২ নভেম্বর কি দিবস? 

What day is November 2?: আমরা অনেকেই জানতে চাই যে, ২ নভেম্বর কি দিবস। তো ২ নভেম্বর হলো এমন একটি দিন, যে দিনে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়। তো এই দিনে আসলে কি কি দিবস পালন করা হয়। সে গুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। 

২ নভেম্বর কি দিবস? 

আমরা সবাই জানি যে, নভেম্বর মাসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের দিবস আছে। তবে ২ নভেম্বর যেসব দিবস পালন করা হয়। সেই দিবস গুলোর তালিকা নিচে দেওয়া হলো। যেমন,

  1. ০২ নভেম্বর – জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস
  2. ০২ নভেম্বর – মরণোত্তর দিবস

তো বর্তমান সময়ে প্রতি বছর নভেম্বর মাসের ০২ তারিখে যেসব দিবস পালন করা হয়। সেই দিবস গুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

নভেম্বর মাসে কি কি দিবস পালন করা হয়?

উপরের আলোচনা থেকে আমরা শুধুমাত্র নভেম্বর মাসের ০২ তারিখে পালিত হওয়ার দিবস গুলো সম্পর্কে জানতে পারলাম। তো এগুলো ছাড়াও নভেম্বর মাসে আরো অনেক ধরনের দিবস পালন করা হয়। আর উক্ত দিবস গুলোর তালিকা নিচে শেয়ার করা হলো। যেমন,

  1. প্রথম শনিবার – জাতীয় সমবায় দিবস
  2. ৩ নভেম্বর – জেল হত্যা দিবস
  3. ০৪ নভেম্বর – সংবিধান দিবস
  4. ৭ নভেম্বর – জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
  5. ১০ নভেম্বর – নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস
  6. ১৫ নভেম্বর – রেল দিবস
  7. ২১ নভেম্বর – সশস্ত্রবাহিনী দিবস

উপরের তালিকায় আপনি শুধুমাত্র আমাদের বাংলাদেশে নভেম্বর মাসে পালিত হওয়া দিবস গুলোর নাম দেখতে পাচ্ছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে নভেম্বর মাসে আরো বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়। আর সেই আন্তর্জাতিক দিবস গুলোর নাম নিচের তালিকায় উল্লেখ করা হলো।

  1. ৮ নভেম্বর – বিশ্ব রেডিওলোজী দিবস
  2. ১২ নভেম্বর – বিশ্ব নিউমোনিয়া দিবস
  3. ১৪ নভেম্বর – বিশ্ব ডায়াবেটিস দিবস
  4. ১৮ নভেম্বর – বিশ্ব প্রাপ্ত বয়স্ক দিবস
  5. ১৯ নভেম্বর – বিশ্ব টয়লেট দিবস
  6. ২০ নভেম্বর – বিশ্ব শিশু দিবস ও আফ্রিকার শিল্পায়ন দিবস
  7. ২১ নভেম্বর – বিশ্ব টেলিভিশন দিবস
  8. ২৯ নভেম্বর – ফিলিস্তিন সংহতি দিবস

তো জাতীয় পর্যায় ও আন্তর্জাতিক পর্যায়ে নভেম্বর মাসে কোন দিন কি দিবস পালন করা হয়। সেই দিবস গুলো নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

নভেম্বর মাসকে কেন নভেম্বর বলা হয়?

এতক্ষনের আলোচনা থেকে আমরা নভেম্বর মাস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, নভেম্বর মাসকে কেন নভেম্বর বলা হয়। তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন?

দেখুন, নভেম্বর মাসকে নভেম্বর বলার কারণ হলো, রোমান ক্যালেন্ডারের মধ্যে সপ্তম মাসের নাম ছিলো নভেম্বর। আর রোমনরা তাদের বছরের প্রথম মাসকে মার্চ মাস থেকে শুরু করেছিলো। মূলত সে কারণে রোমনদের সময়ে নভেম্বর মাসকে সপ্তম মাস হিসেবে ধরা হতো।

তবে নভেম্বর মাসকে নভেম্বর বলার পেছনে বেশ কিছু কারন আছে। কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন যে, ল্যাটিন শব্দ “Novem” থেকে নভেম্বর এর নামকরন করা হয়েছে। আর এই Novem শব্দের অর্থ হলো “নয়”। আবার অনেকেই মনে করেন যে, নভেম্বর শব্দটি রোমান দেবী নভেম্পা থেকে এসেছে।

পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, যদি আপনি আমাদের Learning Boss ওয়েবসাইটের নিয়মিত পাঠক হয়ে থাকেন। তাহলে আপনার অবশ্যই জানা থাকবে যে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আর্টিকেল পাবলিশ করি। যে আর্টিকেল গুলো থেকে আপনি আপনার অজানা বিষয় গুলো বিনামূল্যে জানতে পারবেন।

তো আমাদের পাবলিশ করা লেখা গুলো সম্পর্কে যদি আপনার কোনো ধরনের মতামত কিংবা অভিযোগ থাকে। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *