রোমানিয়া ভিসা আপডেট ২০২৪
Romania Visa Update 2024: আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান তাদের জন্য রোমানিয়া ভিসা আপডেট জেনে নিতে হবে। আর আজকের এই আর্টিকেলে আমি আপনাকে রোমানিয়া ভিসার সকল আপডেট তথ্য গুলো বলবো। তো সেজন্য আপনাকে নিচে শেয়ার করা তথ্য গুলোতে চোখ রাখতে হবে।
রোমানিয়া ভিসা আপডেট
রোমানিয়া আগামী মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি বিশেষ কনস্যুলার মিশন পরিচালনা করবে, যা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা প্রদানের সুযোগ করে দেবে।
এই বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। তিনি জানিয়েছেন, গত বছর রোমানিয়ার একটি অস্থায়ী কনস্যুলার টিম ঢাকায় এসে ৩ মাসে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা ইস্যু করেছিল। এই সাফল্যের পরই রোমানিয়া সরকার ঢাকায় দীর্ঘমেয়াদী মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
রোমানিয়া ভিসা খবর (ভিডিও)
রোমানিয়া ভিসা ফর বাংলাদেশী
আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ বিভিন্ন উদ্দেশ্য রোমানিয়া তে পাড়ি জমান। যেমন, কেউ কাজের উদ্দেশ্য রোমানিয়া তে যান, আবার কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রোমানিয়া তে যান। আবার আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা মূলত ভ্রমন করার উদ্দেশ্য রোমানিয়া তে যান।
তবে আপনি যে কোনো উদ্দেশ্য রোমানিয়া তে যান না কেন। যখন আপনি নতুন ব্যক্তি হিসেবে রোমানিয়া তে যাওয়ার কথা ভাববেন। তার আগে আপনাকে অবশ্যই রোমানিয়া ভিসা সম্পর্কে যাবতীয় বিষয় গুলো জেনে নিতে হবে। যেমন,
- রোমানিয়া ভিসা আবেদন করার উপায় কি,
- রোমানিয়া ভিসা প্রসেসিং কিভাবে করা হয়,
- রোমানিয়া ভিসা চেক করার উপায় কি,
- রোমানিয়া ভিসার দাম কত,
- রোমানিয়া ভিসা কিভাবে পাওয়া যায়,
আর আজকে আমি আপনাকে এই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবো। তো আপনি যদি রোমানিয়া ভিসা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। তাহলে নিচের আলোচিত আলোচনা গুলো তে নজর দিন।
আরো পড়ুনঃ সরকারি ভাবে রোমানিয়া যাওয়ার উপায় ২০২৩
রোমানিয়া যেতে কত বছর বয়স লাগে?
তো আপনি যেহুতু রোমানিয়া ভিসা সম্পর্কে জানতে এসেছেন সেহুতু সবার আগে আপনাকে রোমানিয়া যেতে কত বয়স লাগবে সে সম্পর্কে একটু ধারনা নিতে হবে। কেননা, আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্য রোমানিয়া যেতে চান। তাহলে আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার থেকে বেশি বয়স হতে হবে।
📁 NOTE: আপনার বয়স যতক্ষন ১৮ বছর হবেনা আপনি ততোক্ষন বাংলাদেশ এর নাগরিক হতে পারবেন না।
কিন্তুু আপনি যদি ট্যুরিষ্ট ভিসা পেতে চান, তাহলে আপনার বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। যেমন ধরুন, আপনার বয়স ১৮ বছর হয়নি, কিন্তু আপনি আপনার অভিভাবক এর সাথে রোমানিয়া তে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান। তখন আপনার বয়স ১৮ বছর না হলেও, আপনি টুরিস্ট ভিসায় রোমানিয়া যেতে পারবেন।
এর পাশাপাশি আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রোমানিয়া যেতে চায়। তো তাদের ক্ষেত্রেও ১৮ বছর বয়স না হলেও, রোমানিয়া পড়াশোনা ভিসা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা চাকরির জন্য রোমানিয়া যেতে চান, তাদের আসলে কত বছর বয়স লাগবে সেই নির্দিষ্ট বয়স এর কথা রোমানিয়া সরকার উল্লেখ করে দেয়।
আরো পড়ুনঃ ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
রোমানিয়া যেতে কত টাকা লাগে
Romania visa cost: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চান যে, রোমানিয়া যেতে কত টাকা লাগে। তো যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান, তাদের একটা কথা বলে রাখি সেটি হলো, আপনি মোট দুই (০২) টি পদ্ধতি অনুসরণ করে রোমানিয়া যেতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলো,
- আপনি সরকারি ভাবে রোমানিয়া যেতে পারবেন,
- আপনি বেসরকারি বা কোন এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন,
তো আপনি যদি সরকারি ভাবে রোমানিয়া যান, তাহলে আপনার খরচের পরিমাণ অনেক কম হবে। কিন্তু আপনি যদি কোন বেসরকারি প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে একটু বেশি টাকা ব্যয় করতে হবে।
আর বর্তমান সময়ে আপনি বিভিন্ন ভিসার মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন। তো আপনার রোমানিয়া যেতে মোট কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনি আসলে কোন ধরনের ভিসার মাধ্যমে রোমানিয়া যেতে চান তার উপর।
তবে সাধারণ ভাবে আপনি যদি সরকারি পর্যায়ে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে মোট ০৫ লক্ষ টাকা থেকে শুরু করে ০৬ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে। কিন্তু আপনি যদি বেসরকারি ভাবে কিংবা কোন ধরনের এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে মোট ০৮ লক্ষ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা বা তারও বেশি টাকা ব্যয় করার প্রয়োজন হবে।
রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি
Job demand in Romania: আমাদের মধ্যে যে সকল মানুষ কাজ কিংবা চাকরি করার উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান। তারা অনেক সময় জানতে চান যে, রোমানিয়া তে কোন কাজের চাহিদা সব থেকে বেশি।
তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যে, বর্তমানে এমন অনেক ধরনের কাজ রয়েছে যে কাজ গুলোর চাহিদা রোমানিয়া তে অনেক বেশি রয়েছে। আর সেই চাহিদা সম্পন্ন কাজ গুলো হলো,
- কম্পিউটার অপারেটর,
- গার্মেন্টস অপারেটর,
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
- ওয়েটার,
- সিভিল ইঞ্জিনিয়ার,
- হোটেল বয়,
- কৃষি কাজ,
- কনস্ট্রাকশন,
তো বর্তমান সময়ে রোমানিয়া তে যে সকল কাজের চাহিদা রয়েছে সেই কাজের তালিকা উপরে উল্লেখ করা হলো। আর আপনারা যারা কাজ করার উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান। তারা চাইলে উপরের এই কাজ গুলো তে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার পর রোমানিয়া তে গিয়ে আপনি আপনার পছন্দমত চাকরি করতে পারবেন।
রোমানিয়া বেতন কেমন হয়? (বাংলাদেশী টাকায়)
Job Salary in Romania: যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কাজ কিংবা চাকরি করার উদ্দেশ্যে রোমানিয়া যেতে চায়। সেহুতু রোমানিয়া যাওয়ার আগে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। আর সেই বিষয় টি হলো, রোমানিয়া তে কাজের বেতন কেমন হয় সে সম্পর্কে আপনার সঠিক ধারণা রাখা উচিত।
আর আপনি আসলে রোমানিয়া তে কাজ করে কত টাকা বেতন পাবেন। সেটা নির্ভর করবে আপনি আসলে কি ধরনের কাজ করছেন তার উপর। কেননা এখানে বিভিন্ন কাজের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ধরনের বেতন প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আপনার ডিউটি টাইম কত ঘন্টা হবে সেটার উপরেও আপনার বেতন নির্ভর করবে।
তবে সাধারণ ভাবে আপনি যদি রোমানিয়া তে কাজ করেন তাহলে আপনি মোট ৪০০ ডলার থেকে ১,০০০ ডলার পর্যন্ত বেতন পাবেন। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় প্রায়, ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।
কিন্তু এটা হল আমার আনুমানিক একটা ধারণা। কেননা আমি উপরেই বলেছি যে, আপনি আসলে কত টাকা বেতন পাবেন সেটা নির্ভর করবে আপনার চাকরির ধরন এবং আপনার ডিউটি টাইম, আপনার কাজের দক্ষতা ইত্যাদির উপর।
Q: রোমানিয়া সংস্কৃতি কেমন হয়?
A: রোমানিয়া তে বসবাস করা অধিকাংশ মানুষ ধার্মিক। এর পাশাপাশি তারা তাদের পরিবারকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তবে তারা অপিরিচতি ব্যক্তিদের খুব বেশি প্রাধান্য দেয়না। কিন্তু তারা আমাদের মতোই বেশ অতিথিপরায়ন।
Q: রোমানিয়া ভাষার নাম কি?
A: রোমানিয়া তে বসবাস করা প্রায় ৯২ শতাংশ লোক রোমানীয় ভাষায় কথা বলে। কেননা, এটি হলো তাদের সরকারি ভাষা। তবে এই রোমানীয় ভাষার পাশাপাশি প্রায় ৭ শতাংশ মানুষ হাঙ্গেরী ভাষায় কথা বলে থাকে।
রোমানিয়া ভিসা আপডেট নিয়ে আমাদের শেষকথা
আমাদের মধ্যে যে সকল মানুষ রোমানিয়া যেতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকের আর্টিকেলে আমি আপনাদের রোমানিয়া ভিসা আপডেট তথ্য গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
তবে এরপরেও যদি আপনি রোমানিয়া ভিসা সম্পর্কে আরো কোনো অজানা তথ্য জানতে চান। তাহলে আপনার অজানা বিষয় টি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিসা কিংবা পাসপোর্ট সম্পর্কিত এই ধরনের অজানা বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য, নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন।
ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।