ইতালিতে বাংলাদেশিদের বেতন কত?
What is the salary of Bangladeshis in Italy?: আমাদের বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মূলত সে কারণে অনেক মানুষ জানতে চায় যে, ইতালিতে বাংলাদেশিদের বেতন কত টাকা। তো অন্যান্য উন্নত দেশ গুলোর মতো আপনি ইতালিতেও উচ্চ বেতন সুবিধা নিতে পারবেন।
তবে বর্তমান সময়ে ইতালিতে কোন কাজের জন্য কেমন বেতন প্রদান করা হয়। এবার আমি আপনাকে সেই বেতন সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করবো। তো আর দেরী না করে চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
ইতালিতে বাংলাদেশিদের বেতন কত টাকা?
আমাদের বাংলাদেশ থেকে যেসব মানুষ ইতালি যায়। তারা মূলত বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত থাকে। আর সেই কাজ গুলোর বিনিময়ে তারা কেমন বেতন পায়। সেই বেতন এর পরিমান গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- ইতালি কৃষিকাজের বেতনঃ ৮০ হাজার টাকা বা এরও বেশি।
- ইতালি ফুড প্যাকেজিং এর বেতনঃ ৬০ হাজার টাকা।
- কনস্ট্রাকশন কাজের বেতনঃ ৮০ হাজার টাকা।
- ড্রাইভিং এর কাজঃ ০১ লাখ টাকা।
- রেস্টুরেন্ট কর্মীর বেতনঃ ৮০ হাজার টাকা।
বর্তমান সময়ে ইতালিতে বাংলাদেশিদের বেতন কত টাকা দেওয়া হয়। সেই বেতন এর পরিমান উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। তবে এখানে বলে রাখা ভালো যে, এই তালিকায় শুধুমাত্র মিনিমাম বেতন উল্লেখ করা হয়েছে।
কেননা, যদি আপনার নির্দিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা ভালো থাকে। তাহলে আপনি ইতালিতে এই বেতনের থেকেও আরো বেশি বেতন সুবিধা নিতে পারবেন।
আরো পড়ুনঃ ইতালি এগ্রিকালচার ভিসা এপলাই অনলাইন
ইতালিতে ন্যূনতম মজুরি কত?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে ইতালিতে ন্যূনতম মজুরি কত সেটি জানতে চায়। তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের বলবো যে, ইতালিতে কোনো ন্যূনতম মজুরি নেই। তবে যখন আপনি ইতালিতে চুক্তির মাধ্যমে কাজে যাবেন। তখন আপনি আপনার চুক্তির উপর ভিত্তি করে ন্যূনতম মজুরি নিতে পারবেন।
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি?
একটি দেশে যেসব কাজের চাহিদা বেশি থাকে। সেই কাজ গুলোতে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। আর যেহুতু আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে কাজের ভিসায় যাওয়ার পরিমান বেড়ে গেছে। সেহুতু অনেক মানুষ জানতে চায় যে, ইতালিতে কোন কাজের চাহিদা বেশি।
তো বর্তমান সময়ে ইতালির মতো দেশে যেসব কাজের চাহিদা বেশি আছে। সেই চাহিদা সম্পন্ন কাজ গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- কনস্ট্রাকশন
- কৃষি কাজ
- ফুট প্যাকেজিং
- ক্লিনিং এর কাজ
- ড্রাইভিং
- ওয়েল্ডিং মিস্ত্রি
- রেস্টুরেন্ট এর কাজ
- ইলেকট্রনিক্স
- মেকানিক্যাল
যদি আপনি ইতালিতে কাজ করে বেশি বেতন সুবিধা নিতে চান। তাহলে আপনি উপরের যেকোনো কাজে নিজের দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন। কারন, চলমান সময়ে ইতালিতে এই কাজ গুলোতে বেশি বেতন পাওয়া যাচ্ছে।
আরো পড়ুনঃ ইতালিতে যেতে কত টাকা লাগে?
ইতালিতে সর্বোচ্চ বেতন কত?
যদিওবা আপনারা অনেকেই ইতালির সর্বোচ্চ বেতন কত সেটি জানতে চান। তবে বলে রাখা ভালো যে, ইতালির সর্বোচ্চ বেতন কত সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব হবেনা।
কেননা, একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে। আর সেই কাজ গুলোর বিনিময়ে ভিন্ন ভিন্ন পরিমানের বেতন দেওয়া হয়। তাই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে, ইতালিতে সর্বোচ্চ বেতন কত টাকা।
ইতালি যেতে কত টাকা খরচ হয়?
বর্তমান সময়ে আপনি ইতালিতে মোট দুই ধরনের কাজের ভিসায় যেতে পারবেন। একটি হলো সিজনাল ভিসা এবং অন্যটি হলো নন-সিজনাল ভিসা।
তো আপনি যদি সিজনাল ভিসায় ইতালি যান তাহলে আপনার মোট ০৫ লাখ থেকে ০৬ লাখ টাকা খরচ হবে। অপরদিকে যদি আপনি নন-সিজনাল ভিসায় ইতালি যান, তাহলে আপনার ১০ লাখ থেকে ১৪ লাখ টাকার মতো খরচ হবে।
আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
আপনার জন্য আমাদের কিছুকথা
আমাদের বাংলাদেশ থেকে যারা ইতালিতে কাজের ভিসায় যান। তারা আসলে ইতালিতে কি পরিমান বেতন পান। সেই বেতন এর পরিমান সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো আপনি যদি ইতালির কাজের ভিসার সকল আপডেট সবার আগে পেতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।