল পরীক্ষার মার্কশিট |
০৩ | IELTS স্কোর এর সার্টিফিকেট |
০৪ | কানাডা ভিসা এপ্লিকেশন ফর্ম |
০৫ | এপ্লিকেশন ফর্ম |
০৬ | ব্যাংক সলভেন্সির কাগজ পত্র |
০৭ | লিগেল ডিজিটাল পাসপোর্ট |
০৮ | পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি |
০৯ | স্টুডেন্ট এর লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস |
১০ | রিকমেন্ডেশন লেটার |
১১ | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট |
১২ | বাংলাদেশী ভোটার আইডি কার্ড |
কানাডা ভিজিটর ভিসা ডকুমেন্টস | |
সিরিয়াল নং | ডকুমেন্টস এর নাম |
০১ | ডিক্লারেশন এর কাগজ |
০২ | সকল কাগজ পত্র সত্যায়িত হওয়া বাঞ্চনীয় |
০৩ | সদ্য তোলা রঙিন ছবি |
০৪ | বাংলাদেশী ভোটার আইডি কার্ড |
০৫ | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট |
০৬ | কানাডা ভিসা এপ্লিকেশন ফর্ম |
০৭ | লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস |
০৮ | লিগেল ডিজিটাল পাসপোর্ট |
আরো পড়ুনঃ আমেরিকা থেকে কানাডায় যেতে কি কি লাগে?
কানাডা যাওয়ার সকল ধাপ গুলো দেখুন
যখন আপনি বিভিন্ন ভিসার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে কানাডায় যাবেন। তখন আপনার যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন হবে। সেগুলো উপরে উল্লেখ করা হয়েছে। তো এবার আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে কানাডা যাওয়ার সকল ধাপ গুলো তুলে ধরবো।
তো বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার সকল ধাপ গুলো হলো,
- সবার প্রথমে আপনি আপনার কানাডার ভিসার ধরন নির্বাচন করুন।
- নির্বাচন করা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করুন।
- আপনাকে আইইএলটিএস কোর্স করতে হবে।
- আপনার কাঙ্খিত ভিসার জন্য আবেদন করুন।
- আপনার ভিসা কেন্দ্র নির্ধারন করুন।
- ভিসা কেন্দ্রে আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করুন।
- আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে।
- আপনার ভিসা আবেদন ট্রাক করতে হবে।
- পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করতে হবে।
মূলত আপনারা যারা কানাডা যাওয়ার প্রথম ধাপ গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের জন্য উপরের তালিকায় কানাডায় যাওয়ার সকল ধাপ গুলোকে তুলে ধরা হয়েছে।
আরো পড়ুনঃ কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আপনারা যারা বাংলাদেশ থেকে কানাডায় যেতে চান। তাদের জন্য আজকের এই লেখাটি অনেক হেল্পফুল হবে। কেননা, একজন ব্যক্তির জন্য কানাডায় যেতে যে সকল ধাপ ফলো করতে হয়। সেই সকল ধাপ গুলোকে উপরে উল্লেখ করা হয়েছে।
তো এরপরও যদি আপনার কানাডা ভিসা সম্পর্কে আরো কিছু জানার থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।