আমেরিকার জনসংখ্যা কত কোটি?

What is the population of America: আমরা সকলেই জানি যে, আমেরিকার মোট আয়তন হলো ৯৮,৩৩,৫১৬ বর্গ কিলোমিটার। আর ২০২০ আদমশুমারি অনুযায়ী আমেরিকার মোট জনসংখ্যা হলো, ৩৩ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ২৮১ জন। এছাড়াও আগের তুলনায় আমেরিকার জনসংখ্যার গড় প্রবৃদ্ধির হার প্রায় ০.৫৮%. তো আজকে আমরা আমেরিকার জনসংখ্যা জানার পাশাপাশি আমেরিকা সম্পর্কে আরো বিভিন্ন বিষয় গুলো জানার চেষ্টা করবো।

আমেরিকার জনসংখ্যা কত কোটি ২০২৪ 

বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার দিক থেকে আমেরিকা হলো, বিশ্বের তৃতীয় বৃহত্তম একটি দেশ। যে দেশ এর মোট আয়তন হলো, ৯৮ লক্ষ ২৬ হাজার ৬৭৫ বর্গ কিলোমিটার। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী আমেরিকার মোট জনসংখ্যা হলো, ৩২ কোটি ৮২ লক্ষ। আর এতো বেশি জনসংখ্যা হওয়ার কারণে, আমেরিকা বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পেরেছে। [সোর্স লিংকঃ উইকিপিডিয়া]

আরো পড়ুনঃ আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি?

শহরভেদে আমেরিকায় বসবাসকারী মোট জনসংখ্যা

আমেরিকার অধিকাংশ মানুষ গ্রামের তুলনায় শহরে থাকতে পছন্দ করে। কেননা, আপনি যদি আমেরিকার বসবাসকারী মানুষের হিসেব করেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, আমেরিকার প্রায় ৮৩.৭% মানুষ আছেন, যারা মূলত শহরে বাস করে। আর মাত্র ১৭% মানুষ আছেন, যারা আমেরিকার গ্রামে বসবাস করে।

আরো পড়ুনঃ কানাডার অঙ্গরাজ্য কয়টি জেনে রাখুন

আমেরিকার জনসংখ্যা কত?

ধর্মগত দিক থেকে আমেরিকার জনসংখ্যা 

যেহুতু মোট জনসংখ্যার দিক থেকে আমেরিকা তৃতীয় বৃহত্তম হিসেবে পরিচতি লাভ করতে পেরেছে। সেহুতু আমেরিকা তে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক বিষয়। আর আমেরিকা তে বর্তমান সময়ে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোন ধর্মের অনুসারী। সেই তালিকা টি নিচে প্রদান করা হলো। যেমন,

  1. খ্রিষ্ট ধর্ম অনুসারীর সংখ্যা প্রায় ৭৬.৬%.  
  2. মুসলিম ধর্মালম্বীর সংখ্যা প্রায় ১.১%. 
  3. আমেরিকা তে হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ২২ লক্ষ। 
  4. এছাড়াও আমেরিকা তে বর্তমানে ১.৯% ইহুদি ধর্ম এবং ০.৭% বৌদ্ধ ধর্মালম্বী মানুষ রয়েছেন। 
  5. আমেরিকা তে প্রায় ২২.৮% নাস্তিক রয়েছে। 

উপরের তালিকা তে আপনি যে মোট ধর্ম অনুসারে জনসংখ্যার পরিমান দেখতে পাচ্ছেন। সেই তথ্য গুলো ২০১৭ সালে সর্বশেষ আপডেট করা হয়েছে। তবে পরবর্তী সময়ে যদি জনসংখ্যার কোনো তথ্য সম্পর্কে জানা যায়। তাহলে আমি অবশ্যই আমাদের আর্টিকেল টি আপডেট করে দিবো।

আমেরিকার প্রদেশ কয়টি ও কি কি?

আপনারা অনেকেই জানতে চান যে, আমেরিকার প্রদেশ কয়টি ও কি কি। তো বর্তমান সময়ে আমেরিকার মোট অঙ্গরাজ্য ও অঞ্চলসমূহের পরিমান হলো, ৫০ টি। আর নিচে একটি টেবিল শেয়ার করা হলো, যেখানে আপনি আমেরিকার সকল অঙ্গরাজ্য ও অঞ্চলের নাম দেখতে পারবেন। 

ভার্মন্টওয়াশিংটন
নর্থ ডাকোটামন্টানা
নেব্রাস্কানর্থ ক্যারোলাইনা
ওয়াইয়োমিংভার্জিনিয়া
নেভাডামিসৌরি
মেইনউইস্কন্সিন
মিসিসিপিওহাইও
ক্যালিফোর্নিয়াকানেকটিকাট
ওয়েস্ট ভার্জিনিয়াসাউথ ডাকোটা
আলাবামাআলাস্কা
রোড আইল্যান্ডম্যারিল্যান্ড
নিউ হ্যাম্প্‌শায়ারনিউ ইয়র্ক
ফ্লোরিডাআর্কানসাস
ইউটাহটেক্সাস
পেন্সিল্‌ভেনিয়ালুইসিয়ানা
অ্যারিজোনাকলোরাডো
ইলিনয়কেন্টাকি
টেনেসীসাউথ ক্যারোলাইনা
ডেলাওয়্যারজর্জিয়া
নিউ জার্সিওকলাহোমা
আইডাহোআইওয়া
মিশিগানইন্ডিয়ানা
হাওয়াইনিউ মেক্সিকো
ম্যাসাচুসেটসমিনেসোটা
অরেগনক্যানসাস

আরো পড়ুনঃ আমেরিকা স্পাউস ভিসা কি? | কিভাবে Spouse Visa পাবেন?

আপনার জন্য কিছুকথা

প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাকে আমেরিকার জনসংখ্য কত। সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি বর্তমান সময়ে আমেরিকা তে কোন ধর্মের কত গুলো জনসংখ্যা রয়েছে, সে সম্পর্কে বলেছি।

তো যদি আপনি আমেরিকা সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের অজানা তথ্য জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *