ইউরোপের গরিব দেশের তালিকা

List of the poorest countries in Europe: গত আর্টিকেলে আমি আপনাকে ইউরোপের ২৬ টি দেশের নাম বলেছিলাম। তো সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে, ইউরোপের গরিব দেশের তালিকা শেয়ার করার জন্য। আর সে কারণে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কেননা, আজকে আমি আপনাকে ইউরোপের গরিব দেশের তালিকা শেয়ার করবো।

ইউরোপের গরিব দেশের তালিকা

যদিওবা আমাদের অনেকের মনে ইউরোপ মানেই উন্নত দেশের কথা সবার আগে আসে। তবে ইউরোপ এর মধ্যে এমন অনেক দেশ আছে। যে দেশ গুলো এখনও দারিদ্র দেশের তালিকায় অবস্থান করছে। আর ইউরোপ এর মধ্যে থাকা সেই গরিব দেশের নাম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. বুলগেরিয়া
  2. মন্টিনিগ্রো
  3. বেলারুশ
  4. সার্বিয়া
  5. মেসিডোনিয়া
  6. বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
  7. আলবেনিয়া
  8. কসোভো
  9. ইউক্রেন
  10. মলদোভা

উপরের তালিকায় আপনি মোট ১০ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলো ইউরোপের সবচেয়ে গরিব দেশের তালিকায় আছে।

আরো পড়ুনঃ এশিয়ার ধনী দেশের তালিকা দেখে নিন

ইউরোপের ধনী দেশের তালিকা

এতক্ষনের আলোচনা থেকে আমরা ইউরোপের সবচেয়ে গরিব দেশের নাম জানতে পারলাম। তো এবার আমি আপনাকে ইউরোপ এর মধ্যে থাকা সবচেয়ে ধনী দেশের নাম গুলো জানিয়ে দিবো। আর আপনি যদি সেই দেশ গুলোর নাম জানতে চান। তাহলে নিচের তালিকায় চোখ রাখুন। যেমন, 

  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. লিচেনস্টেইন
  4. সান মারিনো
  5. নরওয়ে
  6. সুইজারল্যান্ড
  7. লুক্সেমবার্গ
  8. আয়ারল্যান্ড

এই তালিকায় আপনি যেসকল দেশের নাম দেখতে পাচ্ছেন। এই দেশ গুলো বর্তমানে ইউরোপের সবচেয়ে ধনী দেশের তালিকায় নিজের জায়গা দখল করতে পেরেছে।

বিশ্বের ১০ ধনী দেশের তালিকা

যেহুতু আপনি ইউরোপের গরিব দেশের তালিকা সম্পর্কে জানলেন। সেহুতু আপনার বিশ্বের ১০ ধনী দেশের নাম জেনে নেওয়া দরকার। কেননা, বর্তমান সময়ে বিশ্বের ১০ ধনী দেশের তালিকায় এমন কিছু দেশের নাম উঠে এসেছে। যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। আর উক্ত ধনী দেশের নাম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. লুক্সেমবার্গ
  2. সিঙ্গাপুর
  3. আয়ারল্যান্ড
  4. কাতার
  5. সুইজারল্যান্ড
  6. নরওয়ে
  7. যুক্তরাষ্ট্র
  8. ব্রুনেই দারুসসালাম
  9. হংকং
  10. ডেনমার্ক

উপরের তালিকায় আপনি মোট ১০ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। যে দেশ গুলো গোটা বিশ্বের মধ্যে ধনী দেশের তালিকায় উঠে এসেছে। কিন্তুু দুঃখজনক হলেও সত্য যে, এই তালিকায় চীন, রাশিয়া কিংবা জার্মানির মতো দেশের নাম নেই। যা সত্যি অবাক করে দেওয়ার মতো একটা বিষয়।

আরো পড়ুনঃ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকা

বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকা

আমাদের বাংলাদেশ একটি গরিব দেশ এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি। কিন্তুু আপনি কি জানেন, এমন অনেক দেশ আছে যারা আমাদের বাংলাদেশের থেকেও গরিব দেশ। আর এবার আমি আপনাকে সেই দেশের নাম গুলো বলবো।

আর বর্তমান সময়ে পৃথিবীর যে দেশ গুলোকে গরিব দেশ হিসেবে ধরা হয়। সেই দেশ গুলোর নাম নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন, 

  1. বুরুন্ডি
  2. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
  3. কঙ্গো
  4. ইরিত্রিয়া
  5. নাইজার
  6. মালায়ি
  7. মোজাম্বিক
  8. দক্ষিণ সুদান
  9. সিয়েরা লিওন

এই তালিকায় আপনি যেসব দেশের নাম দেখতে পাচ্ছেন। সেই দেশ গুলো বর্তমান বিশ্বের সবচেয়ে গরিব দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

এশিয়া গরিব দেশের তালিকা

উপরের আলোচনায় আমরা গোটা বিশ্বের গরিব দেশ গুলোর নাম জানতে পারলাম। তো এবার আমি আপনাকে শুধুমাত্র এশিয়া মহাদেশ এর গরিব দেশের নাম গুলো বলবো। আর আপনি যদি সেই দেশ গুলোর নাম জানতে চান। তাহলে নিচের তালিকায় চোখ রাখুন।

  1. সিরিয়া
  2. নেপাল
  3. কিরগিজস্তান
  4. পাকিস্তান
  5. তিমুর-লেস্তে
  6. মায়ানমার
  7. কম্বোডিয়া
  8. উজবেকিস্তান
  9. আফগানিস্তান
  10. উত্তর কোরিয়া
  11. ইয়েমেন
  12. তাজিকস্তান

বর্তমান সময়ে এশিয়া মহাদেশ এর মধ্যে যেসব দেশ সবচেয়ে গরিব দেশের তালিকায় আছে। সেই দেশ গুলোর নাম উপরে শেয়ার করা হয়েছে।

আরো পড়ুনঃ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩

আপনার জন্য আমাদের কিছুকথা

যারা মূলত ইউরোপের গরিব দেশের তালিকা জানতে চেয়েছেন। তাদের কে ইউরোপের সবচেয়ে গরিব দেশ গুলোর নাম জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আজকের আর্টিকেলে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে। যেগুলো এর আগে আপনার অজানা ছিলো।

তো দেশ বিদেশের এমন অজানা বিষয় গুলো সবার আগে পেতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *