কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জেনে নিন

Eligibility to go to Canada: যখন আপনি এক দেশ থেকে অন্য কোনো দেশে যাবেন তখন আপনার মধ্যে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। যেমন আপনি যদি কানাডায় চাকরি করতে চান তাহলে আপনার কানাডায় চাকরি করার মতো যোগ্যতা থাকতে হবে। 

আর একজন বাংলাদেশি নাগরিকের জন্য কানাডায় প্রবেশ করতে কি কি যোগ্যতা লাগবে। সেগুলো সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। তাই আর দেরি না করে চলুন, কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক।

আপনি কেন কানাডা যাবেন? 

আজকের আলোচনা তে আমরা অবশ্যই কানাডা যাওয়ার যোগ্যতা গুলো সম্পর্কে জানবো। তবে তার আগে আমাদের জানতে হবে যে, কেন আমরা কানাডায় যাবো। অর্থ্যাৎ এমন কোন কারণ রয়েছে, যে গুলোর জন্য আমাদের কানাডা যাওয়া উচিত। চলুন, সবার শুরুতে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

আপনি কেন কানাডা যাবেন? 

আপনি কেন কানাডা যাবেন?

  1. প্রথমত আপনি শুধুমাত্র ভ্রমন করার উদ্দেশ্যে কানাডা যেতে পারবেন। 
  2. এছাড়াও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে কানাডা তে যায়। 
  3. আবার কিছু মানুষ আছেন, যারা মূলত ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যায়।  
  4. আবার অনেক মানুষ কানাডাতে অভিবাসন পাওয়ার উদ্দেশ্যেও যায়।

মানুষ বর্তমান সময়ে যে সকল কারণে কানাডায় যায় সেই কারণ গুলো কে উপরের তালিকায় উল্লেখ করা হয়েছে। তবে এগুলো ছাড়াও মানুষের কানাডা যাওয়ার আরো কারণ থাকতে পারে।

আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম 

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায়

কানাডা! উন্নত জীবনযাপন, প্রাকৃতিক সৌন্দর্য, এবং বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির দেশ। তাই অনেকের মনেই কানাডায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন জাগে।সে কারণে আপনারা অনেকেই জানতে চান যে, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায় গুলো কি কি। আর নিচের আলোচনায় বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায় গুলো শেয়ার করা হলো। যেমন, 

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায়

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম

এটি হলো নতুন অভিবাসীদের জন্য কানাডায় স্থায়ী বসবাসের সবচেয়ে দ্রুততম এবং জনপ্রিয় উপায়। এই প্রোগ্রামের মাধ্যমে, আপনার দক্ষতা, শিক্ষা, ভাষা জ্ঞান এবং বয়সের উপর ভিত্তি করে আপনার একটি স্কোর দেওয়া হয়। স্কোর অনুযায়ী, আপনাকে কানাডায় আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ

আপনার যদি কানাডায় স্থায়ী বসবাসকারী পরিবারের সদস্য থাকে, তাহলে তারা আপনাকে স্পন্সর করতে পারবে। এই ক্যাটাগরির আওতায় স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মা, এবং দাদা-দাদিকে স্পন্সর করা যায়।

কানাডিয়ান ইনভেস্টর ইমিগ্রেশন

আপনার যদি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ-সম্পদ থাকে এবং কানাডায় বিনিয়োগ করতে আগ্রহী হন, তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।

এলএমআইএ ওয়ার্ক ভিসা

আপনার যদি কানাডায় চাকরির অফার থাকে, তাহলে আপনি লেবার মার্কেট ইম্প্যাক্ট এসেসমেন্ট (এলএমআইএ) এর মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন।

প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)

কানাডার বিভিন্ন প্রদেশের নিজস্ব অভিবাসন নীতিমালা রয়েছে। এই নীতি অনুযায়ী, প্রদেশ গুলো নির্দিষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন অভিবাসীদের জন্য নমিনেশন প্রদান করে।

আইইসি

১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকরা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা (আইইসি) এর আওতায় চাকুরির অফার লেটার ছাড়াই কানাডা যেতে পারে।

বর্তমান সময়ে যেসব উপায়ে বাংলাদেশ থেকে কানাডা যাওয়া যায় সেগুলো উপরের আলোচনায় শেয়ার করা হয়েছে। তো চলুন এবার তাহলে কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জেনে নিন

দেখুন, আপনার আসলে কানাডা যেতে কি কি যোগ্যতার দরকার হবে সেটা নির্ভর করবে আপনি কোন কারণে কানাডা যেতে চান তার উপর। যেমন, আপনি যদি পড়াশোনা করতে কানাডা যেতে চান তাহলে আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন হবে। সেই যোগ্যতায় আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না। তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে যেসব কানাডা যাওয়ার যোগ্যতা আছে সেগুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. আপনাকে প্রমান করতে হবে যে, আপনি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কানাডা ত্যাগ করবেন। 
  2. আপনার পর্যাপ্ত পরিমান ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। যা দিয়ে আপনি কানাডায় থাকাকালীন নিজের কিংবা পরিবারের জন্য খরচ করতে পারবেন।
  3. অতীতের আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে। 
  4. আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে, আপনি কানাডায় গিয়ে কোনো অপরাধমূলক কাজে জড়িত হবেন না। 
  5. স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল রিপোর্ট থাকতে হবে। 

কানাডা সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে যে যোগ্যতা গুলোর কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো উপরের তালিকায় শেয়ার করা হলো আপনার সাথে। আর কানাডায় প্রবেশকারী সকল ব্যাক্তিদের মধ্যে উপরোক্ত যোগ্যতা গুলো থাকতে হবে।

কানাডা ওয়ার্ক পারমিট যোগ্যতা 

যদি আপনি কানাডাতে চাকরি করতে চান তাহলে আপনার বেশ কিছু যোগ্যতার দরকার হবে। আর বর্তমান সময়ে কানাডা ওয়ার্ক পারমিট এর যোগ্যতা গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

কানাডা ওয়ার্ক পারমিট এর যোগ্যতা 

কানাডা ওয়ার্ক পারমিট এর যোগ্যতা

  1. ডিজিটাল পাসপোর্ট (Digital passport).
  2. জন্ম নিবন্ধন সনদ (Birth registration certificate).
  3. জাতীয় পরিচয় পত্র (National Identity Card).
  4. কানাডা ভিসা এপ্লিকেশন ফর্ম (Canada Visa Application Form). 
  5. পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (Passport size color photograph).
  6. পুলিশ ক্লিয়ারেন্স (Police Clearance).
  7. জব অফার লেটার (Job offer letter).
  8. বয়স ৪৫ বছরের কম (Age less than 45 years).
  9. এলএমআইএ নাম্বার (LMIA number). 

উপরের তালিকায় আপনি যে সকল ডকুমেন্টস এর নাম দেখতে পাচ্ছেন। সেই সকল ডকুমেন্টস গুলো বাধ্যতামূলক সত্যায়িত হতে হবে।  

কানাডায় পড়াশোনার জন্য যোগ্যতা

আমরা সবাই জানি যে, কানাডার শিক্ষার মান অনেক ভালো। আর সে কারণে আমরা অনেকেই উচ্চ শিক্ষা নেওয়ার জন্য কানাডার উদ্দেশ্যে পাড়ি জমাই। তো আপনারা যারা কানাডায় পড়াশোনা করতে চান তাদের যোগ্যতা গুলো হলো, 

কানাডায় পড়াশোনার জন্য যোগ্যতা

কানাডায় পড়াশোনার জন্য যোগ্যতা

  1. পড়াশোনার জন্য পর্যাপ্ত অর্থ (Sufficient money for education).
  2. ডিজিটাল পাসপোর্ট (Digital passport).
  3. পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (Passport size color photograph). 
  4. বিশ্ববিদ্যালয় ভর্তি অফার লেটার (University admission offer letter).
  5. IELTS এর স্কোর সার্টিফিকেট (IELTS score certificate).
  6. এপ্লিকেশন এর ফর্ম (Application form).
  7. আইডেন্টিটি এর প্রয়োজনীয় ডকুমেন্টস (Necessary documents of identity). 
  8. পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে (Must have police clearance).
  9. স্কুল/কলেজ এর মূল সনদ এর সত্যায়িত কপি (Original school/college certificate). 
  10. ব্যাংক সলভেন্সির কর্তৃক প্রয়োজনীয় কাগজ পত্র (Documents required by Bank Solvency).

আপনারা যারা উচ্চশিক্ষা নেওয়ার জন্য কানাডা যেতে চান, তাদের উপরে উল্লেখিত যোগ্যতা গুলো থাকতে হবে। 

আরো পড়ুনঃ কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে জেনে নিন

কানাডা ভিজিট এর যোগ্যতা

বিশ্বের বিভিন্ন দেশে ভিজিট ভিসার জন্য খুব বেশি একটা যোগ্যতার দরকার হয়না। কারণ, এই ভিসায় আপনি মাত্র ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত একটি দেশে স্থায়ী থাকতে পারবেন। আর বর্তমানে কানাডা ভিজিটর ভিসার যেসব সাধারন যোগ্যতা আছে সেগুলো হলো, 

কানাডা ভিজিট এর যোগ্যতা

কানাডা ভিজিট এর যোগ্যতা

  1. এপ্লিকেশন ফর্ম (Application Form).
  2. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate).
  3. ডিজিটাল পাসপোর্ট (Digital passport).
  4. জাতীয় পরিচয়পত্র (National Identity Card).
  5. নির্ধারিত ব্যাংক ব্যালেন্স (Determined bank balance). 
  6. পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (Passport size color photograph). 
  7.  ডিক্লারেশন এর মূল ডকুমেন্টস (Original documents of declaration).

তো আপনি যদি উপরোক্ত কারনে কানাডা যেতে চান। তাহলে আপনার নিকট কি কি যোগ্যতা থাকতে হবে। সেগুলো সম্পর্কে উপরে ধারনা দেওয়া হয়েছে। তবে আমি আবারও বলছি যে, আপনার আসলে কি কি যোগ্যতার দরকার হবে। সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার কানাডা যাওয়ার উদ্দেশ্যের উপর।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত?

কানাডা যাওয়ার সহজ উপায়

আপনার যদি কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী কোনো আত্মীয়-স্বজন থাকেন, তাহলে তাদের সহায়তায় আপনি ‘ফ্যামিলি স্পন্সরশিপ’ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় যেতে পারেন। এই প্রোগ্রামে, আপনার স্পন্সর (আপনার আত্মীয়-স্বজন) আপনার আবাসন, খাদ্য, এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করার জন্য আইনি দায়িত্ব গ্রহণ করবেন।

কানাডা যাওয়ার যোগ্যতা ও আমাদের কিছুকথা 

আজকের আলোচনা তে আমি কানাডা যাওয়া নিয়ে বেশ কিছু বিষয় শেয়ার করেছি। প্রথমত, কেন আপনি কানাডা যাবেন, সে সম্পর্কে বলেছি। এরপর আমি কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে বিভিন্ন বিষয় শেয়ার করেছি।

আশা করি, এই অজানা তথ্য গুলো আপনার কাছে অনেক হেল্পফুল হবে। আর এই ধরনের হেল্পফুল তথ্য পেতে চাইলে Learning Boss এর সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *