মালয়েশিয়া ফ্যাক্টরি কাজের বেতন কত?

What is the salary of factory jobs in Malaysia?: আমাদের বাংলাদেশ থেকে আপনি বিভিন্ন ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন। তবে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে ফ্যাক্টরি কাজের ভিসায় মালয়েশিয়া যায়।

আর সে কারণে তারা জানতে চায় যে, মালয়েশিয়া ফ্যাক্টরি কাজের বেতন কত?

তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যে, আপনার ফ্যাক্টরি কাজের বেতন নির্ভর করবে দক্ষতা ও অভিজ্ঞতার উপর।

আর যদি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকে। তাহলে আপনি মালয়েশিয়া তে ১৭০০ রিঙ্গিত থেকে ২৫০০ রিঙ্গিত বেতন পাবেন।

মালয়েশিয়া কোন কাজের কত বেতন?

আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন। তাহলে আপনি মালয়েশিয়া তে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর আপনার সেই কাজের উপর নির্ভর করে বেতন নির্ধারন করা হবে।

যদিওবা আপনার কাজের বেতন কত হবে, সেটা আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তবে এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো।

যে তালিকায় আপনি দেখতে পারবেন, মালয়েশিয়া তে কোন কাজের জন্য কত বেতন দেওয়া হয়। আর উক্ত তালিকা টি নিচে প্রদান করা হলো। যেমন,

মালয়েশিয়া কোন কাজের কত বেতন? (# আপডেট)

সিরিয়াল 

কাজের নাম 

কাজের বেতন 

০১

কোম্পানির ভিসার কাজ

১৮০০ রিংগিত থেকে ২৪০০ রিংগিত

০২

কনস্ট্রাকশন কাজ

১৮০০ রিংগিত থেকে ২৫০০ রিংগিত

০৩

সুপার মার্কেটের কাজ

১৮০০ রিংগিত থেকে ২০০০ রিংগিত

০৪

ফ্যাক্টরির ভিসার কাজ

১৮০০ রিংগিত থেকে ২৪০০ রিংগিত

০৫

রাজমিস্ত্রির কাজ

১৮০০ রিংগিত থেকে ২৫০০ রিংগিত

০৬

ইলেকট্রিক্যাল কাজ

২৫০০ রিংগিত হতে ৪০০০ রিংগিত

*তবে আপনার ওভার টাইম এর উপরে আরো বেশি বেতন প্রদান করা হবে।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ভিসা চেকিং | মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়ার সর্বনিম্ন মজুরি কত?

যেহুতু আপনি মালয়েশিয়া তে কাজ করার উদ্দেশ্যে যাবেন। সেহুতু আপনার আরো একটি বিষয় জেনে রাখতে হবে। আর সেটি হলো, মালয়েশিয়ার সর্বনিন্ম মজুরি কত। কেননা, বর্তমান সময়ে মালয়েশিয়ান সরকার কর্মীদের জন্য নির্ধারিত মজুরি নির্ধারন করে দিয়েছে।

আর সেই নির্ধারিত মজুরি হিসেবে, যদি আপনি মোট ০৫ বছর এর কাজের জন্য মালয়েশিয়ায় যান। তাহলে আপনার সর্বনিন্ম মজুরির পরিমান হবে প্রায় RM 1,500. যা আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে প্রায় ৩৫ হাজার ৮০০ টাকার সমান।

তো যদি আপনি মালয়েশিয়া তে একজন নতুন শ্রমিক হিসেবে যোগদান করেন। এর পাশাপাশি যদি আপনার কাজের তেমন কোনো অভিজ্ঞতা না থাকে। তাহলেও আপনি কাজের বিনিময়ে এই পরিমান বেতন সুবিধা পাবেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম স্টেপ বাই স্টেপ

মালয়েশিয়া সুপার মার্কেট বেতন কত?

আপনি যদি মালয়েশিয়াতে সুপার মার্কেটে কাজ করার সুযোগ পান। তাহলে আপনি অনেক ভালো বেতন এর সুবিধা নিতে পারবেন। কেননা, বর্তমান সময়ে যারা মালয়েশিয়া তে সুপার মার্কেটে কাজ করছে। তাদের মাসিক বেতন এর পরিমান হলো প্রায় 1,500 থেকে 3,000 রিঙ্গিতের মধ্যে।

আরো পড়ুনঃ মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা (নতুন তথ্য)

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি?

যখন আপনি কোনো একটি দেশে কাজ করার উদ্দেশ্যে যাবেন। তখন অবশ্যই আপনাকে সেই দেশের মধ্যে চাহিদা সম্পন্ন কাজ গুলো সম্পর্কে জানতে হবে।

কেননা, একটি দেশের মধ্যে যখন কোনো কাজের চাহিদা থাকে। তখন উক্ত কাজ করার বিনিময়ে খুব ভালো বেতন পাওয়ার সম্ভাবনা থাকে।

আর সে কারণে এবার আমি আপনাকে মালয়েশিয়া তে কোন কাজের চাহিদা আছে। তার একটি তালিকা প্রদান করবো। যেমন,

  1. পর্যটন খাতের কর্মী (হোটেল কর্মী, রেস্তোরাঁ কর্মী, গাইড, ইত্যাদি)
  2. নির্মাণ শ্রমিক
  3. কৃষি শ্রমিক
  4. পরিবহন শ্রমিক
  5. বিপণন ও বিক্রয় কর্মী
  6. মানবসম্পদ ব্যবস্থাপক
  7. অর্থনৈতিক বিশ্লেষক
  8. আইনজীবী
  9. হিসাবরক্ষক
  10. স্বাস্থ্যসেবা পেশাদার (ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ইত্যাদি)
  11. শিক্ষাবিদ (শিক্ষক, প্রভাষক, ইত্যাদি)
  12. প্রকৌশলী
  13. কম্পিউটার বিজ্ঞানী
  14. ব্যবসায়ী

উপরের তালিকা তে আপনি যেসকল কাজ দেখতে পাচ্ছেন। মূলত বর্তমান সময়ে মালয়েশিয়া তে এই কাজ গুলো যথেষ্ট চাহিদা আছে।

আরো পড়ুনঃ মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত ?

আপনার জন্য আমাদের কিছুকথা

কোনো একটি দেশের কাজের বেতন সেই দেশের শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। আর এই বিষয় গুলোর উপর নির্ভর করে মালয়েশিয়া ফ্যাক্টরি কাজের বেতন কত। আজকে সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

তো আশা করি, আজকের আর্টিকেল টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর যদি আপনি এমন উপকারী তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *