ইন্ডিয়ান পাসপোর্ট করতে কি কি লাগে
What does it take to get an Indian passport: আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট করতে চান। তাহলে আপনার বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হবে। যে ডকুমেন্টস গুলোর মাধ্যমে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। আর সেগুলো হলো,
- আপনার সদ্য তোলা ছবি
- আপনার ভোটার কার্ড এর কপি
- নিজের ভোটার কার্ড না থাকলে, পিতা/মাতার ভোটার কার্ড
- আধার কার্ড
- প্যান কার্ড
- আপনার বাসার পানি বিল/ বিদ্যুৎ বিল / গ্যাস বিল এর রশিদ
- পেশার প্রমাণপত্র
- পুলিশ ভেরিফিকেশন
- আবেদন ফরম
বর্তমান সময়ে আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান। তাহলে আপনার নিকট যে ডকুমেন্টস গুলো থাকতে হবে। সেগুলোর তালিকা উপরে উল্লেখ করা হলো।
ভারতের পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়?
যদি আপনার নিকট ভারতের পাসপোর্ট থাকে। তাহলে আপনি পৃথিবীর অনেক দেশে ভিসা ছাড়াই সেই পাসপোর্ট এর মাধ্যমে যেতে পারবেন। তাই এবার আমি আপনাকে মোট ৬০ টি দেশের তালিকা প্রদান করবো। যে দেশ গুলোতে আপনি ভিসা ছাড়াই ইন্ডিয়ান পাসপোর্ট এর মাধ্যমে যেতে পারবেন।
আর উক্ত দেশের নাম গুলো নিচের টেবিলে প্রদান করা হলো। যেমন,
মার্শাল আইল্যান্ড | ফিজি | মাইক্রোনেশিয়া | বলিভিয়া |
ভুটান | ম্যাকাও | কুক আইল্যান্ড | নিউ সেন্ট লুসিয়া |
ডোমিনিকা | কম্বোডিয়া | হাইতি | মন্টসেরাত |
বার্বাডোস | লাওস | ইন্দোনেশিয়া | মলদ্বীপ |
ত্রিনিদাদ অ্যান্ড তোবাগো | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস | ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড | সেন্ট কিটস অ্যান্ড নেভিস |
গ্রেনাডা | তানজানিয়া | সামোয়া | শ্রীলঙ্কা |
তাইল্যান্ড | ভানুয়াতু | মায়ানমার | জামাইকা |
টুভালু | নেপাল | পালাউ দ্বীপপুঞ্জ | ইরান |
তিমুর – লেস্টে | আলবানিয়া | এল সালভাদর | জর্ডান |
কাতার | ওমান | সার্বিয়া | বতসোয়ানা |
বুরুন্ডি | কেপ ভার্দে আইল্যান্ড | কোমোরো আইল্যান্ড | ইথিওপিয়া |
গিনি – বিসাউ | মাদাগাস্কার | গ্যাবন | রোয়ান্ডা |
মরিশাস | মোজাম্বিক | সেনেগাল | মরিতানিয়া |
সোমালিয়া | সিয়েরা লিওন | সেচেলেস | তোগো |
তিউনিসিয়া | ইউগান্ডা | জিম্বাবোয়ে |
আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি বাংলাদেশ
ট্যুরিস্ট ভিসায় কত দিন ভারতে থাকা যাবে?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, ট্যুরিষ্ট ভিসায় ভারতে কত দিন পর্যন্ত থাকা যাবে। আর আপনিও যদি উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে শুনুন..
যদি আপনার নিকট ভারতের ট্যুরিষ্ট ভিসা থাকে। তাহলে আপনি উক্ত ভিসার মাধ্যমে ভারতে যেতে পারবেন। আর ভারত সরকার এর নিয়ম অনুযায়ী, যে ব্যক্তি ট্যুরিষ্ট ভিসায় ভারতে যাবে। সেই ব্যক্তি ১ বছরে মোট ১৮০ দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন।
ইন্ডিয়ান পাসপোর্ট কত প্রকার ও কি কি?
পৃথিবীর বিভিন্ন দেশে পাসপোর্ট এর যেমন প্রকারভেদ আছে। ঠিক তেমনি ভাবে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট এর ক্ষেত্রেও ভিন্নতা লক্ষ্য করতে পারবেন। কারণ, বর্তমান সময়ে আপনি মোট ০৩ প্রকার এর ইন্ডিয়ান পাসপোর্ট দেখতে পারবেন। আর সেগুলো হলো,
০১- নিয়মিত পাসপোর্টঃ ভারতের সকল নাগরিকদের জন্য এই ধরনের পাসপোর্ট উন্মুক্ত। যার ফলে সাধারন জনগন এই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে।
০২- অফিশিয়াল পাসপোর্টঃ যদি আপনি ভারতের মধ্যে কোনো সরকারি কর্মকর্তা হয়ে থাকেন। তাহলে আপনি ভারতে অফিশিয়াল পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
০৩- কূটনৈতিক পাসপোর্টঃ আপনি যদি সরকারের বিভিন্ন ধরনের কূটনৈতিক কাজে নিয়োজিত থাকেন। তাহলে আপনি এই ধরনের কূটনৈতিক পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
তো বর্তমান সময়ে ইন্ডিয়াতে মোট কত প্রকারের পাসপোর্ট পাওয়া যায়। সেই পাসপোর্ট এর প্রকারভেদ গুলো নিয়ে উপরের আলোচনা তে বিস্তারিত বলা হয়েছে।
আরো পড়ুনঃ পাসপোর্ট ব্যাংক ড্রাফট এর মেয়াদ
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত পাসপোর্ট ও ভিসা নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাকে ইন্ডিয়ান পাসপোর্ট করতে কি কি লাগে। সে সম্পর্কে যাবতীয় তথ্য গুলো শেয়ার করেছি।
তো যদি আমাদের পাবলিশ করা আর্টিকেল সম্পর্কে আপনার কোনো মতামত কিংবা অভিযোগ থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর এমন সব অজানা বিষয় বিনামূল্যে জানতে চাইলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।