সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত?
Saudi Arabia is located on which continent: যারা আসলে জানতে চান যে, সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত তাদের বলে রাখি যে, সৌদি আরব এশিয়া মহাদেশে অবস্থিত। আর ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার এর এই দেশ টি বর্তমান সময়ে এশিয়ার মহাদেশের আরব দেশ গুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি দেশ। এছাড়াও তেল, গ্যাস ও স্বর্ণ সম্পদের কারণে সৌদি আরব এখন পৃথিবীর ধনী দেশ গুলোর মধ্যে একটি।
সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত?
বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরব এশিয়া মহাদেশে অবস্থিত। মূলত এই দেশ টি এশিয়া মহাদেশ এর দক্ষিন পশ্চিম এর সর্বনিন্ম অংশে অবস্থান করে আছে। সৌদি আরবের পূর্বের অংশে রয়েছে আরব উপসাগর এর পাশাপাশি এই দেশটির পূর্বের অংশ টি কাতার ও আরব আমিরাত দ্বারা সীমাবদ্ধ।
সেই সাথে সৌদি আরবের উত্তরের অংশে রয়েছে ইরাক, জর্ডান ও কুয়েত, দক্ষিনে রয়েছে ওমান ও ইয়েমেন। এছাড়াও সৌদি আরবের পশ্চিম অংশে রয়েছে লোহিত সাগর যে লোহিত সাগরের ধারে অবস্থান করে আছে তিহামা সমভূমি। যার মোট আয়তন হলো, ১ হাজার ১০০ কিলোমিটার।
আরো পড়ুনঃ কানাডা কোন মহাদেশে অবস্থিত জেনে নিন
সৌদি আরবের পূর্ব নাম কি ছিল?
Former name of Saudi Arabia: উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত। তো এবার আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চান যে, সৌদি আরবের পূর্ব নাম কি ছিলো।
তো যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান, তারা একটা বিষয় জেনে রাখুন। সেটি হলো, সৌদি আরব হলো এমন একটি দেশ, যার নাম নির্দিষ্ট একটি পরিবার থেকে এসেছে।
সময়টা ছিলো ১৭০০ সাল, উক্ত সময়ে সৌদি আরবের মধ্যে যে স্থানীয় শেখ ছিলেন তার নাম হলো, সউদ বিন মোহাম্মদ। উনি হলেন সেই ব্যক্তি, যিনি উক্ত সময়ে মধ্যে আরবের মধ্যে থাকা উপদ্বীপ শাসন করতেন। মূলত তার এই শাসনামল থেকেই শুরু হয় রাজবংশের।
তার এই শাসনামল এর প্রায় দুই শতাব্দী পর সেই রাজবংশের যে নাম রয়েছে। সেই নাম অনুসারেই বর্তমান সময়ের সৌদি আরব এর নামকরন করা হয়েছিলো। আর সেই রাজবংশের একজন উত্তরাধীকারী হলেন, বাদশাহ আবদুল্লাহ।
তারপর থেকে আমরা যে আধুনিক সৌদি আরব কে দেখছি। মূলত সেই আধুনিক সৌদি আরব এর প্রতিষ্ঠতার নাম হলো, আজিজ বিন সউদ। এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তার ছেলেরাই সৌদি আরবের সিংহাসন এর দায়িত্ব পালন করে আসছেন।
আরো পড়ুনঃ সৌদি আরবের মুদ্রার নাম কি?
সৌদি আরবের ইতিহাস (ভিডিও)
সৌদি আরব কতটা শক্তিশালী?
How strong is Saudi Arabia: আমরা অনেকেই জানি যে, সৌদি আরব হলো বিশ্বের ধনী একটি দেশ। কারণ, এশিয়া মহাদেশ এর আরব দেশ গুলোর মধ্যে সৌদি আরব হলো, দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তুু আপনি কি জানেন, সৌদি আর কতটা শক্তিশালী? যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই বিষয়টি সম্পর্কেও সঠিক তথ্য জেনে নিন।
অন্যান্য দিক থেকে যেমন সৌদি আরবের স্বয়ংস্বপূর্ণতা আছে ঠিক তেমনিভাবে প্রতিরক্ষার দিক থেকেও সৌদি আরবের কোনো কমতি নেই। বরং গোটা বিশ্বের মধ্যে এই দেশটি অপারেটিং বাহিনীর সংখ্যার দিক থেকে ১০তম স্থান দখল করতে পেরেছে। কেননা, এই বাহিনীর মোট সদস্যার পরিমান হলো প্রায় ৪ লক্ষ ৮০ হাজার (আনুমানিক)।
মূলত ১৯৪০ সাল থেকেই সৌদি আরবে সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ জোরদার করা হয়েছিলো। আর এই সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি ১৯৪৩ সালে গঠন করা হয়েছিলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়। যার মাধ্যমে একটি পেশাদার প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়েছিলো।
তার ঠিক কয়েক বছর পর অর্থ্যাৎ ১৯৫৩ সালে যখন সশস্ত্র বাহিনী ১০ হাজার ছিলো। ঠিক সেই সময়ে সৌদি আরবের সশস্ত্র বাহিনী বৃদ্ধির পরিমান কিছুটা কমতে শুরু করেছিলো।
কিন্তুু ২০১০ সালের পর সৌদি সরকার সামরিক খাতে ব্যয় এর পরিমান বাড়িয়ে দেয়। তারপর ২০১৫ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। এভাবে পর্যায়ক্রমে ২০১৯ সালের দিকে সৌদি আরবের মহিলাদের সামরিক বাহিনীতে অংশগ্রহন করার সুযোগ প্রদান করা হয়েছিলো।
আরো পড়ুনঃ সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি?
সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত – FAQ
Q: সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত?
A: হিন্দুধর্ম সৌদি আরবের তৃতীয় বৃহত্তম ধর্ম এবং দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় ১.৩%।
Q: সৌদি আরবের প্রদেশ কয়টি?
A: সৌদি আরবে ১৩টি অঞ্চল বা প্রদেশ রয়েছে।
Q: সৌদি আরবের আয়তন কত?
A: সৌদি আরবের জনসংখ্যা প্রায় ৩,৪২,১৮,১৬৯ জন এবং এর আয়তন প্রায় ২১,৫০,০০০ বর্গকিলোমিটার।
Q: আয়তনের দিক থেকে সৌদি আরবের অবস্থান কত?
A: ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। আয়তনে বিশ্বের তৃতীয় বৃহওম মুসলিম দেশও এটি।
Q: সৌদি আরবের প্রধান ফসল কি?
A: খেজুর, দুগ্ধজাত পণ্য, ডিম, মাছ, মুরগি, ফল, শাকসবজি এবং ফুল। আর সৌদি আরব কৃষি শিল্পের সাথেও ব্যাপকভাবে জড়িত।
সৌদি আরব নিয়ে আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আমাদের এই Learning Boss ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পাবলিশ করা হয়। আর সেই ধারাবাহিকতায় আজকে সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যদি আপনি এই ধরনের অজানা বিষয় গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেস্টা করবেন। ধন্যবাদ।