৪ নভেম্বর কি দিবস?
What day is November 4?: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, ৪ নভেম্বর কি দিবস। তো আমাদের বাংলাদেশে ৪ নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তবে কেন এই দিনটি কে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। সেই বিষয় গুলো শেয়ার করা হবে আজকের আর্টিকেলে।
কেন ৪ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়?
আমাদের বাংলাদেশের মধ্যে নভেম্বর মাসের ০৪ তারিখ সংবিধান দিবস পালন করা হয়। আর এই বিশেষ দিবস পালন করার মুল কারণ হলো এই দিনে বাংলাদেশের প্রথম সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিলো। আর পরের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের ১৬ তারিখ সেটির কার্যকর করা হয়েছিলো।
আর গৃহিত এই সংবিধানের মধ্যে আমাদের দেশ বাংলাদেশের সরকার গঠন, রাষ্ট্রব্যবস্থা, নাগরিক এর সমান অধিকার ও কর্তব্যের বিধান রয়েছে। যার কারণে বিশেষ এই দিনে বাংলাদেশের সংবিধানের তাৎপর্য তুলে ধরার জন্য বিভিন্ন আলোচনা সভা ও সেমিনার এর আয়োজন করা হয়।
আরো পড়ুনঃ নভেম্বর মাসের সরকারি ছুটি তালিকা
বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান দিবস এর তালিকা
আমাদের দেশে যেমন নভেম্বর মাসের ৪ তারিখকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে সংবিধান দিবস পালন করা হয়। আর এবার আমি আপনাকে একটি তালিকা দিবো। যে তালিকায় আপনি ভিন্ন দেশের সংবিধান দিবসের তারিখ দেখতে পারবেন।
- রাশিয়া – ১২ ডিসেম্বর (১৯৯৩),
- রোমানিয়া – ৮ ডিসেম্বর (১৯৯১),
- লাটভিয়া – ১ মে (১৯২০)
- লিথুয়ানিয়া – ২৫ অক্টোবর (১৯৯২)
- সার্বিয়া – ১৫ ফেব্রুয়ারি (১৮৩৫)
- সুইজারল্যান্ড – ১২ সেপ্টেম্বর (১৮৪৮)
- সুইডেন – ৬ জুন (১৮০৯, ১৯৭৪)
- স্পেন – ৬ ডিসেম্বর (১৯৭৮)
- স্লোভাকিয়া – ১ সেপ্টেম্বর (১৯৯২)
- জাপান – ৩ মে (১৯৪৭)
- জার্মানি – ২৩ মে (১৯৪৯),
- ডেনমার্ক – ৫ জুন (১৮৪৯, ১৯৫৩)
- তাজিকিস্তান – ৬ নভেম্বর (১৯৯৪)
- থাইল্যান্ড – ১০ ডিসেম্বর (১৯৩২)
- নরওয়ে – ১৭ মে (১৮১৪)
- নেদারল্যান্ডস – ১৫ ডিসেম্বর (১৯৫৪)
- পাকিস্তান – ২৩ মার্চ (১৯৭৩)
- পালাউ – ৯ জুলাই (১৯৮০)
- পোল্যান্ড – ৩ মে (১৭৯১)
- পুয়ের্তো রিকো – ২৫ জুলাই (১৯৫২)
- ব্রাজিল – ১৫ নভেম্বর (১৮৮৯)
- ভানুয়াতু – ৫ অক্টোবর (১৯৭৯)
- ভারত – ২৬ নভেম্বর (১৯৪৯)
- মঙ্গোলিয়া – ১৩ জানুয়ারি (১৯২৪)
- মার্কিন যুক্তরাষ্ট্র – ১৭ সেপ্টেম্বর (১৭৮৭),
- মার্শাল দ্বীপপুঞ্জ – ১ মে (১৯৭৯)
- মালদ্বীপ – ২২ ডিসেম্বর (১৯৩২)
- মেক্সিকো – ৫ ফেব্রুয়ারি (১৯১৭)
Source: [Wikipedia]
উপরের তালিকায় আপনি বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান দিবসের তারিখ দেখতে পাচ্ছেন। তবে এই দেশ গুলো ছাড়াও আরো অনেক দেশে সংবিধান দিবস পালন করা হয়। যা এই তালিকায় মধ্যে যুক্ত করা হয়নি।
আরো পড়ুনঃ ৩ নভেম্বর কি দিবস?
যেসব বিখ্যাত ব্যক্তিদের জন্মতারিখ ০৪ নভেম্বর
এতক্ষনের আলোচনা থেকে আমরা বিভিন্ন দেশের সংবিধা দিবস এর তারিখ সম্পর্কে জানলাম। এছাড়াও আমাদের বাংলাদেশে ৪ নভেম্বর সংবিধান দিবস সে সম্পর্কেও জেনেছি। তো এবার আমি সেইসব বিখ্যাত ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিবো। যারা নভেম্বর মাসের ৪ তারিখ জন্মগ্রহন করেছেন।
- ১৯৩৩ – চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।
- ১৯৪৬ – লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি।
- ১৯৫০ – চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।
- ১৯৫৫ – এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০২০)
- ১৯৭১ – তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮৪ – আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৫ – মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।
- ১৫৭৫ – গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।
- ১৬১৮ – আওরঙ্গজেব, মুঘল সম্রাট।
- ১৮১২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।(মৃ.১৮৮৫)
- ১৮৮২ – কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।
- ১৮৯০ – ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক।
- ১৯০৮ – জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
- ১৯১৬ – ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।
Source: [Wikipedia]
তো নভেম্বর মাসের ০৪ তারিখ যেসব বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহন করেছেন। তাদের মধ্যে কিছু ব্যক্তির নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।
আরো পড়ুনঃ ২ নভেম্বর কি দিবস?
পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা
আপনারা যারা জানতে চান যে, ৪ নভেম্বর কি দিবস। তাদের জন্য আজকের এই লেখাটি অনেক হেল্পফুল হবে। কেননা, উক্ত দিবস সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।
তো এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমার লেখাটি পড়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।