মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করার নিয়ম ২০২৩

Malaysia Worker Visa Check Rules 2023: আপনি যদি ওয়ার্কার ভিসা তে মালয়েশিয়া যেতে চান। তাহলে সবার আগে আপনাকে আপনার মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করে নিতে হবে।

কেননা, এই কাজটি করার মাধ্যমে আপনি ভিসা প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারবেন। আর আপনি যেন প্রতারিত না হন, সে কারণে এবার আমি আপনাকে মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করার নিয়ম গুলো ধাপে ধাপে দেখিয়ে দিবো।

কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করা যায়?

তো প্রথমেই আমাদের জানতে হবে যে, কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করা যায়। কেননা, বর্তমান সময়ে আপনি মোট ০৩ টি পদ্ধতি ফলো করে মালয়েশিয়া ভিসা চেক করে নিতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলো, 

  1. আপনি আপনার পাসপোর্ট এর নম্বর দিয়ে ভিসা চেক করতে পারবেন,
  2. আপনার এপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। 
  3. এবং আপনার নিকট থাকা কোম্পানির রেজিষ্টার নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। 

বর্তমান সময়ে আপনি যদি আপনার মালয়েশিয়া ভিসা চেক করতে চান। তাহলে আপনি কোন কোন পদ্ধতি গুলো ফলো করে উক্ত কাজটি করতে পারবেন। সেই পদ্ধতি গুলো উপরে উল্লেখ করা হয়েছে। আর আপনার যেন ভিসা চেক করতে কোনো সমস্যা না হয়। সে কারণে নিচের আলোচনাতে আমি কাজের প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি।

 

আরো পড়ুনঃ ইতালির ভিসা কবে খুলবে? ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করার নিয়ম 

যারা মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করার কাজটি অনেক কঠিন মনে করেন। তাদের বলে রাখি যে, এটি খুব সহজ একটি প্রসেস। কেননা, আপনি যদি নিচে দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই মালয়েশিয়া ভিসা চেক করে নিতে পারবেন।

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ পাসপোর্ট নাম্বার দিয়ে

সবার আগে আমি আপনাকে দেখিয়ে দিবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করতে পারবেন। তার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন,

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ পাসপোর্ট নাম্বার দিয়ে

  1. সবার প্রথমে এই লিংক এর মধ্যে ক্লিক করুন। 
  2. এবার আপনি নতুন একটি ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। 
  3. তারপর যেখানে ”No Passport” নামের ফাঁকা বক্সটি থাকবে। সেখানে আপনার পাসপোর্ট এর নম্বর টি নির্ভুল ভাবে বসিয়ে দিন। 
  4. তার ঠিক নিচে “Warganegara” নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনার দেশ হিসেবে “Bangladesh” সিলেক্ট করে দিন। 
  5. এবার আপনি সবার ডানপাশে একটি “Carian” নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। 

তো যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন। তারপর আপনি আপনার ভিসার বেশ কিছু তথ্য জানতে পারবেন। যেমন, আপনার ডকুমেন্টস এর নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি।

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ এপ্লিকেশন নাম্বার দিয়ে

এবারের স্টেপ গুলো ফলো করে আপনি আপনার এপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করতে পারবেন। তার জন্য নিচে দেখানো ধাপ গুলো ফলো করুন। যেমন,

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ এপ্লিকেশন নাম্বার দিয়ে

  1. প্রথমে আপনি এই লিংক এর মধ্যে ক্লিক করুন। 
  2. এরপর আপনাকে উপরে দেখানো পিকচার এর মতো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। 
  3. এখন “Employer Identification Card No” এর জায়গাতে আপনার কার্ড এর নম্বর টি বসিয়ে দিন। 
  4. তার ঠিক নিচে “Application Number” অপশনে আপনার নিকট থাকা এপ্লিকেশন নম্বরটি সঠিক ভাবে বসিয়ে দিন। 
  5. সবশেষে “Search” নামক বাটন এর মধ্যে ক্লিক করুন।

এরপর আপনি যদি সঠিক ভাবে কাজ টি করতে পারেন। তাহলে আপনি আপনার এপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করতে পারবেন।

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ রেজিষ্টার নাম্বার দিয়ে

আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চান। তারা খুব সহজেই কোম্পানির রেজিষ্টার নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। যেমন,

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেকঃ এপ্লিকেশন নাম্বার দিয়ে

  1. প্রথমে এই লিংকে ক্লিক করুন। 
  2. তারপর সবার ডানপাশে থাকা “Company Registration No”  এর মধ্যে আপনার কোম্পানির রেজিষ্টার নাম্বার টি বসিয়ে দিন। 

এরপর আপনি আপনার কোম্পানির সকল কর্মীদের তালিকা দেখতে পারবেন। সেখান থেকে আপনার নাম টি খুজে নিন।

আরো পড়ুনঃ রোমানিয়া ভিসা আপডেট ২০২৩

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক ও কিছুকথা

যাদের নিকট মালয়েশিয়া ওয়ার্কার ভিসা আছে। তারা কিভাবে তাদের ভিসা যাচাই করতে পারবেন। আজকে সেই পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি, আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে। খুব সহজেই আপনার মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করতে পারবেন। 

আর আপনি যদি পাসপোর্ট কিংবা ভিসা সম্পর্কিত সকল আপডেট তথ্য গুলো জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন